Log in

View Full Version : ৭১০ কোটি ডলার বিনিয়োগ করবে ফক্সওয়াগন



kohit
2022-03-23, 01:03 PM
বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি)। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ গাড়িতে ঝুঁকছে ক্রেতারা। বিশ্বজুড়ে উৎপাদন বাড়াতে জোর দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলোও। এরই ধারাবাহিকতায় ইভি উৎপাদন বাড়াতে ৭১০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফক্সওয়াগন। আগামী পাঁচ বছর উত্তর আমেরিকায় এ বিনিয়োগ করবে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

সম্প্রতি ফক্সওয়াগনের একজন শীর্ষ নির্বাহী জানিয়েছেন, উত্তর আমেরিকায় এ বিনিয়োগের মাধ্যমে ২০৩০ সাল নাগাদ ২৫টি নতুন ইভি মডেল উন্মোচন করা হবে। এর মধ্যে সংস্থাটির ক্ল্যাসিক মাইক্রোবাস অন্তর্ভুক্ত রয়েছে। ওই অঞ্চলে আইডি বাজ নামের মাইক্রোবাসটি উৎপাদন করাই সংস্থাটির মূল লক্ষ্য।

ফক্সওয়াগন গ্রুপের আমেরিকা অঞ্চলের প্রেসিডেন্ট ও সিইও স্কট কিয়োগ বলেন, মাইক্রোবাসটি প্রাথমিকভাবে জার্মানির হ্যানোভার কারখানা থেকে আমদানি করা হবে। তবে পরবর্তী সময়ে মাইক্রোবাসটি যুক্তরাষ্ট্র কিংবা মেক্সিকোয় সংযোজন করার পরিকল্পনা চলছে। যুক্তরাষ্ট্রে আইডি বাজের আকাশছোঁয়া চাহিদা রয়েছে। এটিই উত্তর আমেরিকায় গাড়িটি তৈরি করার বড় একটি সুযোগ।


উত্তর আমেরিকায় সংস্থাটির এ বিনিয়োগের লক্ষ্য একটি বিস্তৃত পাঁচ বছরের বৈশ্বিক ব্যয় পরিকল্পনা অংশ। গত বছরের ডিসেম্বরে এ পরিকল্পনার ঘোষণা দেয়া হয়েছিল। ব্যাটারি কারখানা নির্মাণ এবং ব্যাটারি উপাদান সরবরাহকারীদের সঙ্গে অংশীদারিত্বসহ ‘ই-মোবিলিটি, হাইব্রিডাইজেশন ও ডিজিটালাইজেশনের’ জন্য মোট ৯ হাজার ৮০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে।

বণিক বার্তা