PDA

View Full Version : ফরেক্স মার্কেটে সব সময় এন্ট্রি পয়েন্ট খুজা বিগেনার ট্রেডারদের বৈশিষ্ট্য ।



md mehedi hasan
2022-03-22, 06:26 AM
ফরেক্স মার্কেটে বিগেনার ট্রেডারদের মূল বৈশিষ্ট্য হলো অতিরিক্ত এন্ট্রি পয়েন্ট খুজে বের করে ট্রেড করা।এই ধরনের ট্রেডাররা অনেক গুলো পিয়ার চার্ট ওপেন করে বসে থাকে বেশি ট্রেড করার আশায়।দেখবেন সাত থেকে দশটি পিয়ারে ট্রেড করে।যদি একটি পিয়ারে ট্রেড করতে না পারে অন্য পিয়ারে ট্রেড খুজবে।তাদের মূল ধারনা হলো যত বেশি পিয়ারে কাজ করবো ততো বেশি ট্রেড করতে পারবো।আর ফরেক্স মার্কেটে বেশি ট্রেড মানে বেশি প্রফিট।কিন্তু বাস্তবতা আরো কঠিন।এরা এন্ট্রি পয়েন্ট খুজতে গিয়ে এখন সব জায়গায় এন্ট্রি পয়েন্ট খুজে বের করে ।মার্কেট যত খারাপ অবস্থায় থাকেনা কেন।এভাবে লসের পর লস করে একাউন্ট্ জিরো করে ফেলে।আর যখন ভালো এন্ট্রি পয়েন্ট আসে তখন ট্রেড করার মত ব্যলেন্স বা বিশ্বাস থাকেনা।আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।অধিক পিয়ারে কাজ করলে।পিয়ার গুলোর আচারন বুঝতে পারবো না।তাই একটা বা দুটো পিয়ারে কাজ করবো।দশটি ট্রেড এন্ট্রি নেওয়ার চাইতে একটা বা দুটো সঠিক এন্ট্রি নেওয়াই উত্তম।