Log in

View Full Version : তেলের চড়া দামে বাড়তে পারে প্লেনের টিকিটের দামও।



Smd
2022-03-19, 12:38 PM
প্লেনের টিকিটের দাম বাড়তে পারে। জ্বালানি তেলের চড়া দামের কারণে এমনটি হবে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম আকাশ পরিবহন সংস্থা ডেল্টা এয়ারলাইনসের প্রধান নির্বাহী অ্যাড বাস্তিয়ান। ডেল্টার প্রধান নির্বাহী বিবিসি’কে বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটের একেকটি টিকিটে খরচ বেশি পড়বে সম্ভবত ২৫ ডলারের মতো, যা তেলের বাড়তি দামের ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। তবে আন্তর্জাতিক ফ্লাইটে এর পরিমাণ আরও বেশি হবে।
17067
জেট ফুয়েলের বাড়তি দামের কারণে এরই মধ্যে টিকিটের ওপর সারচার্জ বসিয়েছে এমিরেটস, জাপান এয়ারলাইন, এয়ারএশিয়ার মতো বড় উড়োজাহাজ সংস্থাগুলো। ইউরোপের বৃহত্তম আকাশ পরিবহন সংস্থা রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লেরিও মনে করছেন, তেলের দামে ঊর্ধ্বগতির কারণে এবারের গ্রীষ্মে প্লেন ভাড়া বাড়তে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ড. ফাতিহ বিরলের মতে, অদূর ভবিষ্যতে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তার কথায়, আমার মনে হয়, আমরা আজকে যে ১০০ ডলারের তেল দেখছি, আগামী দিনগুলোর জন্য এটাই সর্বোচ্চ দাম নয়। আইইএ’র এ কর্মকর্তা সতর্ক করে বলেন, তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সারা বিশ্বেই অনুভূত হবে। কারণ, এতে পরিবহনের পাশাপাশি বিদ্যুতের খরচ বেড়ে যাবে, যার ফলে অনেক দেশে জীবনযাত্রার ব্যয় বাড়ার সংকট আরও প্রকট হতে পারে।রাশিয়া ইউক্রেন আক্রমণের পর সৃষ্ট অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম সম্প্রতি ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে দেখা গেছে। মাঝে কিছুটা কমলেও গত ১৭ মার্চ আবারও তা ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপর উঠেছে। করোনাভাইরাস মহামারির আগে ২০১৯ সালে ডেল্টা এয়ারলাইনে চড়েছিলেন প্রায় ২০ কোটি গ্রাহক। ওই বছর যাত্রী সংখ্যার দিক থেকে তারা ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আকাশ পরিবহন সংস্থা। জ্বালানি খরচ পোষাতে ডেল্টা এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটে টিকিটের দাম বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে সারচার্জ বসানোর পরিকল্পনা করছে।এয়ারলাইন গুলোর কাছে জ্বালানি হচ্ছে খরচের অন্যতম প্রধান কারণ। অনেক এয়ারলাইন মূল্যবৃদ্ধির এই সমস্যা থেকে বাঁচতে আগাম তেল কিনে রাখে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর দুই সপ্তাহের মাথায় মার্চ মাসে একপর্যায়ে তেলের দাম বেড়ে ওঠে ব্যারেলপ্রতি ১৩৯ ডলারে। এর পেছনে রুশ জ্বালানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বড় প্রভাবক হিসেবে কাজ করেছে তা বলা বাহুল্য। অবশ্য যুদ্ধ সমাপ্তিতে রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরুর পর কিছুটা কমেছিল তেলের দাম। কিন্তু বৃহস্পতিবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম আবারও নয় শতাংশ বেড়ে ১০৬ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছে।