PDA

View Full Version : বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়।



Smd
2022-03-23, 11:06 PM
সেঞ্চুরিয়ানে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগারবাহিনী। সাউথ আফ্রিকার মাঠে প্রথমবার সিরিজ জয়ের রেকর্ড করলো বাংলাদেশ।
17142
সিরিজ নির্ধারণী ৩য় ম্যাচে প্রোটিয়াদের হারাল ৯ উইকেটে। ১৫৫ রানের সহজ টার্গেট টপকে জেতে টাইগারদের খরচ হয়েছে মাত্র এক উইকেট। সাউথ আফ্রিকার দেয়া ১৫৫ রানের টার্গেটে ওপেনিংয়ে ১২৭ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে তামিম-লিটন। শুরুতে মহারাজের ক্যাচ মিসে জীবন পেয়েছেন লিটন দাস। তামিমকে সঙ্গে নিয়ে দলকে ধীরে ধীরে এগিয়ে নেন লিটন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু ছিলো সাউথ আফ্রিকার। তবে কুইন্টন ডি কককে ফিরিয়ে ম্যাচের গতি পাল্টে দেন মিরাজ। এরপর তাসকিন তাণ্ডবে দিশেহারা প্রোটিয়া ব্যাটাররা। পাঁচ উইকেট নিয়ে ধসিয়ে দেন স্বাগতিক ব্যাটিং অর্ডার। সাকিব-শরিফুলও যোগ দেন উইকেট শিকারে। ৩৭ ওভার টিকে মাত্র ১৫৪ রানে অলআউট হয় বাভুমার দল। টাইগারদের বিপক্ষে তাদের সর্বনিম্ন সংগ্রহ এটি। ৩৫ রানে ৫ উইকেট নিয়ে আলো কাড়েন তাসকিন। জোড়া শিকার সাকিবের। তিন ফরম্যাটে এটি লাল সবুজের প্রতিনিধিদের ২০০তম জয়। এ ম্যাচে জেতার ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে তামিম ইকবাল বাহিনী। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। স্বাগতিকদের করা ১৫৪ রানের জবাবে খেলতে নেমে সাবধানী শুরু পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও লিটন দাস করেন ১২৭ রান। লিটন দাস ৫৭ বলে ৪৮ রান করে আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম ও সাকিব আল হাসান। তামিম ৮২ বলে ৮৭ এবং সাকিব ১৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নোঙর করেন।