PDA

View Full Version : বার্লিনের কাছে গিগাফ্যাক্টরি চালু করেছে টেসলা



DhakaFX
2022-03-24, 07:55 AM
অবশেষে বার্লিনের উপকণ্ঠে বিশাল কারখানাটি চালু করেছে টেসলা। এ নিয়ে প্রথমবারের মতো ইউরোপে কারখানা চালু করল মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। টেসলার এ পদক্ষেপ জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে আগের ঘোষণার চেয়ে আট মাস দেরিতে চালু করা হলো কারখানাটি। স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জটিলতার কারণে এ বিলম্ব বলে জানিয়েছে সংস্থাটি। কারখানাটিতে ৪০০ কোটি পাউন্ডেরও বেশি বিনিয়োগ করা হয়েছে। টেসলা জানিয়েছে, নতুন গিগাফ্যাক্টরিতে ১২ হাজার কর্মী নিয়োগ দেয়া হবে। সম্পূর্ণভাবে চালু হওয়ার পর কারখানাটিতে বার্ষিক পাঁচ লাখ ইউনিট গাড়ি উৎপাদন হবে। প্রাথমিকভাবে সংস্থাটি এ কারখানায় মডেল ওয়াই এসইউভি উৎপাদনে মনোযোগ দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বলেন, কারখানাটি চালু হওয়া আমাদের জন্য চমত্কার প্রতীক। জীবাশ্ম জ্বালানি চালিত গাড়িগুলো এখন বিদ্যুচ্চালিত গাড়ির সঙ্গে প্রতিস্থাপন করা যেতে পারে। কারণ জর্মানিসহ ইউরোপীয় দেশগুলো গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ এবং রুশ জ্বালানিনির্ভরতা কমানোর চেষ্টা করছে। প্রায় তিন বছর আগে বিশাল এ কারখানার নির্মাণকাজ শুরু করেছিল টেসলা। সরকারি অনুমতি পাওয়ার আগেই নির্মাণকাজ শুরু করায় ঝুঁকিও ছিল। কারণ অনুমোদন না পাওয়া গেলে সংস্থাটির বিনিয়োগ বিফলে যেতে পারত। এদিকে কারখানাটি নিয়ে সতর্ক করেছেন পরিবেশকর্মীরা। তাদের ভাষ্য, কারখানাটি এ অঞ্চলের পানি সরবরাহে প্রভাব ফেলতে পারে। যদিও টেসলা এমন সতর্কবার্তা উড়িয়ে দিয়েছে।
17144