Log in

View Full Version : পুঁজিবাজারে মূলধন কমল আড়াই হাজার কোটি টাকা।



Smd
2022-03-26, 07:36 PM
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে আড়াই হাজার কোটি টাকা। তিন দিন সূচকের পতন আর দুদিন উত্থানের মধ্য দিয়ে মার্চের আরও একটি সপ্তাহ পার করেছে পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
17178
আলোচিত সপ্তাহে বাজার দুটিতে পাঁচ কর্মদিবস (২০ থেকে ২৪ মার্চ) লেনদেন হয়েছে। এই পাঁচ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২৬৪টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছিল ২৫৯টির, কমেছিল ১০৩টির, আর অপরিবর্তিত ছিল ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অধিকাংশ শেয়ারের দাম কমায় গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫২ পয়েন্টে। তবে অপর দুই সূচকই বেড়েছে। এর মধ্যে শরিয়াহ সূচক ২ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ দশমিক ৮১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৬ পয়েন্টে।প্রধান সূচক কমায় বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে ২ হাজার ৫২৯ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২৩৯ টাকা। গত সপ্তাহের প্রথম কার্যদিবস ২০ মার্চ লেনদেন শুরুর দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪০ হাজার ৭৯২ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৯৭০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস ২৪ মার্চ লেনদেন শেষে বাজারে মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩৮ হাজার ২৬৩ কোটি ৩৪ লাখ ২ হাজার ৭৩১ টাকা। যা শতাংশের হিসাবে দশমিক ৪৭ শতাংশ বেশি। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৯০১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৫৭ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৮৬ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৪২ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪ কোটি ৬০ লাখ ৯০ হাজার ৮১৫ টাকা। যা শতাংশের হিসাবে দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।