Log in

View Full Version : ইউক্রেনের অর্থনীতি ৪০ শতাংশ সংকুচিত হবে।



Smd
2022-04-04, 11:13 AM
17310
চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউক্রেনের অর্থনীতি সংকুচিত হয়েছে ১৬ শতাংশ। ২০২২ সালে দেশটির অর্থনীতি ৪০ শতাংশ সংকুচিত হবে বলে জানিয়েছেন উপ-অর্থমন্ত্রী ডেনিস কুদিন। ডেনিস কুদিন এক বিবৃতিতে জানান, ২০২২ সালে দেশটির অর্থনীতি ৪০ শতাংশ সংকুচিত হবে। রাশিয়ার সামরিক আগ্রাসন দেশটির অর্থনীতি একেবারে পাল্টে দিয়েছে। গম ও সূর্যমুখী তেলের শীর্ষ রফতানিকারক হওয়ার কারণে ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হতো। কিন্তু চলমান যুদ্ধে দেশটির রফতানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। চলমান যুদ্ধ যতদিন দীর্ঘায়িত হবে তত বেশি অর্থনৈতিক অবস্থান আরও খারাপ হয়ে যাবে।