PDA

View Full Version : মার্কিন সিনেটে ৫ হাজার কোটি ডলারের সেমিকন্ডাক্টর বিল অনুমোদন



kohit
2022-03-30, 05:04 PM
সেমিকন্ডাক্টর খাত সম্প্রসারণ ও ভর্তুকিতে ৫ হাজার ২০০ কোটি ডলারের বিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। কয়েক মাস ধরে আলোচনা-সমালোচনা ও বিতর্কের পর বিলটি অনুমোদন দিল উচ্চকক্ষ। উভয় কক্ষে আরেক দফা আপসরফা শেষে প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে পাঠানো হবে। প্রেসিডেন্ট এতে স্বাক্ষর দিলে বিলটি আইনে পরিণত হবে। খবর রয়টার্স।

সোমবার সিনেটে ৬৮-২৮ ভোটে বিলটি পাস হয়। এখন বিলটি ফের প্রতিনিধি পরিষদে পাঠানো হবে এবং কনফারেন্স হিসেবে পরিচিত এক ধরনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বিতর্ক করবেন আইনপ্রণেতারা। দুই দলের আইনপ্রণেতারা নিজেদের মধ্যে আপসরফার চেষ্টা করবেন এবং বিলটি ফের সিনেটে ভোটাভুটির জন্য পাঠানো হবে।

সিনেটে সেমিকন্ডাক্টর বিলটি পাস হওয়া নিয়ে হোয়াইট হাউজ মুখপাত্র জেন সাকি বলেন, আমাদের সরবরাহ চেইনকে শক্তিশালী করা, আমেরিকায় নিজস্ব পণ্য তৈরি, সামনের দশকগুলোয় চীন ও অন্যান্য দেশকে টেক্কা দিতে বিলটি ভূমিকা রাখবে। আমরা আশা করছি প্রতিনিধি পরিষদ শিগগিরই বিলটি নিয়ে আনুষ্ঠানিক কনফারেন্স শুরু করবে।

ডেমোক্র্যাট এক আইনপ্রণেতার সহকারী জানান, শিগগিরই প্রতিনিধি পরিষদে কনফারেন্স হবে এবং চলতি সপ্তাহের শেষের দিকেই সিনেটে ফের পাঠানো হবে বিলটি। গ্রীষ্মের মধ্যেই বিলটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

সিনেটে বিলটি নিয়ে ভোটাভুটির আগে গত ফেব্রুয়ারিতে প্রতিনিধি পরিষদেও ভোটাভুটি হয়েছে। কংগ্রেস সেশনে ২২২-২১০ ভোটে অনুমোদন পেয়েছিল কমপিটস অ্যাক্টটি। চায়না কম্পিটিশন বিল হিসেবে পরিচিত বিলটি আইনে পরিণত হলে নতুন ভর্তুকি পাবে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং শিল্প।

বণিক বার্তা