PDA

View Full Version : ফরেক্স ট্রেডাররা যে ৫ টি কারণে বেশিরভাগ সময় লস করে।



EmonFX
2022-04-01, 10:09 PM
এটা প্রায়ই বলা হয়ে থাকে যে ফরেক্স মার্কেটে ধারাবাহিকভাবে লাভজনক এবং সফল হওয়ার নিশ্চয়তা নেই, এখানে প্রায় ৯০% ট্রেডাররা অকালেই ঝরে যায়।
তাদের এই ব্যর্থ হওয়ার ৫টি সাধারণ কারণ নিচে তুলে ধরা হলো:-
১। ট্রেডাররা মূল নির্দেশক, মূল নাম্বারস, ট্রেড করার উপযুক্ত সময় এবং মার্কেট কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জ্ঞানার্জন করে না
আপনি কি অস্ত্রের ব্যবহার না জেনে ও আপনার প্রতিপক্ষ সম্পর্কে জ্ঞান অর্জন না করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন? যখন আপনি একটি ট্রেড করেন, তখন কিন্তু আপনার প্রতিপক্ষ হিসেবে মার্কেটের অনেক বড় বড় রাঘব বোয়ালরা থাকে।
দক্ষ ট্রেডাররা শুধুমাত্র অনেক চালাক এবং এই মার্কেটের ব্যাপারে শিক্ষিত ই হয়ে থাকেন না, তারা অনেক ধনী ও হয়ে থাকেন। তার মানে এই না যে আপনি অনেক ছোট এবং আপনি তাদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবেন না।
এর মানে আপনাকে অবশ্যই জ্ঞানার্জন করতে হবে এবং যুদ্ধের জন্য নিজে থেকে প্রস্তুত হতে হবে। ডেভিড শুধুমাত্র তখনই গোলিয়াথকে পরাজিত করতে পারবে যখন সে প্রস্তুত থাকবে। অনেকে মনে করেন যে ট্রেডিং এ শিক্ষালাভ করতে অনেক অর্থ লাগবে কিন্তু শিক্ষা লাভ না করে ট্রেডিং করলে তার অনেক বড় ধরণের খেসারত দিতে হবে।
২। ট্রেডাররা tried-and-tested ট্রেডিং কৌশল অবলম্বন করে না
পরীক্ষিত কোনো কৌশল বা পন্থা ছাড়া আপনি ট্রেডিং করলে আপনার পতন নিশ্চিত। অল্প কিছু লোকসানের পরেই আপনি হাল ছেড়ে দিবেন। কিন্তু এখনো অনেক আশা থেকে যায়।
সঠিক শিক্ষা, একটি কার্যকরী পন্থা, মনস্তাত্বিক ভারসাম্য ও লেগে থাকার মনোবল নিয়েই আপনি এই মার্কেটে জয়লাভ করতে পারবে।
বিভিন্ন মুদ্রার পেয়ারের উপর ট্রেড করে, বিভিন্ন ট্রেডিং সেশনে ট্রেড করে, বিভিন্ন সময়ে ট্রেড করে এবং বিভিন্ন নির্দেশক ও লেভেল দেখে ট্রেড করে দেখতে পারো যে কোনটা আপনার জন্য কাজ করে।
নিজের ট্রেডিং কৌশল তৈরী করার ব্যাপারে কাজ করেন এবং ব্যাক টেস্টিং ও ফরোয়ার্ড টেস্টিং করে দেখতে পারেন কোনটি আপনার জন্য লাভজনক। সংখ্যা গত তথ্যের উপর নজর রাখুন এবং আপনার কৌশলকে এমন ভাবে তৈরী করুন যেন লাভ বৃদ্ধি পায়। এটা অনেক সময় সাপেক্ষ হতে পারে, কিন্তু ট্রেডিং কৌশল এমন একটি জিনিস যেটার উপর আপনি ভরসা রাখতে পারেন যে দীর্ঘ সময়ের জন্য ট্রেডে এটি আপনাকে চিন্তা মুক্ত রাখবে।
৩। একটি ট্রেডে অনেক বেশি ঝুঁকি নিয়ে নেয়
একজন নতুন ট্রেডার তার একটি ট্রেডে ১০% বা তার চেয়েও বেশি ঝুঁকি নিয়ে ফেলে। এটা পরবর্তীতে সমস্যা হয়ে দাঁড়ায় কারণ যখন আপনি অর্থ উপার্জনের ব্যাপারে বেশি চিন্তা করবেন তখন আপনি আর নিজের ট্রেডিং কৌশলের উপরে নজর রাখতে পারবেন না। শেষ পর্যন্ত আপনি আপনার লাভ/লোকসান নিয়েই চিন্তায় মগ্ন থাকবেন।
ধারাবাহিকভাবে সফল ট্রেডাররা প্রথমে ট্রেডিং এর ঝুঁকি সম্পর্কে জ্ঞানার্জন করে এবং সেগুলো ঠিক করে এবং পরে মুনাফার কথা চিন্তা করে। তারা জানে কিভাবে নিজের জায়গাটা পরিমাপ করতে হবে। তারা অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো ট্রেড করে না।
এটা তাদেরকে মার্কেটে টিকে থাকার শক্তির যোগান দেয় এবং তাদেরকে সময় সাপেক্ষ সিদ্ধান্ত নিতে সাহায্য করে যদিও তারা ধারাবাহিক ভাবে কয়েকটি ট্রেডে হেরে যায়।
৪। ট্রেডাররা মানসিকভাবে প্রস্তুত থাকে না
ট্রেডিং এর ক্ষেত্রে মনস্তাত্বিক ব্যাপারটা অনেক বড় বিষয় এবং বেশির ভাগ মানুষই মানসিক ভাবে প্রস্তুত থাকে না। আপনি যখন টাকাকে বাজি রাখবেন তখন ভয়, লোভ এবং আবেগ আপনার ট্রেডিংকে অনেক কঠিন করে তুলবে।
আপনার কষ্টার্জিত টাকা নিয়ে ঝুঁকি নেওয়ার আগে নিজের আবেগ সম্পর্কে আপনার অবহিত থাকতে হবে এবং কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করবেন সেটা খুঁজে বের করতে হবে।
৫। তাদের দিন খারাপ যাচ্ছে
মাঝে মাঝে, কিছু ব্যাপার থাকে যা আপনার নিয়ন্ত্রণের বাহিরে থাকবে। আপনি আপনার মূল্যবান অনেক সময় একটি ট্রেডের প্রস্তুতিতে কাটিয়ে দেওয়ায় পরে দেখতে পারেন কোনো মুদ্রার দামে হটাৎ পরিবর্তন হয়ে গেছে, মার্কেটে পতন হয়ে গেছে অথবা আপনার ট্রেডিং এর বাজার স্থবির হয়ে গেছে। এবং মাঝে মাঝে কোনো প্রাকৃতিক দুর্যোগ আপনার বিপক্ষে মার্কেটকে উৎসাহিত করতে পারে।
এটা কোনো ব্যাপার না। এটা ব্যবসার একটা অংশ। যদি আপনি আপনার ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আজকের লোকসান মেনে নিয়ে আগামী কালকের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন।

md mehedi hasan
2022-04-02, 06:58 AM
ফরেক্স মার্কেটে একজন ফরেক্স ট্রেডার অনেক কারনেই লস করে।সব লসের কারন একাত্র করলে একটি মেইন কারন দাড়ায়।সেটা হল ফরেক্স মার্কেটে দক্ষতার অভাব।ফরেক্স মার্কেটে লস করার কারন গুলো আমার অভিজ্ঞতা আলোকে দুই টি ভাগে ভাগ করা যায়।প্রথম মেজর কারন গুলো হল।
১|লোভ করা
২| অভার ট্রেড করা
৩| ধৈর্য্যহীনতা
৪|অভার লটে ট্রেড ওপেন করা
৫|মানিমেনেজমেন্ট না করা
৬|ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা

দ্বিতীয় ছোট কারন হলো
১|নিজের উপর বা এনালাইসিস এর উপর বিশ্বাস না রাখা
২| বারবার মার্কেট চেক করা
৩|টিগার পয়েন্ট এর আগেই ট্রেড ওপেন করা
৪|লস ট্রেড ধরে রাখা লাভেল আশায়।
৫|লাভ ট্রেড তারাতারি ক্লজ করা।
আর এই সব কিছু কারনের একটি তে যদি অদক্ষতা থাকে।তাহলে আপনি ফরেক্স মার্কেটে লস করতেই থাকবেন।

Mas26
2022-04-02, 12:46 PM
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে লস করে থাকি। কারণ বিভিন্ন সদস্যরা বিভিন্ন ট্রেডারের সাইকোলজি বিভিন্ন রকমের হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষ লস করে। তবে এর মধ্যে প্রধান কিছু কারণ খুজেঁ বের করা গিয়েছে যে কারণগুলো সাধারণত অধিকাংশ ট্রেডাররাই এ সকল কারণে ফরেক্স মার্কেট এ লস করে থাকেন। সে সম্পর্কে আমরা আলোচনা করব।আমরা ছোট ছোট যে সকল কারণে বিভিন্ন সময় লস করে সেটা আসলে আমাদের জন্য কাম্য নয়। যেমন আমরা অতিরিক্ত লটে ট্রেড করি অধিকাংশ সময় ওভারলটে ট্রেড করি, লােভ করি, সাপোর্ট রেসিসটেন্স লেভেল এ ট্রেড করি, সাপট রেসিসটেন্স লেভেল এ মার্কেট মুভমেন্ট গেলেই সাপোর্ট সম্পর্কে ধারণা না নিয়ে ট্রেড নিয়ে ফেলি।অার বিভিন্ন কারণ আছে যে সকল কারনে লস করি।এবং আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই ট্রেড করার পূর্বে আমরা বুঝে শুনে ট্রেন নেওয়া।

souravkumarhazra6763
2022-04-02, 06:38 PM
একজন ফরেক্স ট্রেডার বিভিন্ন কারনে তাদের ট্রেডিং এ লস করে থাকে,এক জন ফরেক্স ট্রেডার যে সকল কারনে বেশি লস করে থাকে তার অন্যতম কারন গুলা হলো,

১/মার্কেট ট্রেন্ড এর বিপক্ষে এন্ট্রি নেওয়া,
২/ফান্ডামেন্টাল এন্যালাইসিস ভালো ভাবে না করতে পারা,
৩/অতিরিক্ত লোভী হওয়া,
৪/স্টপ লস ব্যবহার না করা,
৫/ম্যানি ম্যানেজমেন্ট রুল অনুসরন না করা।

Hridoy6763
2022-04-02, 09:46 PM
সবাই এই বিজিনেস এ লাভ করতে চাই কেউ লস করতে চাই না,ফরেক্স এ লস কেউ স্বীকার করতে চাই না,কিন্তু বাস্তব পক্ষে তা সম্ভব নয়,বিজিনেস এ লাভ এবং লস হবেই,কিন্তু লস লাভ এর তুলনায় বেশি কারো কাম্য নয়,একজন ট্রেডার অনেক কারন এ এই বিজিনেস এ লস করে থাকে,কেউ অল্প সময়ে অধিক মুনাফা করার জন্য বড় বড় লট এ ট্রেড করতে জেয়ে লস করে থাকে,অনেক এ স্টপ লস ব্যবহার করে না ফলে বড় লস এর স্বীকার হয়ে থাকে।