PDA

View Full Version : জাপানে গৃহস্থালি ব্যয় বেড়েছে ৬.৯ শতাংশ



BDFOREX TRADER
2022-03-14, 03:29 PM
এক বছর আগের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে জাপানে গৃহস্থালি ব্যয় বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ। ছয় মাসের মধ্যে এবারই প্রথম ব্যয়বৃদ্ধি হলো। নভেল করোনাভাইরাস মহামারীর জরুরি অবস্থার কারণে আগের বছর খাড়া পতনের মুখে ছিল জাপানের পারিবারিক ব্যয়ের গ্রাফ। গত জানুয়ারিতে দুই বা তার বেশি সদস্যের জন্য গৃহস্থালি ব্যয় ২ লাখ ৮৭ হাজার ৮০১ ইয়েন ছিল বলে জানিয়েছে দেশটির অভ্যন্তরীণ সম্পর্ক ও যোগাযোগ মন্ত্রণালয়।
নভেল করোনাভাইরাসের সংক্রমণের ঢেউ সত্ত্বেও গত বছরের জানুয়ারিতে আগের বছরের তুলনায় পারিবারিক ব্যয় কমে যায় ৬ শতাংশ। জরুরি অবস্থার কারণে মানুষকে তখন বেশির ভাগ সময় ঘরেই বসে থাকতে হয়েছিল। পাশাপাশি সংক্রমণ এড়াতে বিভিন্ন রেস্তোরাঁ ও বারও বন্ধ করে দেয়া হয়েছিল। ফলে কমে এসেছিল ব্যয়। তবে এবারের ব্যয়বৃদ্ধিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যাতায়াত ও যোগাযোগ ব্যয়। কারণ মানুষকে এখন বেশি বেশি ঘরের বাইরে যেতে হচ্ছে এবং রেল ও এক্সপ্রেসওয়েতে খরচ বেড়েছে। তাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে ৩২ দশমিক ২ শতাংশ। হোটেল ভাড়া ও প্যাকেজ ট্যুরের খরচ বেড়ে যাওয়ায় কালচার অ্যান্ড রিক্রিয়েশন ক্যাটাগরিতে খরচ বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
17003