PDA

View Full Version : ডিজিটাল সম্পদে পেমেন্ট নিষিদ্ধ করেছে থাইল্যান্ড



kohit
2022-03-24, 02:47 PM
পণ্য ও পরিষেবার অর্থ প্রদানের জন্য ডিজিটাল সম্পদের ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। আগামী ১ এপ্রিল থেকে এ নিয়ম কার্যকর হবে। গতকাল আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

এক বিবৃতিতে এসইসি জানিয়েছে, এসইসি ও ব্যাংক অব থাইল্যান্ড ডিজিটাল সম্পদ ব্যবসা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনুভব করছে এবং বিষয়টি নিয়ে যৌথভাবে কাজ করছে। কারণ এটি দেশের আর্থিক স্থিতিশীলতা এবং সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এজন্য এ ধরনের পরিষেবা দেয়া ডিজিটাল সম্পদ ব্যবসা অপারেটরদের অবশ্যই কার্যকরের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নতুন নিয়ম মেনে চলতে হবে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক বারবার জানিয়েছে, ব্যাংক অব থাইল্যান্ড অর্থ প্রদানের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ে সমর্থন করে না। ব্যাংকটি ডিজিটাল সম্পদ ব্যবসার জন্য নিয়ন্ত্রক নির্দেশিকাগুলো নিয়ে একটি ব্রিফিং করার কথাও জানিয়েছে।


এর আগে গত জানুয়ারিতে ইন্দোনেশিয়াও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিয়ে সতর্ক করেছিল। ক্রিপ্টোকারেন্সি ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটির নিয়ন্ত্রক সংস্থা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল মুদ্রা বিক্রির অফার ও সুবিধা না দেয়ার নির্দেশ দিয়েছিল।

বণিক বার্তা