View Full Version : ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর এর ব্যবহার করা যাবে কি না।
md mehedi hasan
2022-04-04, 11:35 AM
ফরেক্স মার্কেটে অনেকে বলে ইন্ডিকেটর এর ব্যবহার করা ঠিক না।আসলে তাদের এই কথা বলাও যুক্তি সংগত কারন আছে।কারন ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার বিগেনার লেভেলের।এরা ফরেক্স মার্কেটে প্রথমে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করেছে।কিন্তু সফল হতে পারেনি।কারন তারা ইন্ডিকেটর এর সঠিক ব্যবহার জানেনা।এ কারনে ইন্ডিকেটর তাদের কাছে পছন্দের না।আপনি কি জানেন ফরেক্স মার্কেটে প্রাই সব প্রফেশনাল মানের ট্রেডারা ইন্ডিকেটর এর সাহায্য নিয়ে ট্রেড করে থাকে।আপনি হয়তো চিন্তা করতে পারবেন না যে প্রাইস একশন এর জনক নেইল ফুলার মুভিং এভারেজ ও এটি আর ইন্ডিকেটর ব্যবহার করে।আপনি সরাসরি ইন্ডিকেটর এর সাহায্য ট্রেড না করলেও ট্রেন্ড নির্নয়ে ইন্ডিকেটর এর সাহায্য নিতে পারেন।
souravkumarhazra6763
2022-04-04, 07:50 PM
আপনি অব্যশই ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন,ফরেক্স এর ট্রেডিং প্ল্যাটফর্ম এ অনেক ইন্ডিকেটর আছে এই গুলা আপনি ব্যবহার করতে পারবেন সমস্যা ছাড়া,কিন্তু প্রতেক ইন্ডিকেটর এর ব্যবহার বিধি আছে সেই গুলা জেনে শুনে ব্যবহার করা উচিত,কারন অনেক এ না ব্যবহার জেনে ট্রেড করে লস এর স্বীকার হয়ে থাকে,তাই ব্যবহার জেনে করা উচিত।
Hridoy6763
2022-04-04, 09:18 PM
জী ভাই আপনি আপনার ট্রেডিং এ ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন,ট্রেডিং প্ল্যাট ফর্ম এ ডিফলট হিসেবে অনেক ভালো ভালো ইন্ডিকেটর আপনি পাবেন ওই খান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি বেছে ট্রেড করতে পারবেন,আমি সাধারনত মার্কেট ট্রেন্ড বুঝার জন্য ২০০ পিরিয়ড এর মুভিং এভারেজ ব্যবহার করি,এই টা খুব ভালো কাজ দিয়ে থাকে ট্রেডিং এর জন্য আপনি ও ব্যবহার করতে পারেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.