PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং করতে কি কি নিয়ম মেনে চলতে হ



samrat
2015-08-22, 08:14 PM
ফরেক্স ট্রেডিং করতে কি কি নিয়ম মেনে চলতে হয়? আপনারা কেউ কি রিয়েল ভাবে জানেন? জানলে জানাবেন।তবে আমার মনে হয় ফরেক্সের কিছু নিয়ম না মানলে আমরা অনেক লস করতে পারি।আমরা নিয়ম না ছারা কিছু কাজ করব না।

md mehedi hasan
2015-09-09, 04:22 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কতণ্ডলো নিয়ম সঠিক ভাবে মেনে চলতে হয়।এইসব নিয়ম এর একটা ব্যতিত্রম হলে ফরেক্স মার্কেটে টিকে থাকা আপনার পক্ষে অসম্ভব হয়ে পড়বে।তাই আমি কেন আপনাদের সকলি এই এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন।এই নিয়ম ণ্ডলো হল-
1)রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস করতে হবে।
2)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্ধারন করতে হবে।
3)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে এনালাইসিস করতে হবে।
4)লোভ ত্যাগ ও প্রচুর ধৈর্য ধারন করতে হবে।
5)অভার ট্রেডিং বন্ধ করতে হবে।

Imran1995
2015-09-09, 05:31 PM
আমি মনে করি ফরেক্সে ট্রেডিং করার সময় আনেক গুলো নিয়ম মেনে চলা দরকার । তবে এখানে কোন রকম আবেগময়ী কথা গুলো বর্জন করা দরকার।

swadip chakma
2015-09-21, 12:23 PM
একজন মানুষ চাকরি বা ব্যবসা করলে তার যে কতগুলো নিয়ম মেনে চলতে হয়,ঠিক তেমনি ফরেক্স করতে গেলেও অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে গেলে মার্কেট অবস্তা দেখতে হবে,মারকেত গতি কেমন হচ্ছে,সাপোট এন্ড রেসিস্টেন্স এরিয়া দেখতে হবে ,বেশি ট্রেড করা যাবে,লোভ কে নিয়ন্ত্রন করতে হবে।

Marufa
2015-09-21, 01:14 PM
ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে বড় নিয়ম হল নিয়ম মেনে চলতে হবে । আপনি অনেক নিয়ম জানবেন, শিখবেন কিন্তু বাস্তব মার্কেটে দেখবেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না । আর তাই ভুল করতে থাকবেন ফলাফল লস করতে থাকবেন ।

Fxaziz
2015-10-11, 11:14 AM
যে কোন জাইগাই কাজ করতে গেলে কিন্তু আমাদের কিছু নিয়ম মেনে ছলতে হয়। ফরেক্স মার্কেট ও কিন্তু এর বাইরে নয়। এই খানে আপনাকে কাজ করতে হলে কিছু নিয়ম অনুসরন করতে হবে। আপনি যদি নিয়ম গুলু মেনে না চলেন তবে এই খানে কাজ করা আপনার পক্ষে অসম্ভব হয়ে পরবে ।এই খানে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে । আপনাকে কিছু সময় অপক্ষা করতে হবে। ওভার ট্রেড করতে পারবেন না । বেশি বেশি এনালাসিস করতে হবে ।

Momen
2015-10-17, 08:19 PM
ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে শান্ত মনের অধিকারী হতে হবে। মাথা গরম করা চলবে না। ধৈর্যের সাথে ট্রেড করতে হবে। মার্কেট অনাল্যাইসিস করতে হবে।

mlbasumata
2015-10-23, 03:30 PM
ফরেক্সে সফলভাবে ট্রেড করতে হলে নিম্নলিখিত বিষয়গুলির উপর জোর দিতে হবে-
১। যতটা পারা যায় সময় দিয়ে মার্কেট পর্যবেক্ষণ।
২। টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইজ।
৩। সঠিক সাপোর্ট ও রেসিসটেন্স।
৪। সঠিক সময়ের অপেক্ষা।
৫। তাড়াহুড়ো না করা।
৬। লোভবশত:অধিক ট্রেড না করা।

HKProduction
2015-12-07, 11:55 AM
ফরেক্স ট্রেডে অনেক নিয়ম ধরে ট্রেডাররা ট্রেড করে থাকেন। এখানে প্রত্যেকের ধরণ ভিন্ন ভিন্ন। এক এক জন এক এক সূত্র ধরে এগিয়ে যাচ্ছেন। শেয়ার করার প্রবণতা খুবই কম। আর এ কারণেই আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমাদেরকে মূলত মানি ম্যানেজমেন্টের রুল ঠিক রেখে এগিয়ে যেতে হবে।

MotinFX
2015-12-21, 11:03 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাকে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় ধৈর্য ধরে ট্রেড করতে হবে, সাপোর্ট রেজিসটেন্স দেখে ট্রেড করতে হবে, অতিরিক্ত ট্রেড করা যাবেনা, লোব পরিহার করতে হবে, ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করতে হবে।

owalith
2015-12-26, 07:01 PM
ফরেক্স ট্রেডিং করতে চাইলে খুব অল্প কিছু নিয়ম মেনে চলতে হবে, ট্রেড করার আগে ভাবতে হবে আপনি ফরেক্সে ট্রেড করছেন অন্য কিছু নই, ভাল ভাবে টেকনিকাল ও ফানডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করতে হবে, ট্রেড করার আগে কারর পরামর্শ নেওয়ার দরকার নেই নিজের আত্যবিশ্যাস যথেষ্ট, খুব গুরুত কোন মতেই ভুল করা যাবে না।

HKProduction
2015-12-28, 11:48 AM
ফরেক্সে ট্রেড করতে হলে খুব কুল মাইন্ড নিয়ে কাজ করতে হয়। নিরিবিলি পরিবেশ ও কোলাহল মুক্ত জায়গা ট্রেডের জন্য একান্ত প্রয়োজন। অভাব ও ঋণে জর্জরিত মন ট্রেডের জন্য বিপরীত হতে পারে। প্রোপার মানি ম্যানেজমেন্ট টেনশনের জন্য কাজ নাও করতে পারে। এ ক্ষেত্রে ভাল টেকনিক্যাল এনালাইসিস একান্ত প্রয়োজন।

MotinFX
2016-01-02, 08:29 PM
ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়। প্রথমে মানি মেনেজম্যেন্ট মেনে চলতে হবে অতিরিক্ত ট্রেড করা যাবেনা ফান্ডামেন্টাল এনালাসিসের প্রতি যোর দিতে হবে লোভ করা যাবেননা এবং ধৈর্য ধরে ট্রেড করতে হবে।

HKProduction
2016-01-03, 09:07 PM
ফরেক্সে ট্রেড করতে হলে কোন প্রকার লোভ করা যাবেনা। ট্রেড না বুঝলে ডেমোতে প্রাকটিস করতে হবে। প্রফিট এবং লসের কারন খুঁজে বের করতে হবে। মানি ম্যানেজমেন্টের রুল মেনে ট্রেড করতে হবে। কখনোই ওভার ট্রেডের মতো বদ অভ্যাস করা যাবে না।

nelson
2016-02-03, 12:27 PM
ফরেক্স এ ট্রেড করার মূল জিনিস খুবই কম।
১। প্রথমে আপনাকে মারকেট সম্পর্কে বুজতে হবে।
২। মারকেট কে ভাল করে এ্যানালাইস করা শিখতে হবে।
৩। যখন ই আপনার নিয়ম অনুযায়ী ট্রেড হবে শুধু তখন ই ট্রেড করবেন।
৪। মানি ম্যান্জেমেন্ট মেনে ট্রেড করবেন।
৫। অন্যের কথায় ট্রেড ওপেন ও বন্দ করবেন না।
৬। এস,এল ও টিপি ছাড়া ট্রেড করবেন না্।
৭। একটা ট্রেড এর জন্য আপনার একাউন্ট এর ৫% এর বেশী রিস্ক নিবেন না।

arvi
2016-02-20, 04:33 PM
ফরেক্স মার্কেটে সফল হতে চাইলে আমাদের কিছু নিয়মের মধ্যে থাকতে হয় । যেমন লোভ কে নিজের নিয়ন্ত্রনে রাখা , মার্কেট সম্পর্কে এনালাইসিস করা, মানি ম্যানেজমেন্ট এর দিকে খেয়াল রাখা , ধ্যরয ধরা তারা হুরা করে ট্রেড না করা , ইমশন কন্ট্রোল করা । অতি উতসাহিত হয়ে ট্রেড না করা । লং ট্রেড করা । এবং লাইভ ট্রেড করার পুরবে ডেমো ট্রেড দিয়ে ভালো করে সব কিছু বুঝে নেওয়া।

imranmohammad48
2016-02-23, 07:42 PM
আমি মনে করি ফরেক্সে ট্রেডিং করার সময় আনেক গুলো নিয়ম মেনে চলা দরকার ।একজন মানুষ চাকরি বা ব্যবসা করলে তার যে কতগুলো নিয়ম মেনে চলতে হয়,ঠিক তেমনি ফরেক্স করতে গেলেও অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে গেলে মার্কেট অবস্তা দেখতে হবে,মারকেত গতি কেমন হচ্ছে,সাপোট এন্ড রেসিস্টেন্স এরিয়া দেখতে হবে ,বেশি ট্রেড করা যাবে,লোভ কে নিয়ন্ত্রন করতে হবে।

Royal
2016-03-20, 12:13 PM
md mehedi hasan; আ*মি ফ*রেক্স এ নতুন এই নিয়ম ছাড়া আর কোন নিয়ম আ*ছে কি?

yasir arafat
2016-04-05, 02:11 PM
আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলব তা হল :
১।নিজের এনালাইসের প্রতি বিশ্বাস রাখতে হবে
২।ঘন ঘন ট্রেডিং করা যাবে না
৩। লোভ থেকে বিরত থাকতে হবে।
৪।নিয়মিত স্টপ লস ব্যবহার করতে হবে
৫।নিজের লসের জন্য ধৈর্য ধারণ করতে হবে
৬। মানি ম্যানেজমেন্ট রোল ফলো করতে হবে
৭।মার্কেটের সেশন দেখে ট্রেড করতে হবে।

askam
2016-04-16, 10:28 AM
ফরেক্স এ ব্যাবসাবকরতে হলে আমাদের অনেক কিছুই নিয়মের মধ্যে করতে হয় , আর আমরা তা ফলো করলে আমাদের জন্যই লাভ । আমরা জানি যে ফরেক্স এর জন্য এনালাইসিস করে ট্রেড করা , মানিম্যানেজমেন্ট এর দিকে খেয়াল রাখা , ইন্ডীকেটর ফলো করা , টাইম ফ্রেম ঠিক মতো নিরধারন করা । লোভে না পড়া । ধ্যরজ ধরে টিকে থাকার জন্য ট্রেড ওপেন করা । আশাকরি এই ধরনের নিয়ম মেনেচল্লে আমরা ভালো করবো ।

ahal
2016-04-29, 11:55 AM
আসলে ফরেক্স এর নিয়ম আপনার নিজের মধ্যে । আপনি কি মানবেন আর কি ফলো করবেন এটি নিজেকেই নিরধারন করে নিতে হবে । যেহেতু ফরেক্স ব্যাবশা একটি চ্যালেংজ তাই আমাদের অভিং্য ত্রেদার যারা তারা অনেক নিয়ম আমাদের কে শিখিয়েছেন , যেমন ট্রেড করার সময় নিজেকে লোভ থেকে দূরে রাখতে হবে , সময় বুঝে ট্রেড করা , মার্কেট এনালাইসিস করা সঠিক ভাবে , ধ্যরয ধরে ট্রেড করা , আমরা এগুলো ফলো করলেই আশাকরি নিয়মের মধ্যে থাকতে পারব ।

RUBEL MIAH
2016-05-15, 11:16 PM
ফরেক্স ব্যবসা করতে গেলে অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে । যে ট্রেডারগণ এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করতে পারবে অবশ্যই সে সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করব তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব ।

dwipFX
2016-05-17, 09:43 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ফরেক্সেরর সব নিয়ম মেনে চলতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে আপনাকে এনালাইসিস করে ট্রেড করতে হবে। অতিরিক্ত ট্রেড করা যাবেনা এবং ধৈর্য ধরে ট্রেড করতে হবে।

HasanXM
2016-08-24, 09:29 AM
ফরেক্স করতে গেলেও অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন


লোভ করবেন না
ইমোশনাল হবেন না
নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না
মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন
ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন
অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবেন না

Shuvo Ghosh
2016-09-04, 10:25 PM
ফরেক্স ট্রেডিং করতে অনেক নিয়ম মানার আছে যেমন প্রথম শর্ত মানি ম্যানেজমেন্ট না কোরে ট্রেদ দয়া টিক না, দুইঃ স্টপ লস লাগানো তিনঃ লোভ কে না বলা, চারঃ ওভার ট্রেডিং না করা, পাঁচঃ মার্কেট অ্যনালাইসসি করা ইত্যাদি ইত্যাদি। এই রুলস গুলো আপনারি শুধু মাত্র একজন ভাল মানের ট্রডার হবার জন্য।

vodrolok
2016-09-10, 02:20 PM
ফরেক্সে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। তাকে এক কথায় বলা যায় যে, আবেগী না হয়ে শৃঙ্খলা মেনে সেই শৃঙ্খলা অনুযায়ী ট্রেড করা। এ জন্য নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকা চাই। সেই পরিকল্পনা অনুযায়ীই ট্রেড করা উচিত এবং অবশ্যই আবেগকে প্রশ্রয় দেয়া উচিত না। স্ট্রাটেজির মধ্যে এন্ট্রি, এক্সিট, টেক প্রফিট, স্টপ লস, রিস্ক রিওয়ার্ড ও মানি ম্যানেজমেন্ট এগুলো সামনে রেখে স্ট্রাটেজি তৈরী করতে হবে।

Dilip05
2016-10-01, 01:36 AM
ভাল একটা এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, অতি লোভ না করা, অভার ট্রেডিং না করা, কম লট দেওয়া লক্ষ্য রাখা উচিত একটি ট্রেড অপেন করার জন্য । অন্যথায় মার্কেটে টিকে থাকা কষ্টকর।

tarekbsl101
2016-10-06, 02:25 PM
বিভিন্ন ধরেনের ফোরাম সাইট আছে
সেইখান দিয়ে বা আপনি ৩ মাস এর মত ডেমো করেন আশা করি ফরেক্স নিয়া সব কিছু বুঝতে পার বেন
মেইন হলো অনেক সময় দিতে হবে এবং আধিক ধৈয এর দরকার আছে

nbfx
2016-12-11, 11:05 PM
নিয়ম তো অনেকেই অনেক কিছু বলেছেন সব ঠিক আছে। আমি গুরুত্বপূর্ণ ৩টি নিয়ম বলছি।
১। লিভারেজ কম নেয়া । ১:১০ হলে ভাল হয়।
২। মানি মেনেজম্যান্ট মানা।
৩। মার্কেটের ট্রেন্ড বা গতিকে চেনা
তাহলে আপনি দীর্ঘদিন টিকে থাকতে পারবেন এবং লস এরিয়ে লাভ করতে পারবেন।

riponinsta
2016-12-14, 04:14 PM
ফরেক্স ট্রেডিং করতে করতে হলে আপনাকে নিওম করে ৮ থেকে ১০ গন্তা টেড করতে হবে । ফরেক্স ট্রেডিং করতে হলে আপনার একটা ভাল টেড ইং সিস্টেম থাকতে হবে । এমন সিস্টেম আপনার খুজে বের করতে হবে যা থেকে আপনার ৮০ % টেড লাভ এ বন্দ হই। ফরেক্স ট্রেডিং করতে হলে আপনি ১০০ % সিগ্লানল না আসলে টেড করবেন না ।

siddiquecec
2017-02-01, 04:14 PM
আপনি যাই জানে বা না জানে ফরেক্স মার্কেটে আপনি টিকে থাকার জন্য সবসময় এবং সবচেয়ে বেশি নিয়ম মানতে হবে তা হচ্ছে ওভার ট্রেড নেওয়া যাবে না। আরো কিছু আছে আপনি এই নিয়মটা ধরে রাখতে পারলে উপকার হবে। এবং ট্রেডে সফল হবেন।

edottc
2017-02-03, 09:42 AM
আপনি যাই করেন না কেন তার কোন না কোন নিয়ম আছে নিয়ম ছাড়া কোন কিছু চলতে পাড়েনা যদিও চলে তাহলে তার পতন হবেই । তাই ফরেক্স ারে নিয়ম আছে কিভাবে ট্রেড করতে হবে কখন করতে হবে ট্রেডের পরিমান কী রকম হবে ইত্যাদি যেনে ফরেক্স করতে হবে।

shohanjacksion
2017-02-04, 05:23 PM
খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। ফরেক্সে মেনে চলতে হয় এমন নিয়মগুলো সম্পর্কে আমরা সবাই মোটামোটি জানি কিন্তু মেনে চলতে পারিনা। প্রকৃতপক্ষে ফরেক্স এ টিকে থাকার জন্য দীর্ঘ বছরের অভিজ্ঞতা এবং একটি ভাল স্ট্র্যাটেজি থাকা বাঞ্ছনীয়।

Mamun13
2017-11-11, 10:47 PM
#ট্রেড করার পূর্বে অবশ্যই সঠিক ভাবে এনালাইসিস করে ট্রেডে এন্ট্রী করতে হবে৷#হাইয়ার টাইমফ্রেমে ট্রেড করার অভ্যাস তৈরী করতে হবে৷#মানি ও রিস্ক মেনেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে৷#লিভারেজ কম নিতে হবে৷#প্রত্যেক ট্রেডে স্টপলস ও টেকপ্রফিট যথাস্হানে ব্যাবহার করতে হবে৷#কখোনোই ওভারট্রেড করা যাবেনা৷#প্রথমে দীর্ঘদিন ব্যাপী ডেমো ট্রেড করে করে অভিজ্ঞতা অর্জন করার পরে রিয়েল ট্রেডে আসা উচিৎ৷###এসব মানলে ট্রেডার আর না মানলে লুজার ! লুজার ! এবং লুজার !

Maria17
2017-12-03, 05:53 AM
এটা হল প্রথম ধাপ যখন আপনি সবেমাত্র ফরেক্স সম্পর্কে জানতে শুরু করেছেন। আপনি জানেন যে ফরেক্স অর্থোপার্জনের একটা সহজ রাস্তা, কারন আপনি ফরেক্স সম্পর্কে অনেক কথা শুনেছেন যে ফরেক্স ট্রেড পারলে টাকা আয় করা কোন ব্যাপার নয়। তাই দুর্ভাগ্যবশত আপনি মনে করবেন এটা অনেক সহজ, ঠিক আপনার প্রথম গাড়ি চালানো শিখার ইচ্ছার মত যেটা আপনি মনে করেছেন সহজ হবে, সবচেয়ে বড় কথা আর কত কঠিনইবা হবে?
তবে ট্রেড করার ক্ষেএে আপনি কিছু শর্ত অনুসরন করে ট্রেড করলে আপনি একজন দক্ষ ট্রেডার হতে পারবেন যেমনঃ
১) লোভ না করা।
২) ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করা।
৩)অভার ট্রেড না করা।
৪)ধৈর্য্য সহকারে ট্রেড করা।

Debdas50
2017-12-08, 12:54 PM
1)রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস করতে হবে।
2)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্ধারন করতে হবে।
3)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে এনালাইসিস করতে হবে।
4)লোভ ত্যাগ ও প্রচুর ধৈর্য ধারন করতে হবে।
5)অভার ট্রেডিং বন্ধ করতে হবে।

Syed Moinul
2018-01-29, 06:28 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে অনেক নিয়ম মেনে চলা লাগে। নিয়ম কানুন মেনে না চললে বড় ধরনের লসের ভেতর পড়ে যেতে পারেন। অনেকেই অনেক নিয়মই উল্লেখ করেছেন। তাদের বাইরে আর কিছু বলার নাই।

shohanjacksion
2019-01-26, 10:59 AM
ফরেক্স ট্রেডিং করতে কি কি নিয়ম মেনে চলতে হয়? আপনারা কেউ কি রিয়েল ভাবে জানেন? জানলে জানাবেন।তবে আমার মনে হয় ফরেক্সের কিছু নিয়ম না মানলে আমরা অনেক লস করতে পারি।আমরা নিয়ম না ছারা কিছু কাজ করব না।

ভাই, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। হয়ত জানেন বা আপনার মাধ্যমে অজানারাই জানবেন। ট্রেডিং করতে গেলে প্রথমেই আমাদের নিয়মসমূহ জানা উচিত। অনেক ভাই এই বিষয়ে বিস্তারিত লিখেছেন কিন্তু একটি কথা কেউ উল্লেখ করেন না। সেটি হলো ডিপোজিট এর পরিমান এবং লিভারেজ। ভাই, আমি সকল নিয়ম থেকে এই দুইটি বিষয় খুব গুরুত্ব সহকারে অবলমন্বন করতে বলব। ডিপোজিট বেশি পরিমান নেন এবং লিভারেজ এর পরিমান যতসম্ভব কম নেন। যেমন, যদি পারেন লিভারেজ ১:২০ নিয়ে ট্রেড করুন। তাহলে আপনি অন্যান ভাইদের প্রদত্ত নিয়ম মেনে চলতে পারবেন।

Saykat5279
2019-02-24, 01:21 PM
ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে অনেক কিছু নিয়ম মেনে চলতে হবেঃ
১) কখনো লোভ করা যাবে না
২) আবেগ কন্ট্রোল করতে হবে, মানে আবেগের বশে ট্রেড করা যাবে না
৩) ডেমো ৫-৬ মাস প্র্যক্টিস করতে হবে
৪) নিয়মিত এনালাইসিস করতে হবে
৫) একসাথে ৩-৪ টা ট্রেড এ এন্ট্রি নেওয়া যাবে না।

ForexTrainer99
2019-03-08, 04:12 PM
হে আমি অনেক বছর ধরে ট্রেড করছি ফরেক্স মার্কেট (https://bangla-forex.com/) এ. ফরেক্স এ ট্রেড করতে হলে অনেক নিয়ম মানতে হয়। যেমন আপনাকে বেশী ট্রেড করা যাবে না । ভুল ট্রেড করা যাবে না। ভুল ট্রেড করলে আপনার লস হবে । তারপর সঠিক সময় ট্রেড করতে হবে। এই রকম অনেক নিয়ম আছে।
ফরেক্স মার্কেট (https://bangla-forex.com/)

FX7
2019-12-05, 01:52 AM
আমি নতুন রিয়েল টেড করতেছি, এই দু তিন মাস হলো।এত কিছু তো জানতাম বা বুঝতাম না।আবেগ বসত টেড করে ৫০+লসে পরে গেছি।টেড পুষে রেখে ভারি বানিয়ে কেটে দিছি। তাই আমার একটা নতুন অভিজ্ঞতা হল যে বেশি লোভ করলেই লস।আগে যদি কেটে দিতাম তাহলে ২০লসে কাটতে পারতাম।কওন্তু লোভ করে যে মাকেট উপরে উঠবে এই চিনৃতা করে ধরাডা খাইলাম

Emarif1992
2020-01-16, 09:45 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আর ফরেক্স থেকে মানি উপার্জন করতে হলে, অবশ্যই অনেক গুলো নিয়ম মেনে ট্রেড করতে হবে আর অনেক কিছুই জানতে হবে। তবে আমার জানা কিছু নিয়ম আর কৌশল বলছি........
১। প্রথমেই বলছি লোভ নয়, ধৈয্য আর মানিম্যানেজমেন্ট
২। প্রতিটা ট্রেড এন্ট্রি দেওয়ার পূর্বেই সঠিক এনালাইছিস।
৩। কোনভাবেই ওভার ট্রেড এন্ট্রি দেওয়া যাবে না।
৪। ২৪ ঘন্টাই চার্ট নিয়ে বসে থাকা যাবে না আর ট্রেড করা যাবে না।
৫। ফরেক্স এ টিকে থাকার জন্য অবশ্যই লসকে নিয়ন্ত্রণ করতে হবে।

mdmoshin1988
2020-01-25, 05:46 PM
একজন মানুষ চাকরি বা ব্যবসা করলে তার যে কতগুলো নিয়ম মেনে চলতে হয়,ঠিক তেমনি ফরেক্স করতে গেলেও অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে গেলে মার্কেট অবস্তা দেখতে হবে, অতিরিক্ত ট্রেড করা যাবেনা, লোব পরিহার করতে হবে, ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করতে হবে।

Fxxx
2020-02-01, 04:27 PM
আসলে ব্যাবসা করার জন্য যে সকল নিয়মাবলী প্রয়োজন তার সবগুলোই ফরেক্স করতে গেলে লাগে। যেমন প্রথমত ধৈর্য্য ধরতে হবে, লাভের জন্য খুব তারাহুরা করা ঠিক হবে না, সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে ও সঠিক এনালাইসিস করে ট্রেড করতে হবে তাহলেই সফলতা আশা করা সম্ভব।

Rad96
2020-02-16, 03:31 PM
একজন মানুষ চাকরি বা ব্যবসা করলে তার যে কতগুলো নিয়ম মেনে চলতে হয়,ঠিক তেমনি ফরেক্স করতে গেলেও অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে গেলে মার্কেট অবস্তা দেখতে হবে,মারকেত গতি কেমন হচ্ছে,সাপোট এন্ড রেসিস্টেন্স এরিয়া দেখতে হবে ,বেশি ট্রেড করা যাবে,লোভ কে নিয়ন্ত্রন করতে হবে।

saraa
2020-02-21, 10:11 AM
আমি ব্যবসায়ের সর্বোত্তম সময়টি হয় খবরের সময় হয় বা যখন সংবাদ শেষ হয় এবং হঠাৎ দিকনির্দেশ হয়। তবে এর পাশাপাশি এটিও খারাপ দিক হতে পারে। সুতরাং আমাকে নিশ্চিত করতে হবে যে আমার চূড়ান্ত পছন্দকে বাণিজ্যে সেট করার মধ্যে সমর্থন এবং প্রতিরোধের কোথায় রয়েছে।

Rokibul7
2020-02-22, 12:11 AM
সব নিয়েমের মধ্যে একটা নিয়ম বলে দিতে পারি আর সেইটা হলো কম লট ব্যাবহার করা।সব সময় কম লটে টেড করা, সুজগের অপেক্ষা করা এবং মানিম্যানেজ মেন্ট ঠিক রাখা।আর একটা বলতে পারি যেমন কম টেড দেওয়া।লট সাইজ যত বড় ধরছি তত লস খাইছি।

FREEDOM
2020-04-18, 09:21 PM
ফরেক্স ট্রেডিং করতে কিছু বেসিক নিয়ম মেনে চললেই ভালো করা সম্ভব হবে বলে আমার ধারনা। যেমন কেউ যদি ভালো মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করে তাহলে তার ভালো করার সম্ভাবনা থাকে, তাছারা ওভার ট্রেডিং ওভার লট থেকে বিরত থাকা, প্রত্যেক ট্রেডে নির্দিষ্ট অনুপাতে টেক প্রফিট স্টপলস সেট করা এবং ভালো করে মার্কেট এনালাইসিস করাই একজন ভালো ট্রেডারের প্রধান গুনাবলী হয়ে থাকে এমনটাই আমি মনে করি।

FATEMAKHATUN
2020-04-27, 04:39 AM
ফরেক্স কাজ করার জন্য আপনাকে অবশ্যই ধৈর্যশীলতার পাশাপাশি কাজে মনোযোগী হতে হবে।*সেই সাথে আপনাকে নতুন নতুন ক্রিয়েটিভ চিন্তা ভাবনা নিয়ে ধারাবাহিকভাবে কাজে অগ্রসর হতে হবে।