PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং এর বিষেশ সুবিধাসমূহ.....



EmonFX
2022-03-16, 11:49 AM
ট্রেড শুরু করার পূর্বে কিছু সময় নিয়ে ভাবুন কি এমন বিশেষ বিষয় যা এই মার্কেট কে সারা পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট করেছে, কোন বিষয়গুলো এই মার্কেটকে অন্য যে কোন অর্থনৈতিক মার্কেট এর তুলনায় এতটা এগিয়ে রেখেছে। কেনো সারা পৃথিবীর সকল দেশগুলো থেকে লাখ ট্রেডারগন প্রতিদিন ট্রিলিয়ন ডলার এর ট্রেড করেন, এই আর্টিকেল এ তার কিছুটা আলোচনা করা হয়েছে।

০১. আকর্ষণঃ পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় অর্থনৈতিক মার্কেট

০২. বিশাল ভলিউম এবং তারল্য

০৩. ২৪ ঘন্টাই ট্রেডিং চালু থাকে

০৪. একাউন্ট ওপেন করা সহজ

০৫. ট্রেডিং প্লাটফর্ম এর জন্য কোন চার্জ দিতে হয় না

০৬. কোন কমিশন নেই

০৭. লেভারেজ

০৮. স্বাধীনতা

০১. আকর্ষণঃ- মানুষ দেখতে আমরা যতই স্থির দেখাই না কেন, মূলত অস্থির। আমরা দ্রুত ফলাফল আশা করি, কোন কাজ করে তার ফলাফল আসতে অধিক সময় লাগলে আমরা হতাশ হয়ে পরি। তাই ফরেক্স মার্কেট আমাদের জন্য আকর্ষণীয় যেখানে প্রতি সেকেন্ডে লাখ ট্রান্সেকশন হয় তাই খুব দ্রুতই আপনার ট্রেড চাইলে আপনি শুরু এবং ক্লোজ করতে পারেন। কোন ট্রেড এ প্রাইজ কোটেশন করে অপেক্ষা করতে হয় না, মূহুর্তের মধ্যেই তা কেনা বা বিক্রি হয়ে যায়। তাই এই মার্কেট আমাদের চরিত্রের সাথে খাপ খায় বলে আমাদের কাছে অত্যন্ত আকর্ষনীয়।

০২.ভলিউমঃ- বিশাল ভলিউম ৬ ট্রিলিয়ন ডলার এর ট্রেড প্রতিদিন যা এই মার্কেটকে দিয়েছে বিশাল তারল্য যার ফলে খুবই অল্প সময়ে ট্রেড করেও প্রচুর টাকা আয় করা সম্ভব। যদি শেয়ার মার্কেট প্রতিদিন ১০০০০০ শেয়ার প্রতিদিন আপনি লেনদেন করেন তবে তা পরিমানে অনেক বিশাল বলে মনে করা হবে, যেখানে ফরেক্স এ শুধুমাত্র তেল এর ফিউচার কন্ট্রাক্টস এ প্রতিদিন লেনদেন এর পরিমান ১ বিলিয়ন ডলার এরও অধিক। পৃথিবীর সবচেয়ে বড় শেয়ার মার্কেট হল নিউইয়র্ক স্টক মার্কেট, যেখানে প্রতিদিন ৩০ বিলিয়ন ডলার এর ট্রেড হয় কিন্তু ফরেক্স মার্কেট এর তুলনায় ২০০ গুন বেশি ট্রেড হয় প্রতিদিন। তাই ভলিউম এই মার্কেটকে দিয়েছে সবচেয়ে বেশি প্রান চাঞ্চল্যতা।

০৩. ২৪ ঘণ্টা ওপেনঃ- ফরেক্স মার্কেট কোন কেন্দ্রীয় স্থান থেকে পরিচালিত না হয়ে পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ শহর গুলো থেকে পরিচালনা হয়। আর তাই নিউইয়র্কে ট্রেড ক্লোজ হলেও অস্ট্রেলিয়ায় নতুন করে ট্রেডিং শুরু হয়, তেমনিভাবে ক্রমান্বয়ে লন্ডন, টোকিও, হংকং এ ট্রেড চলতে থাকে। তাই সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই ট্রেডিং ওপেন থাকে এবং প্রায় প্রতিটি ঘণ্টায়ই মার্কেট এ যথেষ্ট ভলিউম থাকে। আপনি যে অঞ্চলেই থাকেন না কেন দিনের যে কোন সময়ই আপনি ট্রেড করতে পারেন। এটি কি চমৎকার বিষয় নয়?

০৪. সহজে একাউন্ট ওপেনঃ- ফরেক্স এ একাউন্ট ওপেন করা সহজ, আপনি যে কোন সময় অনলাইনেই আপনার তথ্য প্রদান এর মাধ্যমে যে কোন ব্রোকার এ একাউন্ট ওপেন করতে পারেন এবং মিনিমাম এমাউন্ট ডিপোজিট এর মাধ্যমে ট্রেডিং ও শুরু করতে পারেন এবং এই প্রক্রিয়াটিতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না।

০৫.প্লাটফর্ম ব্যবহারে কোন চার্জ দিতে হয় নাঃ- যে প্লাটফর্ম এ ট্রেডিং করা হয়, চার্ট এনালাইসিস করা হয় সেই প্লাটফর্ম ব্যবহার এর জন্য কোন ধরনের চার্জ এর প্রয়োজন হয় না। আপনি এই প্লাটফর্ম এ আপনার প্রয়োজনীয় প্রায় সকল টুলসই পাবেন যার জন্য আপনাকে অতিরিক্ত কোন চার্জ দেয়া লাগবে না।

০৬.কমিশনঃ- কোন কমিশনই চার্জ করা হয় না, প্রশ্ন জাগতে পারে মনে যে কিভাবে কোন কমিশন ছাড়া ব্রোকার এর প্রফিট কি তাহলে। ব্রোকার আপনার প্রতিটি ট্রেড থেকে ২-৩ পিপস চার্জ করে, এবং তা কেটে নিবে না তত সময় পর্যন্ত আপনি ট্রেড ক্লোজ না করেন। ধরুন আপনি একটি ১ স্ট্যান্ডার্ড লট অর্থাৎ ১০০০০০ ডলার এর মূল্যর কোন ট্রেড নিলেন এবং ৩ পিপস চার্জ দিলেন মানে ৩০ ডলার। তার মানে হল প্রাইজ আপনার নেয়া ট্রেড এর ব্রেক- ইভেন এ পৌঁছাতে ৩ পিপস যেতে হবে এবং আরও ৩ পিপস মূব করতে হবে লস ছাড়া ট্রেড ক্লোজ করতে হলে। আর ৭ পিপস থেকেই আপনার নিট প্রফিট শুরু হবে। আবার কিছু কিছু ব্রোকার পিপস এর স্প্রেড না নিয়ে কিছুটা কমিশন নেয় ১ স্ট্যান্ডার্ড লট অর্থাৎ ১০০০০০ ডলার এর ট্রেড এ ৭ ডলার বা কিছুটা বেশি। যা আপনার ট্রেডিং ভলিউম এর তুলনায় খুবই সামান্য।

০৭.লেভারেজঃ- মূলত ফরেক্স করতে চাওয়ার মূল কারন হল লেভারেজ, লেভারেজ একই সাথে যেমন বেনিফিট এর কারণ তেমনিভাবে ক্ষতিরও কারন। আপনি স্টক মার্কেট এ ১০০০০০ ডলার এর ট্রেড এর জন্য আপনাকে সম্পূর্ণ ডলারই বিনিয়োগ করা প্রয়োজন। যেখানে ফরেক্স এ আপনি মাত্র ১০০ ডলার বিনিয়োগ এর মাধ্যমেও ১০০০০০ ডলার এর ট্রেড করতে পারেন। আপনি যদি ১০০ ডলার এর কোন কারেন্সি পেয়ার ক্রয় করেন আর এক ডলার লাভ করতে হয় তাহলে ১০ পিপস মুব করতে হবে, যেখানে ১০০০০০ ডলার এর ট্রেড করতে পারলে মাত্র ১ পিপস মুব করলেই আপনি ১০ ডলার লাভ করতে পারবেন।

০৮. স্বাধীনতাঃ- অন্য যে কোন ব্যবসা শুরু করতে যে পরিমাণ প্রস্তুতি প্রয়োজন তার তুলনায় অনেক কম প্রস্তুতি নিয়ে আপনি ফরেক্স ট্রেড শুরু করতে পারেন, অন্য যে কোন ব্যাবসার তুলনায় অনেক কম সময় দিয়ে আপনি ফরেক্স করতে পারেন। আপনি ঘরে থেকে পরিবার এর সাথে সময় দিয়ে আপনি ফরেক্স ট্রেড শুরু করতে পারেন। এবং যে কোন সময় বন্ধও রাখতে পারেন।

একজন সফল ট্রেডার বলেন ট্রেডিং সঠিকভাবে বুঝতে পারার মানে হতে পারে আপনি আপনার নিজের টাকা নিজেই ছাপিয়ে নিচ্ছেন। সফল ট্রেডার হতে হলে যে গুনগুলো অর্জন করা প্রয়োজন তা আমরা “বিয়িং এ ট্রেডার” এবং “আপনি”
17040

md mehedi hasan
2022-03-16, 04:46 PM
ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীন ভাবে কাজ করা।এখানে কাজ করতে আপনার কোন নির্দিষ্ট বা ধারাবাহিক সময় দেওয়ার প্রয়োজন নেই।আপনি দিনে বা রাতে যে কোন সময় আপনার ইচ্ছা মত এই মার্কেটে কাজ করতে পারেন।এখানে আপনার কাজের জন্য কাউকে জবাব দিহিতা করতে হবে না।আর আপনি বর্তমানে প্রেক্ষাপটে যদি কোন বিজনেস করতে চান তাহলে অনেক টাকার প্রয়োজন হয়।কিন্তু ফরেক্স মার্কেটে আপনি সামান্য মূলধন বিনিয়োগ করে ট্রেড করতে পারবেন।