Log in

View Full Version : দৈনিক ১৪ লাখ ব্যারেল রফতানির লক্ষ্য ইরানের



kohit
2022-03-30, 06:25 PM
অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর জোর প্রচেষ্টা চালাচ্ছে ইরান। চলতি বছর দেশটি দৈনিক ১৪ লাখ ব্যারেল রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে। সম্প্রতি এমনটা জানিয়েছেন ইরানের জ্বালানি তেলমন্ত্রী জাভাদ ওয়াজি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাত্কার প্রদানকালে মন্ত্রী বলেন, সংসদে আইনপ্রণেতারা জ্বালানি তেল ও কনডেনসেট রফতানি দৈনিক ১২ লাখ থেকে ১৪ লাখ ব্যারেলে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। জ্বালানি মন্ত্রণালয় বাজেটে নির্ধারিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

ইরানের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি খাত মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ফলে দেশটি জ্বালানি তেল বিক্রির নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করতে পারেনি।

জ্বালানিমন্ত্রী জানান, অপরিশোধিত জ্বালানি তেল ও কনডেনসেট উত্তোলন সক্ষমতা বাড়িয়ে দিনে ৫৭ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তার মন্ত্রণালয়ের। বর্তমানে দেশটির সক্ষমতা দৈনিক ৩৭-৪০ লাখ ব্যারেলের। তবে নতুন লক্ষ্য বাস্তবায়নের কোনো সয়মসীমা জানাননি তিনি।

বণিক বার্তা