Rakib Hashan
2022-03-31, 01:26 PM
জনপ্রিয় ভিডিও গেম অ্যাক্সি ইনফিনিটিতে সাইবার হামলা চালিয়েছে হ্যাকার গোষ্ঠী। এতে ৬২ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিতে সক্ষম হয়েছে তারা। এখন পর্যন্ত সবচেয়ে বড় এ ক্রিপ্টোকারেন্সি চুরির বিষয়টি স্বীকার করেছেন গেম কোম্পানির এক শীর্ষ নির্বাহী। খবর ওয়াশিংটন পোস্ট ও এনগ্যাজেট। কোম্পানিটি জানায়, গত বুধবার সাইবার হামলার শিকার হয়েছে ভিডিও গেমটির ব্লকচেইন রোনিন নেটওয়ার্ক। অ্যাক্সি ইনফিনিটি ও রোনিনের পরিচালনায় থাকা ডেভেলপার গ্রুপ স্কাই মাভিজ জানায়, তারা মাত্র মঙ্গলবার হ্যাকিংয়ের বিষয়টি ধরতে পেরেছেন। ব্লকচেইনে ক্রিপ্টোকারেন্সি লেনদেন হয় এবং এটা ডিজিটাল মুদ্রার ফাইন্যান্সিয়াল নার্ভ সেন্টার হিসেবে কাজ করে। ২৩ মার্চ সাইবার হামলা চালানো ওই হ্যাকারের পরিচয় এখনো জানতে পারেনি প্রতিষ্ঠানটি। বেহাত হওয়া ডিজিটাল সম্পদের মধ্যে আছে ১ লাখ ৭৩ হাজার ৬০০টি ইথারিয়াম টোকেন এবং ২ কোটি ৫৫ লাখ ডলারের কয়েন টোকেন। হ্যাকিংয়ের সময় বেহাত হওয়া ডিজিটাল সম্পদের বাজারমূল্য ছিল ৫৪ কোটি ডলার। তবে গত কয়েক দিনে ক্রিপ্টো মুদ্রাবাজার ঊর্ধ্বমুখী হওয়ায় চুরি হওয়া ওই সম্পদের দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ৬২ কোটি ৫০ লাখ ডলারে। ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান এলিপ্টিকের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিংয়ের ঘটনা এটি।
17267
17267