PDA

View Full Version : বিটকয়েনে তেল-গ্যাস রফতানি করতে পারে রাশিয়া।



EmonFX
2022-03-26, 11:05 PM
17180
তেল ও গ্যাস রফতানিতে অর্থ লেনদেনের ক্ষেত্রে বিটকয়েন গ্রহণ করার কথা বিবেচনা করছে রাশিয়া। এমনটাই জানিয়েছেন দেশটির একজন উচ্চপদস্থ আইনপ্রণেতা। রাশিয়ার শক্তিসম্পর্কিত রাষ্ট্রীয় ডুমা কমিটির প্রধান পেভেল জাভালনি বলেন, ‘বন্ধু’দেশগুলোকে ক্রিপ্টোকারেন্সি বা তাদের স্থানীয় মুদ্রায় অর্থ প্রদানের অনুমতি দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (২৪ মার্চ) জাভালনি জানান, রাশিয়া জ্বালানি রফতানি করতে অর্থ লেনদেনের বিকল্প উপায়গুলো খুঁজছে।

চীন ও তুরস্ককে ‘বন্ধু’দেশ উল্লেখ করে তিনি বলেন, এই দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চাপ প্রয়োগের জড়িত নয়।জাভালনি বলেন, ‘আমরা চীনকে দীর্ঘদিন ধরে রুবল ও ইউয়ানে অর্থ লেনদেনের প্রস্তাব দিয়ে আসছি এবং তুরস্কের ক্ষেত্রে এটি লিরা ও রুবলে হবে। এ ছাড়া চাইলে বিটকয়েনেও ব্যবসা করা যাবে।’ এ সপ্তাহের শুরুর দিকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘বন্ধু নয়, এমন দেশগুলোকে রুবল দিয়ে গ্যাস কিনতে হবে।’