Log in

View Full Version : স্যামসাংয়ের উত্থান ঠেকাতে নতুন পরিকল্পনায় অ্যাপল।



Smd
2022-04-02, 10:11 PM
17294
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার যুক্তরাষ্ট্রে ব্যবসার ক্ষেত্রে শীর্ষে রয়েছে দেশটির প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। মার্কিন বাজারের ৫৭ শতাংশ হিস্যা অ্যাপলের দখলে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার স্যামসাং নিয়ন্ত্রণ করছে মাত্র ২৮ শতাংশ। তারপরও ব্যতিক্রমী ব্র্র্যান্ডিং দিয়ে অ্যাপলকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে স্যামসাং। স্যামমোবাইল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারের একচ্ছত্র আধিপত্য বিস্তার করা অ্যাপল তৈরি করে থাকে আইফোন, যা রীতিমতো ব্যয়বহুল। এর বিপরীতে স্যামস্যাং অ্যান্ড্রয়েড ফোন তৈরির জন্য বিখ্যাত। স্মার্টফোন ক্রেতাদের মধ্যে দামের কারণে যারা আইফোন কিনতে পারেন না, তারা সাধারণত অ্যান্ড্রয়েড ফোন কিনে থাকেন। বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে আরো বেশি সংখ্যক আইফোন বিক্রি করার পরিকল্পনা নিয়েছে অ্যাপল। প্রিমিয়াম সেগমেন্টে প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়লে এ ধরনের নতুন উপায় খুঁজতে হয় কোম্পানিগুলোকে। অ্যাপল এ ক্ষেত্রে বেশ কার্যকর একটি উপায় খুঁজে পেয়েছে বলে জানিয়েছে কোম্পানি। হার্ডওয়্যার সাবস্ক্রিপশনের মাধ্যমে আইফোন ও আইপ্যাড বিপণনে যেতে পারে অ্যাপল, তাতে মাসিক অ্যাপ ফির মতো ডিভাইসের মালিকানা মিলবে। অনেক দিন ধরে এমন পরিষেবার দিকে সরে যাওয়ার সচেতন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি, যা প্রচুর অর্থ পেতে সহায়তা করছে। গত বছর অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি প্লাস, আইক্লাউড, অ্যাপল কেয়ারের মতো সাবস্ক্রিপশন সেবায় ৭ হাজার ২২০ কোটি ডলার আয় করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির সকল পরিষেবায় পেইড সাবস্ক্রিপশন ৭৮ কোটি ৫০ লাখে দাঁড়িয়েছে, এটি ঈর্ষণীয় সাফল্য বটে। নতুন এই ইকোসিস্টেমের কারণে একবার প্রবেশ করা গ্রাহকরা আর ব্র্যান্ড বদলাতে চান না।