Log in

View Full Version : যুক্তরাষ্ট্রে কালো তালিকায় ক্যাসপারস্কি ও চায়না টেলিকম



BDFOREX TRADER
2022-03-30, 12:05 PM
রাশিয়ার এও ক্যাসপারস্কি ল্যাব, চায়না টেলিকম করপোরেশন ও চায়না মোবাইল ইন্টারন্যাশনাল ইউএসএকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে সম্প্রতি এ প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকায় যুক্ত করেছে দ্য ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। গত বছর চীনের পাঁচটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছিল মার্কিন তদারকি প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে মার্কিন কালো তালিকায় পড়া প্রথম কোম্পানি ছিল হুয়াওয়ে ও জিটিই করপোরেশন। প্রথম রুশ কোম্পানি হিসেবে সম্প্রতি কালো তালিকায় অন্তর্ভুক্ত হলো ক্যাসপারস্কি। রাশিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ও অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি ল্যাবকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে এফসিসি।
এফসিসির ‘ইউনিভার্সাল সার্ভিস ফান্ড’-এর মাধ্যমে সরকারি ভর্তুকি নিয়ে ওই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পণ্য বা সেবা কেনার বেলায় নিষেধাজ্ঞা আছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ওপর। সম্প্রতি এফসিসি ওই তালিকায় ‘চায়না টেলিকম’ ও ‘চায়না মোবাইল ইন্টারন্যাশনাল ইউএসএ’-কে যোগ করেছে। এদিকে ক্যাসপারস্কি বলছে, পুরোপুরি রাজনৈতিক অবস্থান থেকে এ সিদ্ধান্ত নিয়েছে এফসিসি। নিজস্ব ওয়েবসাইটে পাল্টা বিবৃতি দিয়ে ক্যাসপারস্কি দাবি করেছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে তাদের।
17240