Log in

View Full Version : নতুন ট্রেডারদের সাথে যে কারচুপি চলছে। জেনে নিন.....



EmonFX
2022-03-15, 04:24 PM
নতুন ট্রেডার ভাই বোনদের উদ্যেশ্য করে আমার এই লেখা। দয়া করে কখনও কাউকে বা কোন সিনিয়র ট্রেডারকে আপনার ফান্ড দিবেন না ট্রেড করে দেবার জন্য বা ডিপোজিট করবার জন্য।
সম্প্রতি কয়েকটি ব্রোকারের একদম নিজস্ব সুত্র থেকে জানতে পারলাম, আমাদের দেশের কিছু চোর-বাটপার বিভিন্ন ব্রোকারে এইভাবে অফার করে যে, তারা যা ফান্ড ডিপোজিট করবে, তার ডাবল একাউন্টে দেখাতে হবে। এরপর সেই একাউন্ট জিরোও করে ফেলবে, তখন যে লস হবে, তারও একটা পার্সেন্ট সে নিবে।
ধরেন আপনার ২০০০ ডলার সে নিল, একাউন্টে ডিপোজিট করল ১০০০ ডলার। ব্রকারের কারাসাজিতে একাউন্ট দেখাল ২০০০. এবার তাকে ট্রেড করতে দিলেন। সে একাউন্ট জিরো করে ফেলল। এরপর সেখান থেকেও সে পার্সেন্টেস নিল। পুরো বিষয়টা ঘটল ব্রোকারের কন্ট্রোলে। এখানে কোন ট্রেড ফরেক্স মার্কেটে ফরোয়ার্ড হয়নি। শুধু ব্রোকারের চার্টেই ঘোরাঘুরি করেছে।
এমন অফার ইদানিং আসতেছে নতুন নতুন ব্রোকারগুলোতে। অনেক ব্রোকার এগুলো একপ্সেপ্টও করছে। আর তার ফলে বিশাল বিশাল লসের সম্মুখীন হচ্ছেন আপনি।
মনে রাখবেন, একটু কষ্ট করে খুজে বের করুন রেগুলেটেড ব্রোকার। কোন কোন রেগুলেশান আছে ব্রোকারের তা ভালোভাবে জেনে নিন। এরপর আপনি নিজেই ডিপোজিট করুন।
ফরেক্স ট্রেডিং নিজে শিখে ভালভাবে ট্রেড করুন। প্রফিট আপনি পাবেন ই।

md mehedi hasan
2022-09-19, 03:17 PM
আপনি একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন ভাই।এই বিষয়ে অনেকে অবগত না।আমার একজন পরিচিত ব্ড় আপুর কাছ থেকে অনেক ডলার হাতিয়ে নিয়েছে প্রাতারক চক্র।তারা তাকে নানা ভাবে প্রলোভন দেখিয়ে তাদের লিং এ একাউন্ট্ করে দিয়ে অনেক ডলার হাতিয়ে নিয়েছে।বাংলাদেশ এখন সচারচ প্রতারণা চলছে।আপনাদের নানা ভাবে প্রলোভন দেখিয়ে বিশ্বাস ঘাতকতা করছে।এমনকি অনেকে আছে যারা নিজেরাই ফরেক্স মার্কেটে তেমন দক্ষ না তারপরেও ব্যাক টেষ্ট এর মাধ্যমে অনেক কে আবার ভালো অঙ্কের টাকা বিনিময়ে কোর্স শিখাচ্ছে।ইউটিউব এই ধরনের প্রতারণা চক্রের অভাব নেই।দুই দিন আগে ইলিয়েট ওয়েভ নিয়ে ফরেক্স মার্কেটে একটি স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করছিলাম।বাংলাদেশ যত ফরেক্স ইউটিউবার আছে তাদের বেশ কয়েকটি বিডিও ডাউনলোড করেছিলাম।আর বাকি সব ভিডিও বাহিরের দেশের।সব গুলো দেখে যখন কম্পেয়ার করলাম।তখন দেখলাম বাংলাদেশের ইউটিউবার দের যে ভিডিও নিয়েছিলার তা অনেক নিম্নমানের।সাধার কনসেন্ট টুকু তাদের ভিডিও তে নেই।এরা কি ভাবে তাহলে অনলাইনে কোর্স করায়।

Mas26
2022-09-20, 10:56 AM
প্রথমে ধন্যবাদ জানাই এমন এফএক্স ভাইকে আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন। আসলে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে যাচ্ছে নতুন ট্রেডারদের সাথে। আমিও নতুন ট্রেডারদের কিছু বলতে চাই সেটা হল কিছু জানার থাকলে forex-forum আছে বাংলা ফ্রম এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং বর্তমান সময়ে ইউটিউবে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। আসলে ট্রেড সম্পর্কে আপনি যদি খুব ভালো এক্সপার্ট না হন তারপরও আপনি যদি ইউটিউবে যেসকল ভিডিও আছে সেসকল ভিডিও যদি আপনি দেখেন তাহলে সেখান থেকে আপনি অনেক ধারণা পেতে পারেন। আপনি যদি অনেক বেশি বেশি স্টাডি করেন তাহলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আসলে trade করার জন্য অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই যে তারা ট্রেড করে আপনাকে প্রফিট করে দিবেন।এমন যুকি কখনই নিতে জাবেন না তাহলে আপনি লাভ এর চাইতে লসের সম্মুখীন হবেন বেশি। কারণ আপনার মূলধন টাই হারানোর সম্ভাবনা বেশি থাকবে এজন্য আপনি স্টাডি চালিয়ে যান এবং শিখতে থাকুন এক সময় ভালো কিছু করতে পারবেন। আসলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকলেও পরবর্তীতে আপনি হয়তো বা একবার দুইবার ব্যর্থ হবেন কিন্তু তারপরে আপনার সফলতা আসবে তাই চেষ্টা চালিয়ে যান।আর আপনি একটি কাজ এ একবার ব্যর্থ হলেন সেটা বাদ দিয়ে অন্য আরেকটি কাজ করলে সেখানেও আপনি ব্যর্থ হতে পারেন এভাবে আপনি যদি বারবার একটা টা কাজ এ একবার করে ব্যর্থ হয়ে সে দিক থেকে মুখ ফিরিয়ে দেন তাহলে কখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন না তাই সফলতা অর্জনের জন্য যেকোনো একটি কাজ কে বেছে নিয়ে সেটার পেছনে লেগে থাকতে হবে তাহলেই আপনি সফলতা করতে পারবেন।