PDA

View Full Version : আপনি কতবার অ্যাকাউন্ট জিরো করেছেন?



mamun93
2015-08-22, 11:50 PM
আপনি ফরেক্সের রিয়াল মার্কেটে এসে কত বার আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করেছেন সেই গল্প আমরা জানতে চাই সর্বপ্রথম আমি যে ৩০ ডলার দিয়ে ট্রেড শূরু করেছিলাম এক সময় আমার সেই ৩০ ডলার সম্পূন্য ভাবে জিরো হয়ে গিয়েছিল।

maziz6989
2015-08-23, 12:19 AM
কে কত বার করেছে জানি না আমি এই পর্যন্ত পনের বিশ বার একাউন্ট জিরো করেছি। তবে আমি একাউন্ট জিরো করেছি ম্যক্সিমাম যখন আমি ফরেক্স সম্পর্কে বেশি কিছুই জানতাম না। তবে আমি ঠিক ভাবে শিখার পরে তেমন একটা একাউন্ট জিরো করিনি।

sima
2015-08-23, 01:30 AM
ফোরেক্স মার্কেটে আমি প্রায় ৩+ বছর ধরে আছি এবং আমি এই পর্যন্ট প্রায় ২০+ অ্যাকাউন্ট ০ করেছি। আসলে আমার বিষয়টা ছিলো মজার, আমি প্রথমে ১মানে ২টি করে ্র পর ২মাসে ১টি করে এবং এখন ১টি অ্যাকাউন্ট জিরো করা অনেক কঠিন হয়ে পড়েছে।

nasir
2015-08-23, 03:32 AM
আমি প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।

md mehedi hasan
2015-08-23, 09:38 AM
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনার সামান্য একটি ভুল আপনাকে বিড়াট লসের দিকে ঠেলে দিবে।তাই ফরেক্সে রিয়েল ট্রেড করার আগে আপনাকে কমপক্ষে ১ বছর ডেমো প্রাক্টিস করতে হবে এবং পাশাপাশি ফরেক্স বিয়ষে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের ফরেক্স বই প্রচুর পড়তে হবে।আমি ফরেক্স মার্কেট ৩ ডেমো একাউন্ট জিরো করে ছিলাম এবং রিয়েল একাউন্ট ১ বার জিরো করেছিলাম।এরপর আমি আর লস খাইনি এবং বর্তমানে আমি লস রিকোভার করার চেষ্টা চালাচ্ছি।

Nishat Tasnim
2015-08-25, 01:40 PM
আমি এ পর্যন্ত একবার আমার একাউন্ট যিরো করেছিলাম . আর সেটা ছিল আমি যখনই এখানে প্রথম ট্রেড শুরু করেছিলাম . আমার একাউন্ট যিরো করার জন্য আমি নিজেই দায়ী ছিলাম কারন আমি ভাল ভাবে ডেমো প্রাকটিস করেছিলাম না। এবং মানি ম্যানেজমেন্ট ভাল ভাবি মানি নাই। তাই আমি নতুনদের বলব তারা যেন ডেমো ভালভাবে করে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে।

fxover
2015-09-26, 08:13 AM
আপনি ফরেক্সের রিয়াল মার্কেটে এসে কত বার আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করেছেন সেই গল্প আমরা জানতে চাই সর্বপ্রথম আমি যে ৩০ ডলার দিয়ে ট্রেড শূরু করেছিলাম এক সময় আমার সেই ৩০ ডলার সম্পূন্য ভাবে জিরো হয়ে গিয়েছিল।

আচ্ছা আপনাদের যখন একাউন্ট জিরো হয় তখন কি একাউন্ট ব্যালেন্স একেবারেই জিরো জিরো হয়ে যায় না কয়েকসেন্ট বাকি থাকে । এ পর্যন্ত আমার দুইবার একাউন্ট জিরো হয়েছে । প্রথম বার যখন জিরো হয় তখন ১৫ সেন্ট অবশিষ্ট ছিলো আর ২য় বার যখন জিরো হয় তখন ১৪ সেন্ট অবশিষ্ট ছিলো ।কিন্তু এই দিয়ে তো আর ট্রেড করা যায় না । আমি আবার অক্টোবর থেকে ট্রেড শুরু করতে যাচ্ছি ।

Aunik
2015-09-26, 11:06 AM
আমি এবার দিয়ে ৩ বার অর্থাৎ হ্যাট্রিক চান্স এ আছি ।। তবে আমি চেষ্টা করবো যেনো হ্যাট্রিক করতে দিবোনা ।। আমি আমার যথা সাদ্ধয় দিয়ে চেষতা করে যাছহি তবে আমি এবার সফল হবো কারন যাত বাত আট ঘাট বেধেই এবার লেগেছি ।। তবে আমার ব্যালান্স জিরো হবার আরেকটি কারন হল কম মুল্ধন নিয়ে ট্রেড করা ।। তবে এবারবেশি দলারনিয়েই ট্রেড করবো এবং মার্কেট থেকে ট্রেড করবো ।।

shojibur
2015-09-26, 12:11 PM
তার হিসেব নেই , আমি অনেক বার আমার অ্যাকাউন্ট তিকে জির করে ফেলেছি, প্রথম প্রথম ১ শপ্তহাহের মত ট্রেড করেই আমি অ্যাকাউন্ট জির করে ফেল, আস্তে আস্তে এটার সমই তা বারতে থাকে, তবে বরতমানে লাভ না করলেই টাকা লস করি না

monorom
2015-09-26, 03:49 PM
আমি ফরেক্স মার্কেট এ আছি প্রায় ২ বছর । আমি রিয়েল অ্যাকাউন্ট এ আমার ব্যালেন্স জিরো করেছি প্রায় ১৫ বারের মত । কিন্তু আমি তার মধ্যে অনেক লাভ ও করতে পেরেছি । কিন্তু আমার ঐ লাভ করার কোন মূল্য নায় । আমি যখন সম্পূর্ণ ভাবে ভালো দক্ষতা অর্জন করতে পারবো সে দিন হয়ত আমার অ্যাকাউন্ট আর জিরো হবে না । তবে এখন আমি আস্তে আস্তে ভালো ট্রেডিং করা শিখতে পারছি ।

Biplob
2015-09-26, 05:41 PM
আমি একজন নতুন ট্রেডার সে হিসাবে আমি ২ থেকে ৩বার এক্যাউন্ট জিরো করছি।

TselimRezaa
2015-09-29, 04:54 PM
আমি এযাবত অনেক বার একাউন্ট জিরো করেছি। প্রথম বার ১৪ ডলারের একাউন্ট জিরো করি। তারপর ৪২ ডলারের একাউন্ট জিরো করি। এরপর অনেকদিন আ একাউন্ট জিরো হয়নি। বেশ প্রফিটও করি। এরপ ৭৮ ডলারের একাউন্ট জিরো করি, তারপর ৫০ ডলারের একাউন জিরো হয়, তারপর ৩৬ ডলারের একাউন্টট জিরো হয়। এবং সবশেষে ২২ ডলারের একাউন্ট জিরো করি

shakawath
2015-10-26, 03:36 PM
এর আগে আমি দুইটা একাউন্ট জিরো করেছি। প্রথমটা ছিল ১০$ এর। এটাতে ৩৩$ ব্যালেন্স করেছিলাম। আর একটা একাউন্টে ৮০$ ছিল। এটা আসলে অন্য কারনে জিরো হয়েছে। তাও দোষটাতো আমারই ছিল। প্রথমটার সমসাময়িক আরেকটা যৌথ একাউন্টে ট্রেড করতাম। ওইটাতে ভাল এক্সপেরিয়েন্স ছিল। পরে আমি ট্রেড করা ছেড়ে দিই। কিছুদিন পর আমার বন্ধু ওই একাউন্ট নিপুন হাতে জিরো করে।

RUBEL MIAH
2015-11-04, 12:11 PM
আমার এ্যাকাউন্ট জিরো হয়েছে অনেকবার । যখন জিরো হয় তখন আমার মন খুব খারাপ হয়ে যায় । তখন আমার মনে চায় আবারও এ্যাকাউন্টে টাকা নিযে ফরেক্স ব্যবসা শুরু করি । কিন্তু আসল কথা হল আমাকে ভালোভাবে ট্রেড নিয়ে পড়াশুনা করতে হবে তাহলেই সফলতা সম্ভব ।

Naju
2015-11-04, 01:58 PM
আমি ফরেক্স মার্কেট এক বছর যাবত কাজ করছি ,এ পর্যন্ত ফরেক্স মার্কেট এ আমি অনেক লস করেছি কেন লস করেছি তার কারনটা হচ্ছে লোভ যে বেক্তি ফরেক্স এ লোভ সামলাতে পারেনা সে কখনও ফরেক্স মার্কেটে টিকে তাকতে পারেনা,অতএব ফরেক্স মার্কেটে টিকে তাকতে হলে নিজের লোবটাকে সামলাতে হবে,সব চাইতে বড় কথা হচ্ছে ফরেক্স মার্কেটে প্রথম প্রথম সবাই লস করে তাকে আর যদি লস না করে তাহলে ফরেক্স মার্কেটে সম্পর্কে কার কোন ধারনা হয়না।

AbuRaihan
2015-11-04, 03:46 PM
আমি একজন নতুন ট্রেডার এবং সেভাবে পুরোদমে ট্রেড শরু করতে পারিনি ৤ তবু টুকটাক লাভ লসের মাধ্য দিয়ে ট্রেড চলছে ৤ তবে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত একাউন্ট জিরো একবারও হয়নি এবং আমি চাই কখনো একাউন্ট জিরো না করার জন্য ৤ যদিও ফরেক্সে নিশ্চিতভাবে কিছু বলা যায় না ৤ কারণ এখানে সব কিছুই হল অনিশ্চিত ৤ তবে আমি মনে করি ফরেক্সে লস হওয়ার প্রধান এবং অন্যতম কারণ হল লোভী মানষিকতা এবং ধৈর্য্যশীল হতে না পারা ৤

syed_rana
2015-11-04, 04:54 PM
প্রথম যখন ফরেক্স মার্কেটে ট্রেড করা শুরু করি তখন লসের সম্মুখিন হই,তবে তা কতবার হবে সেটা মনে নেই । আমি প্রথম ৫০ ডলার দিয়ে ট্রেড করা শুরু করেছি এবং সেই টাকা থেকে লাভ ও করেছি । এর কিছুদিন পরে অবশ্য পুরো একাউন্টটাই জিরো হয়ে গেছিল ।

Harun1650
2015-11-04, 09:31 PM
আমি ফরেক্স মার্কেট এ এসেছি প্রায় এক বছর হয়েছে তার মধ্যে আমি দুইবার আমার ব্যালেন্স জিরো করেছি , আর জিরো করার মুল কারন হচ্ছে আমি বেশি পেতে চেয়েছিলাম যার ফলে মার্কেট আমার বিপরীতে চলে যায়। এই মুহুর্তে আমি অনেক বড় রিস্কে আছি ইউরো/ইউএসডি পেয়ার এ এখনো বুঝতেছি না মার্কেট আর কত পরিমান নিচে নামবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

Md Mirazul
2015-11-06, 11:24 PM
একাউন্ট জিরোর কথা শুনলে আমি খুব ভয় পাই । আমি চায়না যে আমার একাউন্ট কখনো জিরো হোক , কারন আমি ফরেক্স মার্কেটে নতুন যোগ দিয়েছি । এখনো আমার একাউন্ট জিরো হয়নি । আমি চায় অল্প অল্প করে আমার একাউন্টে ডলার জমা করতে । তবে আমি শুনেছি যে সবারি নাকি কম বেশি একাউন্ট জিরো হয় । তাই হয়তো আমার একাউন্ট ও কোন না কোনা একবার হয়তো জিরো হবেই ।

Alif777
2015-11-09, 01:24 AM
আমার এখোনো একাউন্ট জিরো হয়নি কারন এখোনো আমি রিয়ল একাউন্ট করিনি। আমি নতুন তাই এখন ডেমোতে ট্রেড করছি। আপনাদের একাউন্ট কতবার জিরো হয়েছে আর একাউন্ট জিরো
হওয়ার মূল কারনগুলো কি কি? দয়াকরে শেয়ার করুণ?

Mintuhossen93
2015-11-09, 04:08 AM
আমি আমার ফরেক্সের অ্যাকাউন্ট এই প্রর্যন্ত দুইবার জিরো করে ফেলেছি আর এটি সেই সময় হয়েছিল যখন আমি ফরেক্সে একেবারে নতুন ট্রেড করতে শুরু করি। আমি প্রথমে ২০ ডলার ডিপোর্জিট করে ফরেক্সে ট্রেড করা শুরু করি আর সেই সময় আমার অ্যানালাইসিস জ্ঞান এবং মানিম্যানেজমেন্ট জ্ঞান একেবারেই কম ছিল যার কারনে আমি পর পর দুই বার আমার ফরেক্সের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলেছিলাম তবে এখন আর সেই ধরনের সমস্যায় আমাকে পরতে হয় না।

Realifat
2015-12-21, 10:04 PM
আমি ফরেক্স মার্কেটে তিনবার অ্যাকাউন্ট জিরো করেছি। প্রথম যখন আমি সদ্যনতুন ফরেক্সে এসেছিলাম তখন মাত্র ১০$ পুজি নিয়ে ট্ররড করেছিলাম এবং এই প্রথম ডিপোজিট জিরো করেছিলাম। তারপর কিছুকাল ট্রেড অফ রেখে আবার দ্বিতীয় ডিপোজিট করেছিলাম। সেটা কিছুদিন টিকলেও শেষমেশ জিরোই করেছিলাম এবং তৃতীয় ডিপোজিট আবার জিরো করে হ্যাট্রিক করেছিলাম।

basaki
2015-12-21, 10:12 PM
আমি ফরেক্স মার্কেটের ডেমো একাউন্ট করে প্রথম প্রথম বেশ অনেক বার একাউন্ট শূন্য করেছি।ফরেক্স আসলেই একটি কঠিন ব্যবসা দক্ষতা ছাড়া যেই ট্রেড করতে যাবে তাহলে তার একাউন্ট বার বার শূন্য হয়ে যাবে।

samrat
2015-12-21, 10:22 PM
আপনি কতবার অ্যাকাউন্ট জিরো করেছেন? আমি মাত্র ২বার অ্যাকাউন্ট জিরো করেছি। তারপর ফোরাম পোস্টিং শুরু করি। এবং বর্তমানে এটা দিয়েই চলছে। পোরাম পোস্ট করতে আপনাদের কামন লগে?
আমার বেশ মজা লাগে।

kawsar302
2015-12-23, 05:08 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই এখন পর্যন্ত আমার একাউন্ট জিরো হয় নি।।। ফরেক্স মার্কেপ যেহেতু একটি অনলাইন ব্যবসা তাই এই ব্যবসায় যে সবসময় লাভ হবে তা কিন্তু নয় এতে আপনি অল্প সময়েও অনেক বেশি লাভ করতে পারেন তবে তার জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে জানত হবে তবেই আপনি লাভ করতে পারবেন।

Marufa
2015-12-23, 05:54 PM
আমি এ পযর্ন্ত দুই তিনটি একাউন্ট জিরো করেছি । তবে এখন আর একাউন্ট জিরো হয় না । কারন এখন আর এত বেশি রিস্ক নেই না । আমার ডিপোজিটের পর যতটুকু লাভ থাকে ততটুকু রিস্ক নেই । বেশিরভাগ সময়ই ব্রেক ইভেনে থাকি ।

sharifulbaf
2016-01-21, 09:19 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যায়,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে,যেতে আমাদের ব্যলেন্স জিরো না হয়,তাই আমাদের ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার নিয়ম মেনে ট্রেডিং করতে হবে,তার পরে ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার সময় স্টপ লস ব্যাবহার করতে হবে।

Hamza
2016-01-21, 09:53 AM
আমি ফরেক্স মার্কেটে ১ বছর যাবৎ ট্রেড করতেছি। আমি প্রায় ৬-৭ বার একাউন্ট জিরো করেছিলাম।কিন্তু মাঝে মাঝে আমার লাভ ও হত।তবে বর্তমানে আমি যখন ট্রেড করি প্রায় ৬০% ট্রেডই লাভ হয়।এখন থেকে আশা করি আমার ট্রেডে লস হলেও মনে হয় একাউন্ট আর জিরো হবে না।ধন্যবাদ

basaki
2016-05-01, 04:45 PM
একাউন্ট যিরু করা ফরেক্স ট্রেডারদের একটি নিত্য দিনের কাজ কারন ফরেক্স মার্কেটে যে একাউন্ট যিরু করে নাই আমি মনে করি সে কোন ফরেক্স ট্রেডার না। ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে আপনি ভুল না করলে আপনি শিখতে পারবেন না আর ভুল করলেই আপনি লস করবেন।

dwipFX
2016-05-12, 05:35 PM
আমি একবার রিয়াল ডলার ইনবেস্ট করে একাউন্ট জিরো করেছি। এরপর ডেমো একাউন্ট কয়েকবার জিরো করেছি তাই এখন ফরেক্স মার্কেট কিভবে প্রপিট করব এবং প্রপিট ধরে রাখব সেটা সম্পর্কে আমার এখনো অনেক কিছু জানার বাইরে আছে। তাই আমি এখনো ফরেক্স শিখার চেস্টা করছি ফোরাম থেকে অনেক কিছু জানতে পারছি।

Moon
2016-05-12, 07:32 PM
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো হওয়া খুব অবাক হওয়ার কিংবা অস্বাভাবিক কিছু নয় । কারণ আমি একজন নতুন ট্রেডার হিসেবে যখন ফরেক্স মার্কেটে এসেছি এখন আমার কাছে মনে হয়েছিল এখানে টাকা দিয়ে ব্যবসা করতে হয় কোন পণ্য দিয়ে নয় । সেহেতু আমরা লস করতেই পারি । তবে মনে রাখতে হবে যে একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাক্তিও তার ভুলের কারণে লস করতে পারে ।

Tazul Islam
2016-05-13, 06:32 AM
আপনি ফরেক্সের রিয়াল মার্কেটে এসে কত বার আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করেছেন সেই গল্প আমরা জানতে চাই সর্বপ্রথম আমি যে ৩০ ডলার দিয়ে ট্রেড শূরু করেছিলাম এক সময় আমার সেই ৩০ ডলার সম্পূন্য ভাবে জিরো হয়ে গিয়েছিল।

আমার একাউন্ট জিরো হয়নি এবং হবেও না্ । একাউন্ট জিরো হবার জন্য দোষটা আপনার উপর পড়ে । এটা মার্কেটের দোষ নয় । শিক্ষাকালে মার্কেটে লেগে থাকতে হবে ্। পরিমিত লট ওপেন করতে হবে। লোভ করা যাবে না। কচ্ছপের মতো ধীরে ধীরে আগাতে হবে। একাইন্ট যদি জিরো হতে ধরে তাহলে ফ্রি মার্জিন ১০/১৫ ডলার থাকতেই বিপরীত এন্ট্রি নিতে হবে।

জ্যাক কয়েন
2016-05-14, 02:36 PM
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডআর তাই ফরেক্স এ আমার কাছে অ্যাকাউন্ট জিরো করাটা খুবই স্বাভাবিক। আমি প্রথমে ফরেক্স ২০ ডলার নিয়ে ট্রেড করা শুরু করি যদিও কিছু ডলার প্রফিত করতে পেরেছিলাম কিন্তু ডলার রাখতে পারিনি। আমার ২০ ডলার সহ প্রফিতের ডলার কিছু ভুল ট্রেড এর কারনে হারিয়ে ফেলায় অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। এরপরে আমি আবার ৫০ ডলার ইনভেস্ত করে ট্রেড করতে থাকি ভেবেছিলাম এবার হয়তো প্রফিত হলে ধরে রাখতে পারব কিন্তু এবার আমার ট্রেড করার শুরু থেকেই লস করতে করতে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। এই নিয়ে আমার দুই বার অ্যাকাউন্ট জিরো হয়।

Badiul
2016-05-14, 04:35 PM
আমি ফরেক্স মার্কেট সর্বপ্রথম ফোরাম পোস্টিং বোনাস দিয়ে ট্রেড শুরু করি প্রথম বোনাস দিয়ে বেশি দিন টিকে থাকতে পারিনি আমার একাউন্ট ২ দিনে জিরো হয়ে গেসে।আমার এই পর্যন্ত একাউন্ট ৩ বার জিরো হয়েছে তারপর ও আমি হতাস হইনাই আমি মনে করে ফরেক্স বিজনেস ভাল করে শিখতে পারলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং অনেক টাকা প্রফিট করতে পারব।

S M Murshedul Akhter
2016-05-14, 07:33 PM
আমি জিরোবার একাউন্ট জিরো করেছি। শুরুতে ০.০১ ভলিয়ম দিয়ে পাঁচটি ট্রেড ওপেন করেছিলাম। ৫.০০ডলার লস হয়েছিল। অনেক চেষ্টা করে লস পুরন করেছি। এখন ০.১৪ সেন্ট লাভ আছে। আগামী তে কি হবে জানিনা।

raju0000
2016-05-14, 08:52 PM
আমি একবার একাউন্ট জিরো করেছি.সেটি ছিল আমার শুরুর র্দিকের ঘটনা ট্রেডিং এ আগ্রহী হয়ে না শিখেই নেমে পরি ট্রেডিং করতে.যার ফলে যা হবার তাই ঘটল.আমার বিনিয়োগ করা টাকা হারাতে হলো.এই একবার আমার একাউন্ট শূন্য হয়.এরপর আমি আবার নতুন উদ্যমে শুরু করি কিন্তু এইবার আর না শিখেই শুরু করিনি.এখন ও চলছে.

md samsul huq
2016-05-20, 03:06 PM
আমার মনে হয় ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনার সামান্য একটি ভুল আপনাকে বিড়াট লসের দিকে ঠেলে দিবে।তাই ফরেক্সে রিয়েল ট্রেড করার আগে আপনাকে কমপক্ষে ১ বছর ডেমো প্রাক্টিস করতে হবে এবং পাশাপাশি ফরেক্স বিয়ষে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের ফরেক্স বই প্রচুর পড়তে হবে।আমি ফরেক্স মার্কেট ৩ ডেমো একাউন্ট জিরো করে ছিলাম এবং রিয়েল একাউন্ট ১ বার জিরো করেছিলাম।এরপর আমি আর লস খাইনি এবং বর্তমানে আমি লস রিকোভার করার চেষ্টা চালাচ্ছি।

MdRiazulIslam1991
2016-05-25, 11:54 PM
ফরেক্সের অ্যাকাউন্ট এখন প্রর্যন্ত আমি কখনই জিরো করে ফেলিনি তবে আমার অনেক ফ্রেন্ডই ফরেক্সে ট্রেড করতে এসে এখানে লস করে অ্যাকাউন্ট জিরো করে ফেলেছে আর আমি যতদূর জানি তাতে করে ফরেক্স ট্রেডিংয়ে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা খুবই সামান্য।

DIPANKARSINGH1992
2016-05-26, 01:12 AM
আমি একদম নতুন ফরেক্স এ তিন থেকে চার মাস ধরে আছি ।অামার এর মধ্যে একটি একাউন্ট জির হয়ে গেছে এবং একটি একাউন্ট মাঝামঝি পর্যায় আছে । আমার ট্রেড এ কিছু ভুল সিদ্ধান্ত করনে আর একাউন্ট এর এই অবস্থা তবে নিজেকে সুদরে নেবার চেষ্টা করছি । আনেক কিছু শেখার বাকী আছে ফরেক্স বুঝতে কিছুটা সময় লাগেবে ।

kader
2016-05-27, 06:22 AM
আমি যেহেতু এই মার্কেটে নতুন তাই আমার একাউন্ট কখনো জিরো হয়নি । তবে আমি মনে করি ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধারনা আর ট্রেড সম্পর্কে ভালমত এনালাইসিস করলে একাউন্ট কখনোই জিরো হবে না।

basaki
2016-05-27, 07:15 AM
ফরেক্স ট্রেড করে একাউন্ট জিরু করে নাই এমন পাবলিক খুব আছে বলেই আমি মনেবকরি কারন ফরেক্স মার্কেটে এমন একটটা মার্কেটে যেকানে আপনি লোভ করবেন আর আপনি যদি লোভ করেন তবে আমি মনে করি আপনি একাউন্ত জিরু করবেনিই এতে কোন প্রকার সমস্যা নেই।

Sahed
2016-07-31, 01:36 PM
ফরেক্স মার্কেটে আসলে এ্যকাউন্ট জিরো না করলে ট্রেডিং শেখা যায় না । মার্কেটে আমি এই পযর্ন্ত আমার ৫টি একাউন্ট জিরো করেছি । আরও দুইটি একাউন্ট এখন জিরো হওয়ার পথে আছে । তবে আমি মনে করি আমদের এই ভূলগুলো থেকে শিক্ষা নিওয়া উচিত ।

motiar
2016-07-31, 02:22 PM
ফরেক্স মারকেটে একাউন্ট জিরো হয়ে যাও্অয়া কোন বিষ ই নয় । তবে আমার একাউন্ট ক খনো জিরো হয় নাই তবে আমি প্রফিট তুলতে পারি নাই । যাপ্রফিট হয়েছে তা আবার লস হয়েছে ।

fardin222333
2016-07-31, 03:45 PM
ট্রেড করতে গিয়ে লস হবে, আবার লাভ হবে এটাই সাভাবিক। তাই আমিও অনেক বার একাউন্ট জিরো করেছি। যখন আমি নতুন ছিলাম তখন অনেক বার লস করেছি। এখন আর আগের মত লস হয়না। একাউন্ট জিরো হয় না বললেই চলে।

SUMANMISTRY1993
2016-07-31, 04:05 PM
আপনি জানতে চেয়েছেন যে আমি ব্যলেন্স কতো বার জিরো করেছি । আসলে আমি এখন প্রযন্ত একবার ও এ্যাকউন্ট জিরো করি নাই । কেননা আমি এখন প্রর্যন্ত রিয়েল ট্রেডিং করা শুরু করি নাই । তবে ডেমোতে কয়েকবার করেছি ।
তবে সেটা প্রথম অব্যস্থায় করেছি ।

Mahbub
2016-07-31, 09:17 PM
ফরেক্স মার্কেট অনেক ঝুকিপূর্ণ ব্যবসা , এখানে অ্যাকাউন্ট জির হওা সাভাবিক । আমি প্রথমবার ২০ ডলার দিয়ে ট্রেড সুরু করসিলাম কিন্ত অ্যাকাউন্ট জির হয়ে গিয়েছিল এবং এই তা একাধিক বার হয়েছে । সুতুরাং আমার মতে প্রথমে ডেমো অ্যাকাউন্ট এ ভাল করে ট্রেড করে তারপর রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করা উচিত ।

nisho5533
2016-07-31, 10:25 PM
ভাই আমি ফরেক্স মাকেট যখন নতুন তখন ডেমো পারতিস করি তখন ৩ মাসে একাউন্ট জিড়ো কোরে ফেলি| তারপর রিয়াল একাউন্ট ৩০ ডলার নিয়ে লাবি ১ মাসে জিরো করি|

MdImranHossain917
2016-07-31, 11:52 PM
আমি ফরেক্স ট্রেডিংয়ে এখন যতটা অভিজ্ঞতা এবং জ্ঞান লাভ করতে পেরেছি প্রথম দিকে ঠিক তেমন ছিল না যার ফলে প্রথম প্রথম আমি ফরেক্স মার্কেটে প্রফিটের পাশাপাশি অনেক বার লস করেছি তবে লাভের তুরনায় সেই সময় লসই আমাকে বেশি করতে হয়েছে।

KamalKumar14184721Das
2016-08-01, 12:40 AM
ফরেক্স ফরোমে আমি গত চার মাস যাবত কাজ করি এই পর্যন্ত আমি ২টি একাউন্ট জিরো করছি এবং একটি একাউন্ট সমান সমান অছে এই একাউন্টে লাভ ও নাই লস ও নাই ।

rafizul
2016-08-03, 10:14 PM
আমি ফরেক্স এ নতুন বিধায় এখনো রিয়েল ট্রেড করিনি তাই একাউন্ট জিরো করার প্রসং্গে আমার কোন অভিং্গতা নেই । যারা অভিং্গ ট্রেডার তাদের কাছে এই জবাবটি জানতে চাইবো ।

monirapk
2016-08-05, 09:45 AM
আরে আমিতো অনেক বার অ্যাকাউন্ট জিরো করেছি । কারন আমিতো ভীতু ফরেক্স ট্রেডার নই । আমি জানি যে অ্যাকাউন্ট জিরো হলে কতো কষ্ট হয় । একথা ঠিক যে অ্যাকাউন্ট জিরো হলে রিয়েল ট্রেডে অনেক অভিজ্ঞতা বাড়ে । তবে ফরেক্স বন্ধুরা দয়াকরে তোমরা তোমাদের ফরেক্স অ্যাকাউন্ট জিরো করো না। কারন অ্যাকাউন্ট জিরো হলে অনেক কষ্ট হয় ।

Md Sanuwar Hossain Hossai
2016-08-05, 09:55 AM
ফরেক্সে আমি এ পর্যন্ত অনেক বার একাউন্ট জিরো করে ফেলেছি।। ফরেক্স করতে গিয়ে অনেক সময় অনেক প্রফিট ও করেছি।। ফরেক্স করতে হলে অবশ্যই একাউন্ট টিকিয়ে রাখার জন্য মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিৎ।। মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড মানেই ঝুঁকিবহুল ট্রেডিং।।।

SHOYEB
2016-08-05, 09:58 AM
অামি ফরেক্স মার্কেটে নতুন হলেও এখন পর্যন্ত কখন ও একাউন্ট জিরো ব্যালেন্স হয়নি সফলতার সহিত ট্রেডিং করে যাচ্ছি। সফলতার সহিত ট্রেডিং করার জন্য মনোবল এবং সাহস দুইটাই দরকার হতাশ হলে চলবে না।

mehedibd
2016-08-05, 10:10 AM
ফরেক্স মার্কেটে প্রথম আমি ২০ ডলার দিয়ে শুরু করেছিলাম। সেখান দিয়ে আমি প্রফিটও করেছিলাম, কিন্তু এক সময় আমার মেইন ব্যালেন্স ০.০০ হয়ে গেল। তবে আমি আশা হারাইনি। আবারও শুরু করলাম সেই খান থেকে আজও আমি নিয়মিত ট্রেড করছি আর মোটামুটি আয় করে যাচ্ছি।

Rana mollah
2016-08-11, 08:44 AM
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো করা ভালো কথা না । কিন্তু জিরো হয়ে গেলেতো আর কিছু করার থাকে না । আমি অনেকবার আমার একাউন্ট জিরো বানিয়েছি । কিন্তু তবুও আমি ফরেক্স মার্কেটে কাজ করে যেতে যায় । তাই আমি এখন ফোরম পোষ্টে কাজ করছি । আবার যখন ফোরম পোষ্ট থেকে ডলার পেয়ে ট্রেড করা শুরু করবো তখন দেখা যাবে যে আবার আমার একাউন্ট জিরো হয় কিনা । আশা করি আর একাউন্ট জিরো হবে না । যদি হয় তবে আবার শুরু করবো ও প্রোফিট করার আশায় থাকবো । এখন আমি ট্রেড করা শিখছি , তাই মনে হয় আর একাউন্ট জিরো হবে না ।

Nazmul1994
2016-08-11, 10:57 AM
আমি ফরেক্স এ যোগ দিয়েছি খুব বেশি দিন হয়নি ,তাই একাউন্ট জিরো এর এক্সপেরিয়েন্স আমার খুব বেশি একটা নেই তও আমি প্রায় ৫-৪ বার এর মতো একাউন্ট জিরো করে ফেলেছি , এইটা খুব এ লজ্জা জনক , তবে আমি প্রতি বার এ শিখছি এবং কিভাবে আরো ভালো করা যায় সেই লক্ষে কাজ করছি

SAHADAT
2016-08-11, 07:38 PM
আমার একাউন্ট যিরো করার জন্য আমি নিজেই দায়ী ছিলাম কারন আমি ভাল ভাবে ডেমো প্রাকটিস করেছিলাম না। এবং মানি ম্যানেজমেন্ট ভাল ভাবি মানি নাই। তাই আমি নতুনদের বলব তারা যেন ডেমো ভালভাবে করে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে।

sujon30
2016-08-11, 11:18 PM
আমি যখন নতুন প্রথমত অবস্থায় ডেমো ফরেক্স ট্টেড করেছিলাম তখন আমি অনেকটা লস করেছি। এবং আমার একাউন্ট জেরো হয়ে দেতো । কিন্তু আমি এখন অনেকটা ফরেক্স এ ট্টেড সম্পর্কে ভালই বুঝতে পারছি এবং ডেমোত ট্টেড করে আমি এখন অনেকটা লাভ করতেছি।

uzzal05
2016-08-13, 05:00 PM
আমি ফরেক্স লাইফ এ অনেক একাউন্ট জিরো করেছি। আর ফরেক্স এ সবাই কম বেশি লাইভ একাউন্ট জিরো করে প্রথম অবস্থায়। আমি প্রথমে ৬০ডলার ডিপোজিট একাউন্ট জিরো করেছি। কারন প্রথমে আমি তেমন ভালো বুঝতাম না। তাই ফরেক্স এ অভিজ্ঞতার বিকল্প নেই।

Biplob72
2016-08-13, 05:54 PM
আমার একাউন্ট জিরো করার জন্য আমি নিজেই দায়ী ছিলাম। কারন আমি ভাল ভাবে ডেমো প্রাকটিস করেছিলাম না। এবং মানি ম্যানেজমেন্ট ভাল ভাবি মানি নাই। তাই আমি নতুনদের বলব তারা যেন ডেমো ভালভাবে করে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে।

sujon30
2016-08-13, 06:28 PM
নিজের একাউন্ট কেউ কথনো জিরো করতে চায় না। তবে ফরেক্স এ ক্ষেত্রে একাউন্ট জিরো হয় যদি ফরেক্স এর ট্টেড না বুঝে দেওয়া। আমি যখন নতুন ডেমো ট্টেড করেছি তখন আমার একাউন্ট যতবার ট্টেড করেছি তত বারই লস ও একাউন্ট জিরো হয়েছে। তবে এখন আমি অনেকটা বুঝতে পেরেছি এবং আমার একাউন্ট এ এখন অনেকটা লাভে আছে।

Afroza
2016-08-13, 07:36 PM
আমি গত ২ বছর ধরে ট্রেড করি ট্রেড করার সময় কতবার যে অ্যাকাউন্ট জিরো হয়ে গিয়েছে তার কোনো হিসাব নাই । এজন্য প্রথমে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা অর্জন করে তারপর ট্রেড করা ভাল তা হলে অ্যাকাউন্ট জিরো হওয়ার ভয় কম থাকে । আমি আমার সকল বন্ধুদের বলি যে ভালোভাবে ফরেক্স শিখেই তারপর ফরেক্স সুরু করা।

vodrolok
2016-09-07, 03:47 PM
একাউন্ট জিরো করা ইটা প্রত্যেক নতুন ট্রেডেরই হয়ে থাকে। আমার হয়েছে। সম্ভবত মোট তিনবার। তবে আশার কথা যে প্রত্যেকবারই এমাউন্ট কম ছিল। আর কখনো কখনো ব্রোকারের নীতির কারণে ধরা খেয়েছি। অবশ্য এক্ষেত্রে আমি নিজেকেই দোষ দিয়ে থাকি এই সম্পর্কে কেন আগে আমি খোঁজ নেই নাই। দুইবার ইন্সটাফরেক্সে আর একবার এক্সনেসে।

Challange
2016-09-07, 04:35 PM
নতুন ট্রেডার হওয়াতে আমি এখনো রিয়েল ট্রেডিং শুরু করিনি । তবে ইতিমধ্য আমি বেশ কয়েকবার ডেমোতে একাউন্ট জিরো করেছি । আসলে আামাদের মত নতুন ট্রেডারদের প্রথম অবস্থায় অবশ্যই একাউন্ট জিরো করতে হবে । কেননা একাউন্ট জিরো না করলে আমরা বুঝতে পারব না যে ঠিক কিভাবে আমাদেরকে ভবিষ্যতে প্রতিকূল পরিস্থিতি ফাইট করতে হবে ।

jamal191khan
2016-09-22, 01:22 AM
ব্যক্তাগতভাবে ফরেক্স মার্কেটে প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।

Tazul Islam
2016-09-22, 07:17 AM
আমার মনে হয় আপনার অন্যর দ:খ শুনতে খুব ইচ্ছে করে তাই বলছি আমার একাউন্ট একবার জিরো হয়েছিল সেটা আমার ভুলের জন্যই। এ জন্য আমি মার্কেট কে দোসারপ করি না। এর পর আর জিরো হয় নাই। একাউন্ট কখনোই জিরো হবে না যদি আপনি সেল স্টপ বা বাই স্টপ ব্যবহার করেন। না বুঝলে আমার সাথে যোগাযোগ করুন।

sujon30
2016-09-22, 07:33 AM
আমি অনেকবার টাকা জিরো করেছি। ফরেক্স এ যখনই ট্টেড করেছি তখনই একটু না একটু উঠানামা করে থাকে আর এর জন্যই আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে। আর প্রথমেই একাউন্ট জিরো হয়ে যাবে এটা স্বাভাবিক। আর এই জিরো করতে করতে শিখা যাবে এবং ফরেক্স থেকে আয় করা যাবে।

lotaus
2016-09-22, 08:05 AM
আমি ফরেক্স ব্যাবসায় অল্প কিছুদিন ধরে কাজ করছি।আমি মাত্র একবারই রিয়াল ট্রেড করেছি একটা রিয়াল একাউন্টে।দুই সপ্তাহ টিকে থাকার পর লাভ লস হতে হতে একসময় একাউন্ট জিরো হয়ে গেল।তারপর মনে করলাম এখনো রিয়াল ট্রেড করার সময় আসেনি কারন ফরেক্স বিষয়ে এখনো আমার যথেষ্ট পরিমানে জ্ঞান হয় নি যে কারনে সঠিক সময়ে টেক প্রফিটটা নিতে পারছিনা।তাই ফোরামে কাজ করে এবং ফরেক্স সম্পর্কিত কিছু বই পড়ে ফরেক্স শিখার চেষ্টা করছি।

shati75
2016-09-22, 08:07 AM
আমি ফরেক্সে নতুন এজন্য এখনো রিয়েল ট্রেড শুরু করিনি। আমি বর্তমানে ডেমোতে ট্রেড করছি। আমি দেকছি আমার এক পরিচিত বড় ভাইকে রিয়েল ট্রেড করতে মুলত তার কারনে আমার ফরেক্সে আসা। আমার ভাইকে বলতে দেখছি তার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। তখন তাকে অনেক চিন্তিত মনে হত। তাই আমি ডেমোতে ভালভাবে ট্রেড শিখে রিয়েল ট্রেড এ যাব বলে মনে করচ্ছি।

Rahat015
2016-09-22, 08:24 AM
আল্লাহর রহমতে আমার একাউন্ট এখনো জিরো হয় নি। কারন আমি প্রথম থেকে ফরেক্স এর যাবতীয় রুলস গুলা মেইন্টেইন করে আসছি। আর লট সাইজ ০,০১ বা ০,০২ দিয়ে ট্রেড করছিলাম তাই মূলত একাউন্ট জিরো হয় নি। তবে আমি এখন ফরেক্স এ মোটামোটি বুজি। তবে এনালাইসিস টা আরো পরিষ্কার করার চেষ্টায় আছি।

Competitor
2016-10-21, 10:11 PM
আমি মনে করি না যে একাউন্ট জিরো করাতে আমাদের কোন ধরনের লাভবান হতে পারব । বরং আমি মনে করি যে ফরেক্স মার্কেটে একাউন্ট দীর্ঘ একটা সময়ের জন্য ধরে রাখাটাই হল একটা বিরাট চ্যালেন্জ । কেননা যারা এই চ্যালেন্জ মোকাবেলা করতে পারবে না তারা কখনো ভাল কিছু করতে পারবে না । তাই আমি মনে করি যে ফরেক্সে সফল হতে হলে অবশ্যই নিজেকে সর্বাগ্রে প্রস্তুত করতে হবে ।

soniaakter
2016-10-21, 10:16 PM
ফরেক্স মার্কেটে এমন লোক খোজে পাওয়া যাবেনা যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গিয়ে একাউন্ট জিরো করে নাই আমি নিজেও ট্রেডিং করতে গিয়ে মিনিমাম ১৫ থেকে ২০ বার একাউন্ট জিরো করে ছি তাই আমাদের, একাউন্ট জিরো হয়ে গেলে আমাদের ট্রেডিং বিষয়ে অনেক অভিজ্ঞতা বাড়ে ফরেক্স মার্কেট পরে ভাল প্রফিট করা যায়।

sheam
2016-10-21, 10:20 PM
আমি ফরেক্স মার্কেটের ডেমো একাউন্ট করে প্রথম প্রথম বেশ অনেক বার একাউন্ট শূন্য করেছি।ফরেক্স আসলেই একটি কঠিন ব্যবসা দক্ষতা ছাড়া যেই ট্রেড করতে যাবে তাহলে তার একাউন্ট বার বার শূন্য হয়ে যাবে।

aida
2016-11-23, 02:36 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যায়,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে,যেতে আমাদের ব্যলেন্স জিরো না হয়,তাই আমাদের ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার নিয়ম মেনে ট্রেডিং করতে হবে,তার পরে ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার সময় স্টপ লস ব্যাবহার করতে হবে।

sarmin sr
2016-11-23, 10:19 AM
আসলে আমি প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।

shimul77ss
2016-11-23, 03:49 PM
আমি ফরেক্সে ৪ মাস ধরে আছি ।প্রথম মাসে ২০ ডলার দিয়ে ইওনভেস্ট করি এবং তা ২ ঘন্টার মধ্যে ০ হয়।তারপর ৫০ ডলার ০ হয় ,১০০ ডলার ০ হয় , ৮৯ ডলার ০ হয়।আমি সর্বমোট ৪ বার একাউন্ট ০ করে ফেলি।এই ৪ মাসে আমার লস দাড়াই প্রাই ৩০০ ডলারের মত।

Shimul77
2016-11-23, 03:55 PM
ফরেক্সে আমার বয়স কাল হল মাত্র ৫ মাস।এই মাসে আমি ৭ বার একাউন্ট ০ করে ফেলি।৪০+৬০+৭০+১০০+১০০+৫০+৫০=৪৭০ ডলয়ার মত লস করেছি।কিন্তু একবারেও টাকা তুলে পারিনি।ট্রেড করে যে লস খাতাম সব সময় তা কিন্তু না আমার একাউন্ট লসের প্রধান কারন ছিল আমি মার্কেটে একটু বেশি লোভ করতাম।

Mamun13
2016-11-23, 10:06 PM
এই লেখকদের আমি স্যলুট করলাম তারা অনেক কম লস করে ফরেক্সে ট্রেড করছে যা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অবশ্য যদি তারা সত্য কথা লিখে থাকেন ??? মাত্র কয়েকবার ব্যলেন্স জিরো করেছেন ? আমি অধম,মাথানষ্ট,রাক্ষস রিয়েল ব্যলেন্স জিরোতে কম করে হলেও ট্রিপল সেন্চুরী করেছি ৷এখন তেল ছাড়াই ঘুমাইতে পারি৷ডেমো কনটেস্টে ১৭ টা প্লেস পাইছি৷

riponhosen
2016-11-23, 10:13 PM
আমি ফরেক্স মার্কেট এ নতুন আমি দুই বার ব্যালান্স জিরো করেছি।ফরেক্স মার্কেট এমন এক ধরনের মার্কেট যেখানে সামান্য ভুলের কারনে অধিক ক্ষতি হয়ে যায়।সর্বশেষ যেদিন আমার ব্যালান্স জিরো হয় সেদিন মাত্র একটা ট্রেড ভুল ট্রেড ওপেন করেছিলাম যার কারনে আমার সব ব্যালান্স শেষ হয়ে গিয়েছিলো।তাই ব্যালান্স জিরো করতে না চাইলে অবশ্যই ভুল ট্রেড ওপেন করা যাবে না।

cool razu
2016-11-23, 10:39 PM
ব্যক্তিগতভাবে আমি প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।

MdMintuHossen692
2016-11-23, 10:49 PM
আমি একজন নতুন ফরেক্স ট্রেডার আমি কিছুদিন হল ফরেক্সের রিয়াল মার্কেটে ট্রেড করছি আর এই সময়ের মধ্যে আমি লাভ যেমন করেছি ঠিক তেমনি মাঝে মধ্যে দুই একবার লস ও করেছি তবে কখনই আমার ট্রেডিং অ্যাকাউন্ট জিরো হয়নি আমি মনে করি সঠিক ট্রেডিং সিস্টেম অনুযায়ী ফরেক্সে ট্রেড করতে পাররে ট্রেডিং অ্যাকাউন্ট জিরো হওযার সম্ভাবনা অনেকাংশে কুমে যায়।

bank1
2016-11-23, 11:08 PM
আমি প্রথমে ডেমো ট্রেড করি। তারপর যখন বুঝতে পেরেছি যে আমি ট্রেড করতে পারব তখন লাইভ ট্রেডিং করি। কিন্ত সেটা দিয়ে বেশিদিন করতে পারিনি। অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। তারপর আবার ১০০ ডলার দিয়ে ট্রেড আরম্ভ করি। সগুলিও জিরো হয়ে যায়। তবে আমি জিরো করিনি। আমার ছোট ভাই জিরো করে ফেলেছে। ৩য় বার আবার ডিপোজিট করি। কিছুদিন করার পর আমি নিজেই সেই অ্যাকাউন্টও জিরো করে ফেলি। ৪র্থ বার আবার ডিপোজিট করি এবং সফলতা পাই।

mdtorikul
2017-02-26, 11:32 PM
ফরেক্স মার্কেটে আমি অনেক বার আমার অ্যাকাউন্ট তিকে জির করে ফেলেছি, প্রথম প্রথম ১ শপ্তহাহের মত ট্রেড করেই আমি অ্যাকাউন্ট জির করে ফেল, আস্তে আস্তে এটার সমই তা বারতে থাকে, তবে বরতমানে লাভ না করলেই টাকা লস করি না।

abdulguffer
2017-02-27, 02:51 AM
আমার একাউন্ট যে কতকতবার জিড়ো হয়েছে তা এখন আর হিসাব করে বলা সম্ভব না । শুধু এই টুকু বলতে পারি বহুবহুবার । কারন ফরেক্স ট্রেড করে আমি এক লক্ষ্য টাকার উপরে লস করেছি। এখন পর্যন্ত কোন টাকা উঠাতে পারি নাই ।

reser
2017-03-09, 02:41 PM
আমি যে কতবার একাউন্ট জিরো করেছি তার হিসেব নেই, প্রথম প্রথম দু চারদিন ট্রেড করেই আমি অ্যাকাউন্ট জির করে ফেল, আস্তে আস্তে এটার সমই তা বারতে থাকে, তবে বরতমানে লস একটু কম হচ্ছে।

riponinsta
2017-03-09, 03:23 PM
আমি ফরেক্স মার্কেট এ একবার সুধু অ্যাকাউন্ট ০ করছি আমি ২ % রিস্ক এর নিয়ম মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করি তার কারন এ আমার অ্যাকাউন্ট সহজ এ ০ হয় না আপনি যদি ফরেক্স মার্কেট এ ১ % বা ২ % এর নিয়ম মেনে ট্রেড করেন তা হলে আপনার অ্যাকাউন্ট ০ হবে না একটা কথা আমি মেনে চলি অ্যাকাউন্ট বেচে থাকলে লাভ করা সম্ভব অ্যাকাউন্ট যদি ০ হয়ে যাই তা হলে আমি লাভ করবো কি দিয়ে ফরেক্স মার্কেট এ

shohanjacksion
2017-03-09, 07:10 PM
ভাই, আমি যে কতশতবার একাউন্ট জিরো করেছি তা হিসাব করে শেষ করা যাবেনা। প্রায় ৫০০ ডলার লস করেছি কিন্তু প্রায় ৫০০০০ ডলার প্রফিট আছে। তাই জিরো হওয়াটা আর মনে নেই। জিরো না করলে হিরো হওয়া যাবেনা।

siddiquecec
2017-03-10, 12:17 PM
আমি কত যে কতবার একাউন্ড জিরো করেছি তার কোন হিসেব নেই। তবে অল্প কিচু ডিপোজিট করে মানে আমি ডেমো ট্রেড না করে রিয়েল ট্রেডের মাধ্যমে ফরেক্সকে শিখতে চাইছি। সুতরাং আমি কিছু মনে করি না এর জন্য কারন আমার বিশাল বড় টার্গেট নিয়ে এগিয়ে যাচ্চি তো দোয়া করবেন অবশ্যই।

hasan019
2017-03-10, 12:40 PM
আমিও আমার ফরেক্স ইতিহাসে বেলেন্স জিরো করেছি। তার কারন গুলা ছিল। আমি বর লটে ট্রেড দিছিলাম আর সেটাই লসে গেলো এর পর লস টা রীকোভার করার চেষ্টা কিন্তু অনেক লস করে ফেলেছি। তাই আবার বর লটে ট্রেড। কিন্তু না এটাও লস কিছু বুঝে উথার আগেই সব সেস। আরেকবার ছিল এফ অ এম সি এর সময়। তখন বর লটে ট্রেড দেওয়াইয় এল এল হিট করার আগেই আমার বেলেন্স সেস। টিপি হিট করলে বেলেন্স ২ গুন হত। জাই হোক আরেকার হয়েছিল আমি একটা পেয়ারে সেল নিছিলাম কিন্তু বিপরিতে যাচ্ছিল তারপর আমি এস এল দেই নাই। সকালে উথে দেখি বেলেন্স নাই।

boltu
2017-03-10, 01:49 PM
ফরেক্স মার্কেটে লসের অনেক গুলো কারন রয়েছে আমার লসের প্রধান কারন হল অতিরিক্ত ভলিউমে ট্রেড করা। তাই আমাদের কে মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করার অভ্যাস করতে হবে। ফরেক্স খোলা লক হেজিং আছি কিন্তু আরো পছন্দ ঝুঁকি পরিচালনা করা ।

boltu
2017-03-10, 02:03 PM
কোন কিছু শিখতে হলে সাফলতা অর্জন করতে হলে প্রথম প্রথম একটু লস হবেই। আবার প্রথম নতুন কিছু *করতে করতে পুরাতন হলে সে যে কোন কিছু সাফলতা পায়। ঠিক ফরেক্স এর ক্ষেত্রে নতুন নতুন কিছু শিখতে হলে লস হবে বা হয়েই থাকে কিন্তু পরে তার সাফলতা ঠিকই পাওয়া যাবে। বৈদেশিক মুদ্রার ব্যবসা খুব সময় ব্যয়কারী যদিও আমার শিক্ষা ফরেক্স এ ।

boltu
2017-03-10, 02:13 PM
ফরেক্স একটি খুবি সহজ একটি কউশলী ব্যাবসা যে যত তাড়াতাড়ি এই ব্যাবসার কউশল বুঝতে পারবে সে তত তাড়াতাড়ী আয় করতে পারবে । নতুনদের লসের ডলার পুরানেরা প্রফিট করে এটা ঠিক নয় । এখানে যারযার প্রফিট লস তার নিজের । আমি এমনকি মুদ্রা ট্রেডিং কোম্পানি থেকে আয় করতে কিন্তু আমি কারেন্সি ট্রেডিং মধ্যে কার্যকর হতে চমৎকার উদ্দেশ্য আছে কারণ আমার উদ্দেশ্য খুব ছিল বিশাল

boltu
2017-03-10, 02:16 PM
একজন সফল ও প্রফেশনাল ট্রেডার হোতে গেলে আপনাকে রেগুলার ডেমো এ্যাকাউন্টে ট্রেড কোরে নিজেকে অধিক এক্সপার্ট করতে হবে। সাথে সাথে আপনি ট্রেডিং এ ঠিক কোথায় কোথায় ভুল করছেন তা নোট করতে হবে। তাহলে আসতে আসতে অাপনার ভুল করার প্রবনতা কোমে যাবে। আপনার ট্রডিং স্কিল ডেভোলোপমেন্ট করতে হবে। লোভ থেকে দুরে থাকতে হবে। কারেন্সি ট্রেডিং কোম্পানী খুব সময় ব্যয়কারী যদিও আমার গবেষণা এবং আমার ক্র্যাক আমি সুখে করেছিল আমি চমৎকার সন্তুষ্টি

Nonty
2017-03-10, 04:57 PM
আমি মনে করি ফরেক্স লসের প্রধান কারন গুল হোলো রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস না করা। আমি যে কোনো বেপরোয়া 'প্রতিশোধ' কেন আমার ট্রেডিং থেকে বিরত রাখি ফরেক্স এ

yasir
2017-03-12, 08:36 PM
ফরেক্স মার্কেটে আমি প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।

asaa
2017-03-12, 09:00 PM
অভিজ্ঞদের মতে ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনার সামান্য একটি ভুল আপনাকে বিড়াট লসের দিকে ঠেলে দিবে।তাই ফরেক্সে রিয়েল ট্রেড করার আগে আপনাকে কমপক্ষে ১ বছর ডেমো প্রাক্টিস করতে হবে এবং পাশাপাশি ফরেক্স বিয়ষে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের ফরেক্স বই প্রচুর পড়তে হবে।আমি ফরেক্স মার্কেট ৩ ডেমো একাউন্ট জিরো করে ছিলাম এবং রিয়েল একাউন্ট ১ বার জিরো করেছিলাম।এরপর আমি আর লস খাইনি এবং বর্তমানে আমি লস রিকোভার করার চেষ্টা চালাচ্ছি।

nbfx
2017-03-13, 06:55 AM
আমি ডেমো না করে ৫০ ডলার দিয়ে সর্বপ্রথম রিয়েল ট্রেড শুরু করি এবং প্রায় ৪০০ ডলার করার পর একাউন্ট জিরো হয়ে যায়। তিন বৎসর পর্যন্ত একাউন্ট অনেকবার জিরো হয়েছে। তারপর থেকে ৪ বৎসর যাবৎ একাউন্ট জিরো হয় না। তাই বলছি ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা অনেক বড় জিনিস।

Md Masud
2017-03-31, 07:01 AM
লোভ যে কয়বার করেছি এ্যাকাউন্ট সেই কয়বারই গিয়েছে । এ থেকে শিক্ষা হয় যে লোভ থেকে দূরে থাকা চাই । অামরা কম লোভ করব বেশী এ্যানালাইসিস করব তাহলেই অামরা লাভবান হতে পারব । এ্যাকাউন্ট জিরো হবার অাগেই অামাকে চিন্তা ভাবনা করতে হবে যাতে এ্যাকাউন্ট ধরে রাখা যায় ।

martin
2017-03-31, 08:38 AM
আমি এ পর্যন্ত একবার আমার একাউন্ট যিরো করেছিলাম . আর সেটা ছিল আমি যখনই এখানে প্রথম ট্রেড শুরু করেছিলাম . আমার একাউন্ট যিরো করার জন্য আমি নিজেই দায়ী ছিলাম কারন আমি ভাল ভাবে ডেমো প্রাকটিস করেছিলাম না। এবং মানি ম্যানেজমেন্ট ভাল ভাবি মানি নাই। তাই আমি নতুনদের বলব তারা যেন ডেমো ভালভাবে করে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে।

uzzal05
2017-05-28, 09:29 PM
ফরেক্স এ কেউ একাউন্ট জিরো করে এমন ট্রেডার খুজে পাওয়া কঠিন। তবে কেউ যদি কারো ও ভরসায় ট্রেড করে টিকে থাকে তাহলে সেটা অন্য কথা। কিন্তু নিজে নিজে বুঝে ট্রেড করলে অব্যশোই প্রথম ডিপোজিট জিরো হবে। আমি কয়েকবার একাউন্ট জিরো করেছি।

Rugal
2017-05-29, 02:52 AM
আমি বলবো ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনার সামান্য একটি ভুল আপনাকে বিড়াট লসের দিকে ঠেলে দিবে।তাই ফরেক্সে রিয়েল ট্রেড করার আগে আপনাকে কমপক্ষে ১ বছর ডেমো প্রাক্টিস করতে হবে এবং পাশাপাশি ফরেক্স বিয়ষে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের ফরেক্স বই প্রচুর পড়তে হবে।আমি ফরেক্স মার্কেট ৩ ডেমো একাউন্ট জিরো করে ছিলাম এবং রিয়েল একাউন্ট ১ বার জিরো করেছিলাম।এরপর আমি আর লস খাইনি এবং বর্তমানে আমি লস রিকোভার করার চেষ্টা চালাচ্ছি।

ForexLife
2017-05-29, 09:58 AM
আমি মোট ৪ বার একাউন্ত জিরো করেছি.৪ বারে আমার ৬০০০ টাকা লস হয়ে গেছে। লসের কারন ছিল লত সাইজ বড় করে ট্রেড করেছিলাম। তাই এখন ডেমো প্র্যাকটিস করতেছি।আপাতত আমার কাছে কোন টাকা নাই। তাই ফরাম পোস্ট করতেছি। এখানে আমার ফরেক্স শিক্ষা ও হচ্ছে আবার কিছু পাব ট্রেড করার জন্য। তবে আগামিতে মনে হই লস আর করব না। ইন সা আল্লাহ। সবার কাছে দোয়া চাই।

Grimm
2019-02-06, 10:42 PM
আমি যখন আমার বিনিয়োগকৃত মূলধন নিয়ে এই ব্যবসা করতাম তখন আমি অনেকবার আমার একাউন্ট জিরো করেছিলাম। তখন আমি ছোট ছোট এমাউন্ট এই মার্কেটে বিনিয়োগ করতাম। কিন্তু যখন বোনাস একাউন্ট এ শুরু করলাম তখন শুধুমাত্র একবারই আমার একাউন্ট জিরো করেছি। এতে আমি দেখতে পেলাম আমার ট্রেডিং অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়তাছে আর সেই কারণেই আমার লস এর পরিমাণ কমে আসতাছে। আশা করি ভবিষ্যতে আমি এই ব্যবসায় ভাল করতে পারবো।

Ronesh186
2019-02-07, 02:15 AM
আমি একবার আমার ব্যালেন্স শূন্য করেছিলাম। তখন নতুন ছিলাম। না বুঝে একটু বেশি ট্রেড করেছিলাম। অন্যদিকে টেকনিক্যাল এনালাইসিস না করেই ভূল সময়ে ট্রেড করেছিলাম। হঠাৎ মার্কেট অতিরিক্ত লস পজিশনে চলে গেল এবং আমার ব্যালেন্স শূন্য হয়ে গেল। এটা আমার চরম একটি শিক্ষা। এই শিক্ষাটা পেয়েছিলাম বলেই নিজেকে সতর্ক করতে পেরেছিলাম। এখন ট্রেড করার সময় সেই ভুলগুলি এখন আর করি না।

samirarman
2019-02-07, 09:49 AM
আসলে আমি ফোরেক্স মার্কেটে প্রায় ৫ বছর ধরে আছি এবং আমি এই পর্যন্ট প্রায় ৩০ অ্যাকাউন্ট ০ করেছি। আসলে আমার বিষয়টা ছিলো মজার, আমি প্রথমে ১মানে ২টি করে ্র পর ২মাসে ১টি করে এবং এখন ১টি অ্যাকাউন্ট জিরো করা অনেক কঠিন হয়ে পড়েছে।

kashed
2019-02-07, 10:21 AM
ফরেক্সে ট্রেডিং করে টিকে থাকা একজন দক্ষ ট্রেডার ছাড়া অন্য কোন নতুন ট্রেডার দ্বারা সেটা খুবিই অসম্ভাব তাই আমি বলবো আমিও নতুন প্রায় এ পূর্যন্ত আমি ফরেক্সে টিকে আছি আমার একাউন্ট এখনো জিরোর দিকে গিয়ে ছিলো প্রায় এখন বর্তমান প্রোফিট নিয়ে টিকে আছি ।

SAGOR_HALDER944
2019-03-08, 11:17 PM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার। তাই আমার এখন পর্যন্ত একাউন্ট জিরো করার অভিজ্ঞতা হয়নি। তবে আমি যতদূর জানি মূলধন অনুযায়ি ঠিকমত মানি ম্যানেজমেন্ট না করলে মার্কেট যদি অতিরিক্ত নিচে নেমে যায় তাহলে একাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই আমাদের উচিত বুঝে শুনে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেডিং করা।

fardin
2019-03-09, 08:04 AM
আমি এ পর্যন্ত একবার আমার একাউন্ট যিরো করেছিলাম . আর সেটা ছিল আমি যখনই এখানে প্রথম ট্রেড শুরু করেছিলাম . আমার একাউন্ট যিরো করার জন্য আমি নিজেই দায়ী ছিলাম কারন আমি ভাল ভাবে ডেমো প্রাকটিস করেছিলাম না।

expkhaled
2019-03-10, 06:56 PM
আমি এখনও তেমন কোন একাউন্ট জিরো করিনি তবে ১টি ডেমো একাউন্ট জিরো করেছি তাও স্টপলস সেট না করার কারনে। যদি সঠিক মানিম্যানেজমেন্ট ব্যবহার করে আর স্টপলস-টেকপ্রফিট ব্যবহার করেন তাহলে আপনি চাইলেও একাউন্ট জিরো হতে অনেক কষ্ট করা লাগবে। তাই সঠিক জ্ঞ্যান না আসা পর্যন্ত রিয়েল ট্রেড করবেন না। আসলে ফরেক্স এ নূন্যতম জ্ঞ্যান আসতেও ২ বছর লাগে। এই ২ বছর কোন প্রকারের রিয়েল ট্রেড না করাই উত্তম। একটি ব্যপার মাথায় রাখতে হবে যদি আপনি সঠিক ট্রেড করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন কিন্ত যদি সঠিক না হয় তাহলে আপনি লাভ কি করতে পারবেন। তাই আমি সঠিক ট্রেডিং না শেখা পর্যন্ত ডেমো ট্রেড চালিয়ে যাবো।

TanjirKhandokar1994
2019-03-10, 11:09 PM
ফরেক্স ট্রেডিং এ আমি নতুন। কিছু দিন হলো আমি এখানে কাজ করছি। তবে এই স্বল্প সময়ে আমি যেটুকু বুঝতে পারছি তা হলো ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনার সামান্য একটি ভুল আপনাকে একটি বিরাট লসের দিকে ঠেলে দিতে পারে।আর তাই আমি মনে করি ফরেক্সে রিয়েল ট্রেড করার আগে অন্তত কিছু দিন ডেমো প্রাক্টিস করা উচিত।এবং পাশাপাশি ফরেক্স বিয়ষে দক্ষতা অর্জন করা উচিত। এতে করে আপনি একাউন্ট জিরো করা রোধ করতে পারেন। যদিও আমি ফরেক্স মার্কেট ডেমো একাউন্ট জিরো করে ছিলাম ।আর আমি এখব রিয়েল ট্রেডিং করছি। তবে আমি ভেবে চিন্তা করে ট্রেড করি। আর আমি অবশ্যই চেষ্টা করছি যেন আমার একাউন্ট জিরো না হয়। ধন্যবাদ

bdunity
2019-03-12, 04:14 PM
আমি ফরেক্স মার্কেটে জিবনে 1বার অ্যাকাউন্ট জিরো করেছি। কিন্তু আমি এখন ফরেক্স সম্পর্কে ভালো জানি তাই আর লস ও তেমন হয় না অ্যাকাউন্ট ও জিরো হয় না।

edottc
2019-03-12, 05:19 PM
আমি যখন ফরেক্স এ নতুন ছিলাম তখন কমপক্ষে তিন বার অ্যাকাউন্ট জিরো করেছি। এখন আমি ফরেক্স সম্পর্কে মুটামুটি জ্ঞান অর্জন করেছি আর নিয়ম মেনে ট্রেড করি তাই এখন আর অ্যাকাউন্ট জিরো হয় না ।

Md_MhorroM
2019-06-24, 09:24 PM
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি ফরেক্স মার্কেটে তিনবার অ্যাকাউন্ট জিরো করেছি। প্রথম যখন আমি সদ্য নতুন ফরেক্সে এসেছিলাম তখন মাত্র ১০$ পুজি নিয়ে ট্রেড করেছিলাম এবং এই প্রথম ডিপোজিট জিরো করেছিলাম। তারপর কিছুকাল ট্রেড অফ রেখে আবার দ্বিতীয় ডিপোজিট করেছিলাম। সেটা কিছুদিন টিকলেও শেষমেশ জিরোই করেছিলাম এবং তৃতীয় ডিপোজিট আবার জিরো করে হ্যাট্রিক করেছিলাম।

Panna1989
2019-06-24, 09:25 PM
ফরেক্সে আমি প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।

Mazharul777
2019-06-24, 09:26 PM
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনার সামান্য একটি ভুল আপনাকে বিড়াট লসের দিকে ঠেলে দিবে।তাই ফরেক্সে রিয়েল ট্রেড করার আগে আপনাকে কমপক্ষে ১ বছর ডেমো প্রাক্টিস করতে হবে এবং পাশাপাশি ফরেক্স বিয়ষে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের ফরেক্স বই প্রচুর পড়তে হবে।আমি ফরেক্স মার্কেট ৩ ডেমো একাউন্ট জিরো করে ছিলাম এবং রিয়েল একাউন্ট ১ বার জিরো করেছিলাম।এরপর আমি আর লস খাইনি এবং বর্তমানে আমি লস রিকোভার করার চেষ্টা চালাচ্ছি।

ARIFULISLAM1996
2019-06-24, 11:19 PM
ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। ফরেক্সে আমি সম্পূর্ণ নতুন।নতুন হিসেবে এ বিষয়ে আমার কোন ধারণা নেই কেননা আমি এখনো এই পরিস্থিতির শিকার হইনি।তবে আমার মনে হয় আপনার ব্যালেন্সে যতই ডিপোজিট থাকুক না কেন আপনি যদি ফরেক্স সম্পর্কে না জেনে না বুঝে মনগড়াভাবে ট্রেড করতে থাকেন তাহলে আপনার ব্যালেন্স জিরো হতে খুব একটা বেশি সময় লাগবে না।আপনি যখন মানি ম্যানেজমেন্ট করবেন তখন আপনার মূল ধনের প্রতি লক্ষ্য রেখে অর্থাৎ যে পরিমাণ লস হলে আপনি আপনার বাকি ব্যালেন্স দিয়ে তা পুষিয়ে নিতে পারবেন সে বিষয়ে লক্ষ্য করেই ট্রেড করতে হবে।আমাদের মাঝে চাঁদ এর ব্যালেন্স 0 হয়েছে আমি মনে করি তাদের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেই। মনে রাখবেন ফরেক্স এর প্রফিট করার মূল চাবিকাঠি হচ্ছে মানি ম্যানেজমেন্ট।মান ম্যানেজমেন্ট এবং বাজারের মুভমেন্ট সম্পর্কে আপনি যদি অনভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে এটা নিশ্চিত। কাজেই রফির ধারণায় পড়ে ঝুঁকি নিয়ে অধিক লাভের আশায় ট্রেড করবেন না। মনে রাখবেন লোভ ধ্বংসের মূল।

MdPiashHasan6080892
2019-06-24, 11:27 PM
আমি রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেডিং শুরু করা থেকে এখন পর্যন্ত একবারও অ্যাকাউন্ট জিরো করি নাই। আমি ডেমো অ্যাকাউন্ট এর মাধ্যমে ট্রেডিং প্র্যাকটিস করেছি সেই প্র্যাকটিসের আলোকে রিয়েল একাউন্টে ট্রেডিং করে যাচ্ছি। আমি কখনো অতিরিক্ত রিক্স নিয়ে বেশি লাভের আশায় বেশি বেশি ট্রেড ওপেন করি না।
তাই এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার অ্যাকাউন্ট একবারও শূন্য হয় নাই।

Nikhil_Halder1966
2019-07-11, 11:58 AM
ফরেক্স মার্কেটে আমি এ পর্যন্ত মোট দুইবার আমার একাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলেছি। এই দুই বারই আমার নিজের ভুলে একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে গেছে। প্রথমে আমি যখন ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করি তখন ফরেক্স মার্কেট সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিল না। তাই ট্রেডিং এরঅনেক ভুল হতো। আর এই ভুলের কারণেই আমি অনেক লসে পড়ে যাই এবং আমার অ্যাকাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যায়।

DawnForex
2019-07-11, 12:07 PM
শূন্যতার ব্যাপারে কিছু বলার নাই। কয়েকবারই ব্যালেন্স শূন্য করেছি। তবে কতবার কোন কোন একাউন্ট থেকে করেছি তা সঠিক বলতে পারছি না। তবে ভালের থেকে লস করেছি বেশি।

kohit
2019-07-11, 05:00 PM
অ্যাকাউন্ট শূন্য হওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের নিম্মের এই পদক্ষেপগুলো অনুসরন করা দরকার-

১. ট্রেড হিস্ট্রির পরীক্ষা নিরিক্ষা : মার্জিন কল এর সম্মুক্ষিন হওয়ার পরে, ফরেক্স ট্রেডারকে ফিরে যেতে হবে এবং ভুল কি হয়েছে তা খুঁজে বের করার লক্ষ্যে মার্জিন কলকে পরিচালিত ট্রেডগুলো পুনরুদ্ধার করতে হবে।

২. ভুল থেকে শেখা: ট্রেডারা সমস্যাগুলির ক্ষেত্রগুলি সনাক্ত করতে সক্ষম হলে, সেগুলি থেকে তাদের শেখার জন্য প্রস্তুত থাকতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে সম্পর্কে সজাগ থাকতে হবে।

৩. অনুশীলন অব্যাহত রাখা: আবার শক্ত এবং আত্মবিশ্বাসী হতে, ফরেক্স ট্রেডারকে ভাল অনুশীলন করতে এবং ভাল ট্রেডিং গাইডলাইন থাকতে হবে।

৪. ট্রেডিং প্ল্যান: ফরেক্স ট্রেডার অবশ্যই ট্রেডিং প্ল্যান সেট করতে হবে যা অনুসরণ করা আবশ্যক।

৫. মানি ম্যানেজমেন্টঃ মানি ম্যানেজমেন্ট থাকলে কখনো একটি অ্যাকাউন্ট জিরো হয় না। রিস্ক রেসিও নেমে ট্রেড করতে হবে।

KaziBayzid162
2019-07-11, 09:01 PM
আমিও ফরেক্স মার্কেটে মাত্র 30 ডলার দিয়ে ট্রেডিং শুরু করি।কিন্তু এখন পর্যন্ত আমি একবারও আমার একাউন্ট ব্যালেন্স ০ করিনি বা ০ হয়নি।আর আমি মনে করি ব্যালেন্স জিরো হওয়ার পিছনে অনেক কতগুলো ভুল থাকে এই ভুলগুলো যদি এড়িয়ে চলা সম্ভব হয় তাহলে কখনোই ব্যালেন্স ০ হবে না। অবশ্য তার জন্য আমাদের প্রচুর পরিমাণে ডেমো একাউন্ট ট্রেডিং করতে হবে,ডেমো অ্যাকাউন্টে যে সকল কারনে লস হয়ে থাকে আমরা যদি নিজেদের কে ঐ সকল বিষয়ে সচেতন করে তুলতে পারি এবং রিয়েল একাউন্টে ঐ সকল বিষয়ে সচেতন থেকে ট্রেডিং করি তাহলে আমি মনে করি আমাদের ব্যালেন্স কখনোই ০ হবে না। তাছাড়া আমরা যখন কোন ট্রেড ওপেন করি তখন তা ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস মানি ম্যানেজমেন্ট করে নেই,সেই সাথে সাথে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি তাহলেও আমার ব্যালেন্স জিরো হবে না। ব্যালেন্স ০ করে ফেলাটা কোন গর্ব করার বিষয় না। বরং ০ হয়ে গেলে সবারই খারাপ লাগে।তাই আমার মতে কখনো যদি কারো ব্যালেন্স ০ হয়ে যায় তাহলে সে কারণটা কে খুব ভালো ভাবে বিশ্লেষণ করে, সেই বিষয় নিজেকে সচেতন করে তোলা উচিত যেটা পরবর্তীতে তার একাউন্ট ০ পাওয়ার হাত থেকে তাকে রক্ষা করতে পারে।

MANIK6642
2019-07-12, 02:16 AM
ফরেক্স আমরা প্রথমে ভাবি অনেক সহজ।আসলে আমরা যখন ফরেক্স শুরু করি তখনই বুঝতে পারি ফরেক্স আসলে কি?আমি এ পর্যন্ত একবার আমার একাউন্ট জিরো করে ফেলেছি।আমি প্রথমে না বুঝে লোভে পড়ে ভুল ট্রেড করে একাউন্ট জিরো করে ফেলেছি।এখন আমার লক্ষ্য ফরেক্স এ টিকে থাকা।এজন্য আমি নিয়মিত ডেমো প্র্যাকটিস করে আগে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করছি।

KANIZFATEMA1997
2019-07-12, 08:57 PM
আমি ফরেক্স বিজনেসে নতুন তাই এখনও বেশী ট্রেড করতে পারিনি।যার ফলে ব্যালেন্স কম।তাই একাউন্ট জিরো করিনি।তবে ভালো করার চেষ্টা করছি।বেশী করে এনালাইসিস করছি

Rion
2019-07-20, 12:50 AM
আমি ফরেক্স একাউন্টে ২ বার জিরে করেছি।ফরেক্সে এমন একটা ব্যবসা যেখানে সবাই লাভ করে আবার খুব অল্প সময়ে লসে একাউন্ট জিরো হয়ে যায়।এমান কেন ট্রেডার নেই যে তার ফরেক্স একাউন্ট জিরো হয় নাই। তবে মর্কেট ভালবাবে প্রর্যালচনা করার মাধ্যমে ফরেক্স একাউন্ট জিরোর হাত থেকে বাচাঁনো যায়।ধন্যবাদ

Hridoy6763
2019-08-20, 09:15 AM
আমি এই নিয়ে ৬ বার আমার একাউন্ট জিরো করেছি,আমার একাউন্ট জিরো হওয়ার কারণ হয়ছে বড় বড় লট এ এন্ট্রি নেওয়া এবং স্টপ লস ব্যবহার না করা,ফরেক্স করতে হলে একাউন্ট জিরো হতেই পারে ,তাই সব সময় চেষ্টা করতে হবে এই খানে কিভাবে টিকে থাকা যাবে,আমার মত ভুল না করে ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করুণ একাউন্ট জিরো হবেনা।

souravkumarhazra6763
2019-08-20, 06:34 PM
আমি অনেক বার একাউন্ট জিরো করেছি,তার কোন সঠিক হিসাব নেই,আমার লাভ এর থেকে এই বিজিনেস এ লস এর পরিমাণ বেশি,আর আমি নিজের ভুল এ একাউন্ট জিরো করেছি,কিন্তু আমি মনে করি যদি ভালো দক্ষ হয়ে এবং ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করি,তাহলে একাউন্ট আর শূন্য হবেনা।

BENGALPIASH0007
2019-08-20, 11:50 PM
ফরেক্স মার্কেটে কে কতবার একাউন্ট জিরো করেছে তা আমি জানি না। তবে আমি আমার অ্যাকাউন্ট একবার জিও করেছি। সেটা আমার জন্য খুবই কষ্টে একটা ব্যাপার ছিল। তাই বলে আমি দমে যায়নি আবার নতুন করে পূর্ণ উদ্দীপনা নিয়ে কাজ শুরু করেছি।যে ভুলের কারনে আমার অ্যাকাউন্ট জিরো হয়েছে তা থেকে আমি শিক্ষা অর্জন করেছি যেন ভবিষ্যতে আমার এই ধরনের ভুল না হয়।

MDRIAZ777
2019-08-21, 12:02 AM
ফরেক্স ট্রেডিং একাউন্ট জিরো করার অভিজ্ঞতা প্রত্যেক ট্রেডারের ই কম বেশি রয়েছে অর্থাৎ ভুল ট্রেডিং জটিলতায় অথবা ট্রেড এর প্রতিকূলে মার্কেট মানি ম্যানেজমেন্টকে অতিক্রম করে যাওয়ার ফলে ট্রেডিং একাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার মতো ঘটনা ট্রেডিং জীবনে কমবেশি প্রত্যেকেরই রয়েছে।বিভিন্ন কারণে একজন ট্রেডারের ট্রেডিং একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে ট্রেডিং একাউন্ট জিরো হয়ে যাওয়ার পিছনের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে যে ভুল ট্রেডিং কৌশল, সঠিক মানি ম্যানেজমেন্ট জ্ঞানের স্বল্পতা, মানি ম্যানেজমেন্ট কে উপেক্ষা করে অধিক প্রফিট অর্জনের অভিলাষ প্রভৃতি কারণে অধিকাংশ ট্রেডিং একাউন্ট ব্যালেন্স জিরো হয়েছে।এছাড়াও ট্রেডিং অভিজ্ঞতা এবং দক্ষতা সম্পন্ন ফরেক্স ট্রেডাররা ও অনেক সময় ট্রেডিং একাউন্ট জিরো হয়ে যাওয়ার মতো কঠিন বিপর্যয়ের মধ্যে কমবেশি পড়েছেন যার কারণ অনুসন্ধান করে দেখা গেছে যে হঠাৎ বড় বিশ্ব বাজারে বড় ধরনের দরপতন যা অর্থনীতি বিশেষজ্ঞদের সকল পর্যালোচনা কে উপেক্ষা করে হঠাৎ করে ঘটেছে যার ফলে ঐতিহাসিকভাবে মুদ্রা বাজারে প্রতিকুলতার সৃষ্টি হয়েছে যার ফলশ্রুতিতে ট্রেডারদের হঠাৎ করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

KGF
2019-08-21, 12:10 AM
আমি এ পর্যন্ত দুইবার আমার একাউন্ট যিরো করেছিলাম। আর সেটা ছিল আমি যখনই এখানে প্রথম ট্রেড শুরু করেছিলাম . আমার একাউন্ট যিরো করার জন্য আমি নিজেই দায়ী ছিলাম কারন আমি ভাল ভাবে ডেমো প্রাকটিস করেছিলাম না। এবং মানি ম্যানেজমেন্ট ভাল ভাবি মানি নাই। তাই আমি নতুনদের বলব তারা যেন ডেমো ভালভাবে করে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে।

Hredy
2020-01-22, 11:09 AM
আমি প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।

Rad96
2020-01-22, 11:13 AM
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনার সামান্য একটি ভুল আপনাকে বিড়াট লসের দিকে ঠেলে দিবে।তাই ফরেক্সে রিয়েল ট্রেড করার আগে আপনাকে কমপক্ষে ১ বছর ডেমো প্রাক্টিস করতে হবে এবং পাশাপাশি ফরেক্স বিয়ষে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের ফরেক্স বই প্রচুর পড়তে হবে।আমি ফরেক্স মার্কেট ৩ ডেমো একাউন্ট জিরো করে ছিলাম এবং রিয়েল একাউন্ট ১ বার জিরো করেছিলাম।এরপর আমি আর লস খাইনি এবং বর্তমানে আমি লস রিকোভার করার চেষ্টা চালাচ্ছি।

MdRubelShaikh
2020-01-22, 12:01 PM
আমি ফরেক্স ব্যবসায় সর্বপ্রথম ৫ডলার দিয়ে ট্রেড এ্যান্টি দেওয়া শুুরুু করি এবং আমি দুই দিনে প্রায় ৩ ডলার এর মত লাভ করি।এই লাভ করার কারণে মনে হয় আমার লোভের প্রবনতা বেশি বেড়ে যায়।পরিশেষে বলি এই লোভের কারণে ওই এক বার আমার অ্যাকাউন্ট জিরো হয়ে ছিল।

Shohedulla
2020-01-22, 12:59 PM
আমি একজন নতুন সদস্য। কেবলমাত্র পোস্ট করার শুরু করেছি। এবং এখনো আমি পেমেন্ট পেতে পারি নাই যার অর্থ আমি এখনো আমার থেকে কোনো অর্থ উইথড্র অথবা অ্যাকাউন্ট জিরো করতে পারেনি কারণ আমার অ্যাকাউন্ট আগে থেকেই জিরো হয়ে পড়ে রয়েছে।

Fxxx
2020-01-29, 11:26 PM
ফরেক্স মার্কেট অনেক ঝুকিপূর্ণ ব্যবসা , এখানে অ্যাকাউন্ট জির হওা সাভাবিক । আমি প্রথমবার ২০ ডলার দিয়ে ট্রেড সুরু করসিলাম কিন্ত অ্যাকাউন্ট জির হয়ে গিয়েছিল এবং এই তা একাধিক বার হয়েছে । সুতুরাং আমার মতে প্রথমে ডেমো অ্যাকাউন্ট এ ভাল করে ট্রেড করে তারপর রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করা উচিত ।

PK_SHIKDER
2020-01-30, 10:59 AM
আমি এই ফরেক্স মার্কেটে ২০১৯ সালের অক্টোবর মাসে জয়েন্ট করেছি । আমি ২০১৯ সালের ডিসেম্বর মাসে সর্বপ্রথম ফরেক্স রিয়েল মার্কেটে ফোরামের পোস্টিং বোনাস ডিপোজিট করে ট্রেড ওপেন করি । প্রথম পর্যায়ে আমি ভালোই প্রফিট অর্জন করেছিলাম,,, কিন্তু পরবর্তীতে আমি সেই প্রফিট অর্থ সহ ডিপোজিট করা অর্থের বেশিরভাগ লচের সম্মুখীন হয়,,কিন্তু আমি আমার একাউন্ট জিরো হতে দেয় নাই । এই ছাড়া আমি এখনো পর্যন্ত আমার একাউন্ট জিরো হতে দেয় নাই,,,,, ধন্যবাদ ।

Rion83
2020-01-31, 09:49 PM
ফরেক্স ফরোমে আমি গত ১৪ মাস যাবত কাজ করি এই পর্যন্ত আমি ২টি একাউন্ট জিরো করছি এবং একটি একাউন্ট সমান সমান অছে এই একাউন্টে লাভ ও নাই লস ও নাই ।

fxarif
2020-01-31, 10:36 PM
৫০ ডলারের একটা রিয়েল একাউন্ট আর ৬/৭ টা বোনাস একাউন্ট জিরো করছি

rakib.r
2020-02-01, 05:57 PM
আমার এখনো একাউন্ট জিরো হয়নি, তবে আমি অনেক লস করেছি। গত সপ্তাহে আমি ১৩ ডলারের মত লস করেছি আবার এ সপ্তাহে আমি মুটামুটি ১৫ ডলার লসে আছি দেখাচ্ছে। আমি মনে করি আমার একাউন্ট খুব জলদি জিরো হয়ে যাবে। লস রিকভারিটা হলো খুব খারাপ লাগার একটা বিষয় । লস রিকভার করাটা যে কতটা কষ্টের তা আসলে যে করে সে ই বুঝতে পারে। আমার তো একটা রিকভার হতে না হতেই অন্তুন করে আরো একটা এড হয়ে গেলো

KGF3010
2020-04-21, 05:19 PM
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো করা ভালো কথা না । কিন্তু জিরো হয়ে গেলেতো আর কিছু করার থাকে না । আমি অনেকবার আমার একাউন্ট জিরো বানিয়েছি । কিন্তু তবুও আমি ফরেক্স মার্কেটে কাজ করে যেতে যায় । তাই আমি এখন ফোরম পোষ্টে কাজ করছি । আবার যখন ফোরম পোষ্ট থেকে ডলার পেয়ে ট্রেড করা শুরু করবো তখন দেখা যাবে যে আবার আমার একাউন্ট জিরো হয় কিনা । আশা করি আর একাউন্ট জিরো হবে না । যদি হয় তবে আবার শুরু করবো ও প্রোফিট করার আশায় থাকবো । এখন আমি ট্রেড করা শিখছি , তাই মনে হয় আর একাউন্ট জিরো হবে না ।

KF84
2020-04-22, 01:44 AM
এখন পর্যন্ত অনেকবার মার্জিন কল পেয়েছি । ফরেক্স মার্কেট এমন এক ধরনের মার্কেট যেখানে সামান্য ভুলের কারনে অধিক ক্ষতি হয়ে যায় । সর্বশেষ যেদিন আমার ব্যালান্স জিরো হয় সেদিন মাত্র একটা ভুল ট্রেড ওপেন করেছিলাম যার কারনে আমার সব ব্যালান্স শেষ হয়ে গিয়েছিলো । তাই ব্যালান্স জিরো করতে না চাইলে অবশ্যই একটি বিষয়ে খেয়াল রাখতে হবে তা হল বেশি লোভ করা যাবে না এবং একই ভুল বার বার নয় ।

amreta
2020-04-22, 09:35 AM
আপনি ফরেক্সের রিয়াল মার্কেটে এসে কত বার আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করেছেন সেই গল্প আমরা জানতে চাই সর্বপ্রথম আমি যে ৩০ ডলার দিয়ে ট্রেড শূরু করেছিলাম এক সময় আমার সেই ৩০ ডলার সম্পূন্য ভাবে জিরো হয়ে গিয়েছিল।

প্রিয় সদস্য মুঝে জব বিন মিন আপন বোনাস হাসিল কর্তা হুন তু হার বার আপনার অ্যাকাউন্টটি সংরক্ষিত হয়েছে, আমাদের আপনার তুম সম্পর্কে আমাদের জানান, রমতা হুন একটি সময়োচিত বন্দী সিও 2 মেইন একস ব্যান খানিশের বিদেশী বিনিময় ফর্ম এক দিন মৈন বহুত আঠা ব্যবসায়ী বান সক্তা

Channo111
2020-04-22, 11:11 AM
ফরেক্স মার্কেট মার্কেট এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনার সামান্যতম ভুল আপনাকে একটি বড় ক্ষতির দিকে নিয়ে যাবে। সুতরাং আপনাকে ফরেক্স বাজারে প্রকৃত ট্রেডিং করার আগে ন্যূনতম তিন বছরের ডেমো হিসাবে অনুশীলন করতে হবে, পাশাপাশি ফরেক্স মার্কেটে দক্ষতার সুবিধা অর্জনের জন্য বিভিন্ন ফরেক্স মার্কেট বই পরীক্ষা করতে হবে। আমি ডেমো অ্যাকাউন্টটি শূন্য করেছি এবং আসল অ্যাকাউন্টটি পাঁচবার শূন্য করেছি। তারপর আমি আর গ্রাস করিনি। আমরা ক্ষতিটি পুনরুদ্ধার করতে চাইছি।

uzzal05
2020-04-22, 11:26 AM
আমি রিয়েল একাউন্ট কতবার জিরো করেছি তা কেনা হিসেব নেই। কারন আমি অনেক একাউন্ট করেছি শুধু লস খাওয়ার কারনে। বড় ধরনে লস হয়ে গেলে তারপর সেই লস রিকভার করা অনেক কস্টকর। তাই বাধ্য হয়ে নতুন একাউন্ট করে কাজ করতে হয়েছে।

Kane
2020-04-22, 05:35 PM
ফোরেক্স মার্কেটে আমি প্রায় ৩+ বছর
ধরে আছি এবং আমি এই পর্যন্ট প্রায় ২০+
অ্যাকাউন্ট ০ করেছি। আসলে আমার
বিষয়টা ছিলো মজার, আমি প্রথমে ১মানে
২টি করে ্র পর ২মাসে ১টি করে এবং এখন
১টি অ্যাকাউন্ট জিরো করা অনেক কঠিন
হয়ে পড়েছে।

Suriya Sultana Hira
2020-04-22, 05:44 PM
আমি এই ফরেক্স ট্রেডিং মার্কেটে সর্বমোট দুই বার আমার একাউন্ট জিরো করেছি । তবে আমি আমার একাউন্ট জিরো হওয়ার মাধ্যমে ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি এবং আশা করি আগামীতে চেষ্টা করবো একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করতে এবং ভালো করার চেষ্টা করতে,,,, ধন্যবাদ ।

DEARMUM100
2020-04-22, 06:04 PM
আমি ফরেক্সের নতুন সদস্য। এবছরের মার্চ মাসের দিকে আমি জয়েন করছি ফরেক্সে।এখন পর্যন্ত কোনো প্রকার ট্রেড করে উঠতে পারিনি তাই একাউন্ট জিরো করার প্রশ্নই আসেনা।তবে ট্রেড করার ইচ্ছা আছে

smbiplob
2020-04-30, 07:55 PM
আমি অনেকবার আমার একাউন্ট জিরো বানিয়েছি কিন্তু তবুও আমি ফরেক্স মার্কেটে কাজ করে যেতে যায় তাই আমি এখন ফোরম পোষ্টে কাজ করছি আবার যখন ফোরম পোষ্ট থেকে ডলার পেয়ে ট্রেড করা শুরু করবো তখন দেখা যাবে যে আবার আমার একাউন্ট জিরো হয় কিনা আপনি ট্রেডিং এ ঠিক কোথায় কোথায় ভুল করছেন তা নোট করতে হবে তাহলে আসতে আসতে আপনার ভুল করার প্রবনতা কোমে যাবে আপনার ট্রডিং স্কিল ডেভোলোপমেন্ট করতে হবে লোভ থেকে দুরে থাকতে হবে ।

Mas26
2020-04-30, 08:40 PM
কে কত বার করেছে জানি না আমি এই পর্যন্ত পনের বিশ বার একাউন্ট জিরো করেছি। তবে আমি একাউন্ট জিরো করেছি ম্যক্সিমাম যখন আমি ফরেক্স সম্পর্কে বেশি কিছুই জানতাম না। তবে আমি ঠিক ভাবে শিখার পরে তেমন একটা একাউন্ট জিরো করিনি।

Rokibul7
2020-04-30, 08:53 PM
ভাই আমি আমার অ্যাকাউন্ট তিনবার জিরো করে ফেলছি প্রথমবার না বুঝেই জিরো হয়ে গেছে দ্বিতীয়বার লোড করতে যে শূন্য হয়ে গেছে এবং তৃতীয় বার জিরো হওয়ার কারণ হচ্ছে ডিপোজিট কম থাকায় তবে দ্বিতীয়বার যে লোভ করতে যে যেভাবে অ্যাকাউন্ট জিরো করে ফেলছি তার মাধ্যমে আমি কিছু শিখতে পেরেছি যেমন না বুঝে সুজগের অপেক্ষা না থেকে বেশি লটে টেড ওপেন করে । তাই অবশেষে বলব এবার আমার নতুন কোন অভিজ্ঞতার সমুখে এবারে বোনাস দিয়ে ট্রেড ওপেন করব আমার রিয়েল ডিপোজিট নি আমি ফোরামের বোনাস দিয়ে ট্রেড ওপেন করি।গতমাসে আমি ৫০ডলার বোনাস নিয়ে এক দিনও টিকতে পারি নি

sofiz
2020-04-30, 09:29 PM
আমি ফরেক্স মার্কেট এক বছর যাবত কাজ করছি ,এ পর্যন্ত ফরেক্স মার্কেট এ আমি অনেক লস করেছি কেন লস করেছি তার কারনটা হচ্ছে লোভ যে বেক্তি ফরেক্স এ লোভ সামলাতে পারেনা সে কখনও ফরেক্স মার্কেটে টিকে তাকতে পারেনা,অতএব ফরেক্স মার্কেটে টিকে তাকতে হলে নিজের লোবটাকে সামলাতে হবে,সব চাইতে বড় কথা হচ্ছে ফরেক্স মার্কেটে প্রথম প্রথম সবাই লস করে তাকে আর যদি লস না করে তাহলে ফরেক্স মার্কেটে সম্পর্কে কার কোন ধারনা হয়না।

Fxhuman
2020-04-30, 09:59 PM
আমি এ পযর্ন্ত দুই তিনটি একাউন্ট জিরো করেছি । তবে এখন আর একাউন্ট জিরো হয় না । কারন এখন আর এত বেশি রিস্ক নেই না । আমার ডিপোজিটের পর যতটুকু লাভ থাকে ততটুকু রিস্ক নেই । বেশিরভাগ সময়ই ব্রেক ইভেনে থাকি ।

Dibakar Biswas
2020-04-30, 11:14 PM
এই সৌভাগ্যটা এখনো হয়নি । তবে আমি চেষ্ট করছি যাতে আমার একাউন্ট কখনোই জিরো না হয়। আর তার জন্য আমি প্রচুর পরিমানে পড়াশুনা করি ।

Lubna1212
2020-05-24, 06:59 PM
ফরেক্স শোকেসটি যেখানে আপনার সামান্য স্লিপ আপ আপনাকে প্রচুর দুর্ভাগ্যের দিকে ঠেলে দেবে। সুতরাং আপনি জেনুইন বৈদেশিক মুদ্রার বিনিময় করার আগে আপনাকে যে কোনও ইভেন্টে 1 বছরের জন্য ডেমো রিহার্সেল করতে হবে এবং তদ্বিপরীতভাবে বৈদেশিক মুদ্রার বৈশিষ্ট্য বাছাই করতে বিভিন্ন ধরণের ফরেক্স বই পড়তে হবে। আমি ফরেক্স বিজ্ঞাপন হিসাবে আমি 3 টি ডেমো অ্যাকাউন্টে ফোকাস করেছিলাম এবং 1 বার জেনুইন রেকর্ডকে কেন্দ্র করেছিলাম। আমরা দুর্ভাগ্য পুনরুদ্ধার করার চেষ্টা করছি।

IFXmehedi
2020-05-28, 01:44 AM
আপনি ফরেক্সের রিয়াল মার্কেটে এসে কত বার আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করেছেন সেই গল্প আমরা জানতে চাই সর্বপ্রথম আমি যে ৩০ ডলার দিয়ে ট্রেড শূরু করেছিলাম এক সময় আমার সেই ৩০ ডলার সম্পূন্য ভাবে জিরো হয়ে গিয়েছিল।

আমি এখন পর্যন্ত কতবার যে অ্যাকাউন্ট শূন্য করেছি তার কোন হিসেব নাই । এখনও ডলারের অভাবে ট্রেড করতে পারছি না । আসলে যতই ভাবি একটু ঠাণ্ডা মাথায় আবেগ নিয়ন্ত্রণ করে ট্রেড করব কিন্তু সেই আবেগই নিয়ন্ত্রণ না করতে পেরে বার বার অ্যাকাউন্ট শূন্য করে ফেলি । তবে এবার যত কষ্টই হোক না কেন একেবারে কঠোরভাবে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করব ।

muslima
2020-08-03, 02:51 PM
আমি একজন নতুন ট্রেডার হিসেবে যখন ফরেক্স মার্কেটে এসেছি এখন আমার কাছে মনে হয়েছিল এখানে টাকা দিয়ে ব্যবসা করতে হয় কোন পণ্য দিয়ে নয় । সেহেতু আমরা লস করতেই পারি । তবে মনে রাখতে হবে যে একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাক্তিও তার ভুলের কারণে লস করতে পারে । একথা ঠিক যে অ্যাকাউন্ট জিরো হলে রিয়েল ট্রেডে অনেক অভিজ্ঞতা বাড়ে । তবে ফরেক্স বন্ধুরা দয়াকরে তোমরা তোমাদের ফরেক্স অ্যাকাউন্ট জিরো করো না। কারন অ্যাকাউন্ট জিরো হলে অনেক কষ্ট হয় ।

Starship
2020-08-05, 04:34 AM
একাউন্ট জিরো হয়নি এমন ট্রেডার খুব কমই পাবেন। অল্প এমাউন্ট নিয়ে ট্রেড করলে একাউন্ট জিরো হবার সম্ভাবণা বেশী থাকে। তাছাড়া অনুমান করে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবণা থাকে। আমি ৬৪ ডলার দিয়ে ট্রেড শুরু করি। এখন পর্যন্ত নিয়ম মেনে ট্রেড করেছি তাই একাউন্ট জিরো হয়নি।
সবচেয়ে বড় যে কারনে একাউন্ট জিরো হয় তা হলো বড় লটে এনালাইসিস ব্যতিত ট্রেড করলে এবং ট্রেড সেট করার সময় স্টপ লস না সেট করলে একাউন্ট জিরো হয়।

Joyhawladar1990
2020-08-05, 08:03 AM
আমি ফরেক্স ট্রেডিং এ নতুন জইন করেছি,তাই একাউন্ট জিরো করার অভিজ্ঞতা আমার নেই,কিন্তু আমি ডেমো তে অনেক দিন ধরে অনুশীলন করছি,ডেমো তে আমি সিরিয়াস ভাবে নিয়েছি রিয়েল একাউন্ট এর মতোই,আমি স্টপ লস ব্যবহার করে থাকি,তাই একাউন্ট জিরো এখনো হয়নি এবং হবেনা আশা করি।

Shole33
2020-08-05, 09:25 AM
আপনি কতবার অ্যাকাউন্ট জিরো করেছেন।
ফরেক্স ট্রেডিং যেহেতু কোন স্বল্প পরিসরের কোন কাজ নয়। তাই তাই এখানে ট্রেডিং করতে হলে একটি। নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে হয়। আর একাউন্ট জিরো হতে হলে প্রথমে ট্রেডিং এ মন্তব্য করেন কিছু বোনাস ডলার আন করতে হবে এবং পরে সেই ডলার ট্রেডিং করে লাভ বা লস এর মাধ্যমে অ্যাকাউন্ট জিরো করতে হবে।

Smd
2020-08-05, 09:39 AM
আমি এই নিয়ে ২ বার একাউন্ট জিরো করেছি। মানি ম্যানেজমেন্ট না বুঝেই ট্রেড নিয়ে ধরা খাইছি।

mahmudfx84
2020-08-05, 12:18 PM
আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তাদের সবারই ব্যালেন্স জিরো হওয়ার ইতিহাস আছে। তবে আমিও যেহেতু প্রায় ১০বছর ফরেক্সে জড়িত , আমার ও অসংখ্যবার ব্যালেন্স জিরো হয়েছে। এটা যেমন হিসাব রাখিনি, তেমনি বলাও সম্ভব নয় ধারণা করে। মাঝে কিছু দিন হিসাব রাখলেও লস বেশী বেশী মনে হতো তাই আর হিসাব রাখিনা। তবে এটা আমার কাছে সহজ উত্তর দেওয়া যে, কতবার ব্যালেন্স জিরো হয়নি তার হিসাবটা। সেটা হলো- বর্তমান ব্যালেন্স ছাড়া ইতিপূর্বের সকল ব্যালেন্স জিরো হয়েছে। ধন্যবাদ।

jimislam
2020-08-07, 12:12 PM
আরে আমিতো অনেক বার অ্যাকাউন্ট জিরো করেছি । কারন আমিতো ভীতু ফরেক্স ট্রেডার নই । আমি জানি যে অ্যাকাউন্ট জিরো হলে কতো কষ্ট হয় । একথা ঠিক যে অ্যাকাউন্ট জিরো হলে রিয়েল ট্রেডে অনেক অভিজ্ঞতা বাড়ে । সর্বশেষ যেদিন আমার ব্যালান্স জিরো হয় সেদিন মাত্র একটা ট্রেড ভুল ট্রেড ওপেন করেছিলাম যার কারনে আমার সব ব্যালান্স শেষ হয়ে গিয়েছিলো।তাই ব্যালান্স জিরো করতে না চাইলে অবশ্যই ভুল ট্রেড ওপেন করা যাবে না।

samun
2020-08-07, 01:56 PM
আমি অনেক বার একাউন্ট শূন্য করেছি। কিন্তু শূন্য করে অমর লাভও হয়েছে। একাউন্ট শূন্য করার পর আমি খুজে বের করতে পেরেছি আমার ভুলগুলো। যা পরবর্তীতে আমাকে ভালো একটি প্লাটফর্ম দিয়েছে। তবে ফরেক্স হল সমুদ্রের মত। ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে আরো অনেক সময় লাগবে।

Smd
2020-08-07, 02:07 PM
আমি ফরেক্স ২ বার একাউন্ট ব্যালেন্স জিরো করেছি এর থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিনগুলোতে আরো ভালো করার চেষ্টা করবো। কারন আমাদের ইনভেস্টমেন্ট ব্যালেন্স কম থাকায় এই ধরনের সমস্যাই পড়তে হই। খুব বেশি সময় মার্কেটে টিকে থাকা যায় না।

Rubel115878
2020-08-07, 05:47 PM
আমার ফরেক্স ট্রেডিং ব্যবসাতে অ্যাকাউন্ট একবার জিরো হয়েছে। আর দুইবার অনেক পরিমানে লস করেছি। তবে এখুনো ফরেক্স ট্রেডিং ব্যবসা ছাড়িনি। যেভাবেই হোক না কেন ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আমাকে সফল হতেই হবে।

jimislam
2020-08-08, 09:30 AM
একাউন্ট জিরো করা ইটা প্রত্যেক নতুন ট্রেডেরই হয়ে থাকে। আমার হয়েছে। সম্ভবত মোট তিনবার। তবে আশার কথা যে প্রত্যেকবারই এমাউন্ট কম ছিল। আর কখনো কখনো ব্রোকারের নীতির কারণে ধরা খেয়েছি। তবে আমি জিরো করিনি। আমার ছোট ভাই জিরো করে ফেলেছে। ৩য় বার আবার ডিপোজিট করি। কিছুদিন করার পর আমি নিজেই সেই অ্যাকাউন্টও জিরো করে ফেলি। ৪র্থ বার আবার ডিপোজিট করি এবং সফলতা পাই।

jimislam
2020-08-08, 10:47 AM
আমি মনে করি না যে একাউন্ট জিরো করাতে আমাদের কোন ধরনের লাভবান হতে পারব । বরং আমি মনে করি যে ফরেক্স মার্কেটে একাউন্ট দীর্ঘ একটা সময়ের জন্য ধরে রাখাটাই হল একটা বিরাট চ্যালেন্জ । আমি ফরেক্স মার্কেট ৩ ডেমো একাউন্ট জিরো করে ছিলাম এবং রিয়েল একাউন্ট ১ বার জিরো করেছিলাম।এরপর আমি আর লস খাইনি এবং বর্তমানে আমি লস রিকোভার করার চেষ্টা চালাচ্ছি।

jimislam
2020-08-08, 11:02 AM
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো করা ভালো কথা না । কিন্তু জিরো হয়ে গেলেতো আর কিছু করার থাকে না । আমি অনেকবার আমার একাউন্ট জিরো বানিয়েছি । কিন্তু তবুও আমি ফরেক্স মার্কেটে কাজ করে যেতে যায় । তাই আমি এখন ফোরম পোষ্টে কাজ করছি । তবে এটা আমার কাছে সহজ উত্তর দেওয়া যে, কতবার ব্যালেন্স জিরো হয়নি তার হিসাবটা। সেটা হলো- বর্তমান ব্যালেন্স ছাড়া ইতিপূর্বের সকল ব্যালেন্স জিরো হয়েছে। ধন্যবাদ।

konok
2020-08-08, 06:48 PM
ফরেক্স মার্কেটে আসলে এ্যকাউন্ট জিরো না করলে ট্রেডিং শেখা যায় না । মার্কেটে আমি এই পযর্ন্ত আমার ৫টি একাউন্ট জিরো করেছি । আরও দুইটি একাউন্ট এখন জিরো হওয়ার পথে আছে । যে ভুলের কারনে আমার অ্যাকাউন্ট জিরো হয়েছে তা থেকে আমি শিক্ষা অর্জন করেছি যেন ভবিষ্যতে আমার এই ধরনের ভুল না হয়।

NEWVISION2020
2020-08-08, 07:16 PM
আপনাদের মত আমিও এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এবং সেটাও একবার নয় পরপর দুইবার অর্থাৎ এখন পর্যন্ত আমি সর্বমোট দুইবার অ্যাকাউন্ট জিরো করার অভিজ্ঞতা অর্জন করেছি। তবে আমি খুব ভাল করে জানি এটা গল্প করার মত কোন বিষয় না কিন্তু এর থেকে শিক্ষা নিতে পারলে ভবিষ্যতে খুব ভালো কিছু অর্জন করা সম্ভব। কেননা এর থেকে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে সঠিক অ্যানালাইসিস ছাড়া এবং মানি ম্যানেজমেন্ট এর বাইরে গিয়ে ট্রেড করাটা খুবই বিপদজনক কারণ শুধুমাত্র এই দুটি কারণেই আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গিয়েছে।তাই এখন চেষ্টা করি সব সময় সঠিকভাবে মার্কেট এনালাইসিস করার পাশাপাশি ট্রেন্ডের সাথে মিল রেখে ট্রেড করার এবং অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড ওপেন করার।

Sid
2020-08-22, 06:25 PM
আমি এ পর্যন্ত একবার আমার একাউন্ট যিরো করেছিলাম . আর সেটা ছিল আমি যখনই এখানে প্রথম ট্রেড শুরু করেছিলাম . আমার একাউন্ট যিরো করার জন্য আমি নিজেই দায়ী ছিলাম কারন আমি ভাল ভাবে ডেমো প্রাকটিস করেছিলাম না। এবং মানি ম্যানেজমেন্ট ভাল ভাবি মানি নাই। তাই আমি নতুনদের বলব তারা যেন ডেমো ভালভাবে করে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে।

Soh1952
2020-08-22, 10:23 PM
আমিতো অনেক বার অ্যাকাউন্ট জিরো করেছি । কারন আমিতো ভীতু ফরেক্স ট্রেডার নই । আমি জানি যে অ্যাকাউন্ট জিরো হলে কতো কষ্ট হয় । একথা ঠিক যে অ্যাকাউন্ট জিরো হলে রিয়েল ট্রেডে অনেক অভিজ্ঞতা বাড়ে । তাই আমি নতুনদের বলব তারা যেন ডেমো ভালভাবে করে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে।

Fahmida1
2020-08-22, 10:33 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন যোগদান করেছি। আমি প্রথমে ডেমো অ্যাকাউন্ট এ কাজ শুরু করেছি। এখনো রিয়েল এ্যাকাউন্টে যেতে পারিনি। সুতরাং কে কতবার একাউন্ট জিরো করেছেন এ বিষয়ে আমিও জানতে চাই। এতে করে এই বিষয়গুলোর প্রতি আমি নজর রাখব যাতে করে আমার অ্যাকাউন্ট জিরো না হয়।

milu
2020-08-22, 10:51 PM
আমি আমার ফরেক্সের অ্যাকাউন্ট এই প্রর্যন্ত দুইবার জিরো করে ফেলেছি আর এটি সেই সময় হয়েছিল যখন আমি ফরেক্সে একেবারে নতুন ট্রেড করতে শুরু করি। আমি প্রথমে ২০ ডলার ডিপোর্জিট করে ফরেক্সে ট্রেড করা শুরু করি আর সেই সময় আমার অ্যানালাইসিস জ্ঞান এবং মানিম্যানেজমেন্ট জ্ঞান একেবারেই কম ছিল যার কারনে আমি পর পর দুই বার আমার ফরেক্সের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলেছিলাম।

FREEDOM
2020-08-22, 11:15 PM
আমি আমার ফরেক্সের অ্যাকাউন্ট এই প্রর্যন্ত দুইবার জিরো করে ফেলেছি আর এটি সেই সময় হয়েছিল যখন আমি ফরেক্সে একেবারে নতুন ট্রেড করতে শুরু করি। আমি প্রথমে ২০ ডলার ডিপোর্জিট করে ফরেক্সে ট্রেড করা শুরু করি আর সেই সময় আমার অ্যানালাইসিস জ্ঞান এবং মানিম্যানেজমেন্ট জ্ঞান একেবারেই কম ছিল যার কারনে আমি পর পর দুই বার আমার ফরেক্সের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলেছিলাম তবে এখন আর সেই ধরনের সমস্যায় আমাকে পরতে হয় না।

Sakib42
2020-08-23, 02:02 AM
আপনি ফরেক্সের রিয়াল মার্কেটে এসে কত বার আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করেছেন সেই গল্প আমরা জানতে চাই সর্বপ্রথম আমি যে ৩০ ডলার দিয়ে ট্রেড শূরু করেছিলাম এক সময় আমার সেই ৩০ ডলার সম্পূন্য ভাবে জিরো হয়ে গিয়েছিল।

জিরো হওয়াটা স্বাভাবিক আপনি একজন যতই সফল ট্রেডার হোন না কেন আপনাকে একটি না একটি সময়ে মার্জিন কল মানে জিরো আওয়ার সম্মুখীন হতে হবে সেটা আজকে হোক কিংবা পরে হোক আপনার সাথে এটি ঘটবে আমিও আমার ফরেক্স ট্রেডিং লাইফে অনেকবার ব্যালেন্স 0 করেছি এবং আমার মতে সকল ক্ষেত্রেই ব্যালেন্স 0 করেছে তাই আমার মনে হয় না কেউ এটি মনে রেখেছে যে সে কতবার ব্যালেন্স 0 করেছে ভবিষ্যতে যতদিন যাবে ট্রেডিং এর সাথে ব্যালেন্স এমন শুনলো এবং প্রফিট এর মধ্যেই থাকবে আমি আজ পর্যন্ত যত ডলার আয় করেছি বোনাস হিসাবে বর্তমানে তার কিছুই আমার নেই কারণ ট্রেডিং করে আমি সব হারিয়েছি লাস্ট মাসের বোনাস

zakia
2020-08-23, 10:35 PM
ফরেক্স মার্কেট অনেক ঝুকিপূর্ণ ব্যবসা , এখানে অ্যাকাউন্ট জির হওা সাভাবিক । আমি প্রথমবার ২০ ডলার দিয়ে ট্রেড সুরু করসিলাম কিন্ত অ্যাকাউন্ট জির হয়ে গিয়েছিল এবং এই তা একাধিক বার হয়েছে । সুতুরাং আমার মতে প্রথমে ডেমো অ্যাকাউন্ট এ ভাল করে ট্রেড করে তারপর রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করা উচিত । প্রথম যখন আমি সদ্য নতুন ফরেক্সে এসেছিলাম তখন মাত্র ১০$ পুজি নিয়ে ট্রেড করেছিলাম এবং এই প্রথম ডিপোজিট জিরো করেছিলাম। তারপর কিছুকাল ট্রেড অফ রেখে আবার দ্বিতীয় ডিপোজিট করেছিলাম। সেটা কিছুদিন টিকলেও শেষমেশ জিরোই করেছিলাম এবং তৃতীয় ডিপোজিট আবার জিরো করে হ্যাট্রিক করেছিলাম।

IslamMdMerajul
2020-08-23, 11:05 PM
আমি ফরেক্সে একজন নতুন ট্রেডার হিসেবে এখনো ট্রেড শুরু করি নাই। আর ব্যালেন্স জিরো করার অভিজ্ঞতা আমার নাই। তবে আগামী দিনে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালভাবে বুঝে ফরেক্স ট্রেড শুরু করব। যথাসম্ভব চেষ্টা করব ট্রেড করার সময় ব্যালেন্স যাতে জিরো না হয় সেদিকে খেয়াল রেখে ট্রেড করে থাকবো ফরেক্সে।

zakia
2020-08-25, 03:58 PM
ফরেক্স আমরা প্রথমে ভাবি অনেক সহজ।আসলে আমরা যখন ফরেক্স শুরু করি তখনই বুঝতে পারি ফরেক্স আসলে কি?আমি এ পর্যন্ত একবার আমার একাউন্ট জিরো করে ফেলেছি।আমি প্রথমে না বুঝে লোভে পড়ে ভুল ট্রেড করে একাউন্ট জিরো করে ফেলেছি।এখন আমার লক্ষ্য ফরেক্স এ টিকে থাকা।এজন্য আমি নিয়মিত ডেমো প্র্যাকটিস করে আগে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করছি। আমি ফরেক্স ব্যবসায় সর্বপ্রথম ৫ডলার দিয়ে ট্রেড এ্যান্টি দেওয়া শুুরুু করি এবং আমি দুই দিনে প্রায় ৩ ডলার এর মত লাভ করি।এই লাভ করার কারণে মনে হয় আমার লোভের প্রবনতা বেশি বেড়ে যায়।পরিশেষে বলি এই লোভের কারণে ওই এক বার আমার অ্যাকাউন্ট জিরো হয়ে ছিল।

FRK75
2020-10-26, 07:08 PM
ফরেক্সে ট্রেডিং করে টিকে থাকা একজন দক্ষ ট্রেডার ছাড়া অন্য কোন নতুন ট্রেডার দ্বারা সেটা খুবিই অসম্ভাব তাই আমি বলবো আমিও নতুন প্রায় এ পূর্যন্ত আমি ফরেক্সে টিকে আছি আমার একাউন্ট এখনো জিরোর দিকে গিয়ে ছিলো প্রায় এখন বর্তমান প্রোফিট নিয়ে টিকে আছি ।

sss21
2020-10-26, 08:01 PM
আমি ফরেক্স মার্কেটের ডেমো একাউন্ট করে প্রথম প্রথম বেশ অনেক বার একাউন্ট শূন্য করেছি।ফরেক্স আসলেই একটি কঠিন ব্যবসা দক্ষতা ছাড়া যেই ট্রেড করতে যাবে তাহলে তার একাউন্ট বার বার শূন্য হয়ে যাবে।

FRK75
2021-07-16, 11:57 AM
ফরেক্স মার্কেট অনেক ঝুকিপূর্ণ ব্যবসা , এখানে অ্যাকাউন্ট জির হওা সাভাবিক । আমি প্রথমবার ২০ ডলার দিয়ে ট্রেড সুরু করসিলাম কিন্ত অ্যাকাউন্ট জির হয়ে গিয়েছিল এবং এই তা একাধিক বার হয়েছে । সুতুরাং আমার মতে প্রথমে ডেমো অ্যাকাউন্ট এ ভাল করে ট্রেড করে তারপর রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করা উচিত ।

Devdas
2021-07-16, 01:14 PM
ফরেক্সে আমি প্রথম বার এ অনেক লস করেছিলাম। তারপর ২য় বার এর মত আয় করি। আবার ৩য় বার এ আমি লস করি। এতে আমার অনেকটা বিরক্ত ও অনেকটা খারাপ লাগার কারনে আমি নিজেকে অনেকটা নিয়ন্ত্রন করে আবার রিল্যাক্স এ পুনরায় ফরেক্স করা শুরু করি। এখন আমি অনেক সাবধানতার সাথে ফরেক্স করে ফরেক্স থেকে আয় করি এবং ফরেক্স এ টিকে আছি। আমি ফরেক্স এ এই পযর্ন্ত ৩ বার এ লস করেছি।

EmonFX
2021-07-18, 12:07 PM
আপনি ফরেক্সের রিয়াল মার্কেটে এসে কত বার আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করেছেন সেই গল্প আমরা জানতে চাই সর্বপ্রথম আমি যে ৩০ ডলার দিয়ে ট্রেড শূরু করেছিলাম এক সময় আমার সেই ৩০ ডলার সম্পূন্য ভাবে জিরো হয়ে গিয়েছিল।

আমার এখন পর্যন্ত ফরেক্স মার্কেটে কয়েকবার একাউন্ট জিরো করার অভিজ্ঞতা আছে। আমি সর্বপ্রথম ২৯৫ বোনাস ডলার নিয়ে ফরেক্স জার্নি শুরু করি। সেটা থেকে ১৫০ ডলার এর মত প্রফিট করার পরে দুর্ভাগ্যবশত ব্যালেন্স জিরো হয়ে যায়। এই অভিজ্ঞতা বড়ই কষ্টকর এবং বেদনাদায়ক। যার ব্যালেন্স জিরো করার অভিজ্ঞতা নেই সে কখনোই এর কষ্ট রিয়েলাইজ করতে পারবে না। তবে আমার মনে হয় এমন কোন ট্রেডার নেই যে কখনোই ব্যালেন্স জিরো করেনি। ফরেক্স মার্কেটে এমন ট্রেডার খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। সবারই কমবেশি এমন তিক্ত অভিজ্ঞতা আছে। তবে আমি আমার ব্যালেন্স করার মূল কারণ হিসেবে দেখছি অতিরিক্ত প্রফিট করার আশা এবং অধৈর্যতা। এগুলোই আমার ধ্বংসের মূল কারণ। অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা যে ফরেক্স মার্কেটে লস করার বড় কারন তার সবচেয়ে বড় উদাহরন আমি নিজেই। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছি। আশা করছি এসব ভুল থেকেই খুব শীঘ্রই বের হয়ে আসতে পারবো এবং প্রফিট করতে পারব।

Devdas
2021-07-21, 10:10 AM
আমি ফরেক্স এ অনেক বার একাউন্ট জিরো করেছিলাম। ফরেক্স এ একটি প্রবাদ আছে যে লস না হলে ফরেক্স এ বস হওয়া যায় না। সত্যি কথাটি। আমি ফরেক্স এ অনেক বার লস করার পর আমার মতে একটি জোর জলে আছে যে আমি এরপর লাভ করবই লস দিব না। তারপর সত্যিই আমি লাভ ও সাফলতা অর্জন করেছি। আমি এই পযর্ন্ত মোট ৪ বার লস বা একাউন্ট জিরো করেছিলাম। তারপর্ থেকে আমি আর লস দিই না বরং লাভ করি এবং ধৈর্য্য ধরে একটু একটু করে প্রফিট করার চেষ্টা করি।

FRK75
2022-01-27, 09:30 AM
শূন্যতার ব্যাপারে কিছু বলার নাই। কয়েকবারই ব্যালেন্স শূন্য করেছি। তবে কতবার কোন কোন একাউন্ট থেকে করেছি তা সঠিক বলতে পারছি না। তবে ভালের থেকে লস করেছি বেশি।

samun
2022-03-16, 10:58 PM
ফরেক্স মার্কেট এক বছর যাবত কাজ করছি ,এ পর্যন্ত ফরেক্স মার্কেট এ আমি অনেক লস করেছি কেন লস করেছি তার কারনটা হচ্ছে লোভ যে বেক্তি ফরেক্স এ লোভ সামলাতে পারেনা সে কখনও ফরেক্স মার্কেটে টিকে তাকতে পারেনা,অতএব ফরেক্স মার্কেটে টিকে তাকতে হলে নিজের লোবটাকে সামলাতে হবে। সবচেয়ে বড় যে কারনে একাউন্ট জিরো হয় তা হলো বড় লটে এনালাইসিস ব্যতিত ট্রেড করলে এবং ট্রেড সেট করার সময় স্টপ লস না সেট করলে একাউন্ট জিরো হয়।

FRK75
2023-01-15, 11:04 PM
একাউন্ট জিরো করাতে আমাদের কোন ধরনের লাভবান হতে পারব । বরং আমি মনে করি যে ফরেক্স মার্কেটে একাউন্ট দীর্ঘ একটা সময়ের জন্য ধরে রাখাটাই হল একটা বিরাট চ্যালেন্জ । কেননা যারা এই চ্যালেন্জ মোকাবেলা করতে পারবে না তারা কখনো ভাল কিছু করতে পারবে না । তাই আমি মনে করি যে ফরেক্সে সফল হতে হলে অবশ্যই নিজেকে সর্বাগ্রে প্রস্তুত করতে হবে ।ফরেক্স মার্কেট এ নতুন আমি দুই বার ব্যালান্স জিরো করেছি।ফরেক্স মার্কেট এমন এক ধরনের মার্কেট যেখানে সামান্য ভুলের কারনে অধিক ক্ষতি হয়ে যায়।সর্বশেষ যেদিন আমার ব্যালান্স জিরো হয় সেদিন মাত্র একটা ট্রেড ভুল ট্রেড ওপেন করেছিলাম যার কারনে আমার সব ব্যালান্স শেষ হয়ে গিয়েছিলো।তাই ব্যালান্স জিরো করতে না চাইলে অবশ্যই ভুল ট্রেড ওপেন করা যাবে না।

creativeifx
2023-01-15, 11:29 PM
আমি ফরেক্স মার্কেটে অনেক বার একাউন্ট জিরো করেছি। তার কারণ মার্কেট না বুঝে ট্রেড করেছি। তাই সবার উচিত মার্কেট টা আগে বুজে শিখে তার পরে রিয়েল ট্রেড করা। তাহলে আর অ্যাকাউন্ট জিরো হবে না।

FRK75
2023-06-08, 10:53 AM
অনেকবার টাকা জিরো করেছি। ফরেক্স এ যখনই ট্টেড করেছি তখনই একটু না একটু উঠানামা করে থাকে আর এর জন্যই আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে। আর প্রথমেই একাউন্ট জিরো হয়ে যাবে এটা স্বাভাবিক। আর এই জিরো করতে করতে শিখা যাবে এবং ফরেক্স থেকে আয় করা যাবে।আমি রিয়েল অ্যাকাউন্ট এ আমার ব্যালেন্স জিরো করেছি প্রায় ১৫ বারের মত । কিন্তু আমি তার মধ্যে অনেক লাভ ও করতে পেরেছি । কিন্তু আমার ঐ লাভ করার কোন মূল্য নায় । আমি যখন সম্পূর্ণ ভাবে ভালো দক্ষতা অর্জন করতে পারবো সে দিন হয়ত আমার অ্যাকাউন্ট আর জিরো হবে না । তবে এখন আমি আস্তে আস্তে ভালো ট্রেডিং করা শিখতে পারছি ।

Mas26
2023-06-09, 02:53 AM
আমি প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।

FRK75
2024-03-08, 07:31 PM
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো করা ভালো কথা না । কিন্তু জিরো হয়ে গেলেতো আর কিছু করার থাকে না । আমি অনেকবার আমার একাউন্ট জিরো বানিয়েছি । কিন্তু তবুও আমি ফরেক্স মার্কেটে কাজ করে যেতে যায় । তাই আমি এখন ফোরম পোষ্টে কাজ করছি । আবার যখন ফোরম পোষ্ট থেকে ডলার পেয়ে ট্রেড করা শুরু করবো তখন দেখা যাবে যে আবার আমার একাউন্ট জিরো হয় কিনা । আশা করি আর একাউন্ট জিরো হবে না । যদি হয় তবে আবার শুরু করবো ও প্রোফিট করার আশায় থাকবো । এখন আমি ট্রেড করা শিখছি , তাই মনে হয় আর একাউন্ট জিরো হবে না ।একাউন্ট জিরো করার জন্য আমি নিজেই দায়ী ছিলাম। কারন আমি ভাল ভাবে ডেমো প্রাকটিস করেছিলাম না। এবং মানি ম্যানেজমেন্ট ভাল ভাবি মানি নাই। তাই আমি নতুনদের বলব তারা যেন ডেমো ভালভাবে করে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে।