Log in

View Full Version : সাত বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে ব্রাজিল



FXBD
2022-03-27, 03:32 PM
পূর্বাভাসের তুলনায় অনেক বেশি মূল্যস্ফীতি দেখা দিয়েছে ব্রাজিলে। মার্চের মাঝামাঝিতে সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় মূল্যস্ফীতির মুখোমুখি হয় দেশটি। ব্রাজিলের সরকারি আইপিসিএ-১৫ ভোক্তা মূল্যসূচক চলতি মাসে দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। যদিও সেটা ফেব্রুয়ারির দশমিক ৯৯ শতাংশ থেকে কম এবং রয়টার্সের জরিপে পূর্বাভাস দেয়া দশমিক ৮৭ শতাংশ মধ্যবর্তী জরিপের তুলনায় অনেক বেশি। আইবিজিই পরিসংখ্যান এজেন্সির তথ্য বলছে, জরিপে যে নয়টি পণ্য ও সেবার কথা উঠে এসেছে গত মাসের তুলনায় সেসবের দাম বেড়েছে ১ দশমিক ৯৫ শতাংশ। মার্চের মাঝামাঝি পর্যন্ত গত ১২ মাসের মূল্যস্ফীতি ১০ দশমিক ৭৯ শতাংশে উন্নীত হয়েছে। সেটা জরিপে উঠে আসা ১০ দশমিক ৬৯ শতাংশ অনুমানের তুলনায়ও অনেক বেশি।চলতি বছরের শেষে মূল্যস্ফীতির হার ৩ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। যদিও বর্তমান পরিস্থিতির আলোকে বিশ্লেষকদের ভাষ্য, এ লক্ষ্যের অনেক উপরে থাকবে মূল্যস্ফীতির হার। ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান রবার্টো ক্যাপস নেটো বলেন, এপ্রিলে মূল্যস্ফীতি আরো বাড়বে। সেটা নীতিনির্ধারকদের প্রত্যাশিত স্বল্পকালীন হারের তুলনায় খানিকটা বেশিও হতে পারে। তবে চলতি মাসের শুরুর দিকে কেন্দ্রীয় ব্যাংক দেশটির বেঞ্চমার্ক সুদের হার ১০০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১১ দশমিক ৭৫ শতাংশ করেছে। মে মাসেও একই হারে বৃদ্ধির ইংগিত দিয়েছে। ফলে দাম বৃদ্ধির চক্র গুটিয়ে আনা সহজ হবে।
17183