Log in

View Full Version : টেসলা প্রথম প্রান্তিকে ৩ লাখ ১০ হাজার গাড়ি বিক্রি করেছে



Rakib Hashan
2022-04-04, 12:22 PM
চলতি বছরের প্রথম প্রান্তিকে ৩ লাখ ১০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলা। ২০২১ সালের একই সময়ের তুলনায় যা ৬৮ শতাংশ বেশি। সম্প্রতি প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে। ওয়েডবুশ সিকিউরিটিজের তথ্যানুযায়ী, ৬৮ শতাংশ বেশি গাড়ি বিক্রি করলেও প্রতিষ্ঠানটির পূর্বাভাসের তুলনায় তা কিছুটা কম। ২০২২ সালের প্রথম প্রান্তিকে টেসলা ৩ লাখ ১২ হাজার ইউনিট গাড়ি উৎপাদন করতে চেয়েছিল। প্রত্যাশা পূরণ না হলেও বিশ্বজুড়ে চলমান কম্পিউটার চিপ ও বিভিন্ন যন্ত্রাংশ সংকটের মধ্যেও টেসলা তাদের উৎপাদন অব্যাহত রেখেছে। প্রথম প্রান্তিকে টেসলার রেকর্ড বিক্রি হলেও যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি কম হয়েছে টয়োটা, জিএম ও হুন্দাই মোটরের।
টেক্সাসের অস্টিনভিত্তিক কোম্পানিটি শনিবার তাদের উৎপাদন ও সরবরাহের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে প্রান্তিকওয়ারি সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ল টেসলা। এর আগে প্রান্তিকওয়ারি সর্বোচ্চ বিক্রি হয়েছিল ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে। গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ৩ লাখ ৮ হাজার ৬০০ ইউনিট গাড়ি বিক্রি করেছিল ইলোন মাস্ক নেতৃত্বাধীন কোম্পানিটি। অবশ্য করোনা মহামারীর কারণে ওই বছরের প্রথম প্রান্তিকে টেসলা মাত্র ১ লাখ ৮৫ হাজার ইউনিট গাড়ি বিক্রি করতে পেরেছিল। বিশ্বব্যাপী চিপস্বল্পতা বিশ্বের অধিকাংশ গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিপর্যয়ের মুখে ফেলেছিল। তবে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় টেসলা এ চিপস্বল্পতা ভালোভাবে পার করতে পেরেছে। ওয়েডবুশের বিশ্লেষকরা বলেন, প্রথম প্রান্তিকে আরো ২০-২৫ হাজার গাড়ি বিক্রি করা সম্ভব হতো। সরবরাহ ও লজিস্টিকস সংকটের কারণে তা সম্ভবপর হয়নি। ২০২১ সালে প্রতিষ্ঠানটি ৯ লাখ ৩৬ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে। ২০২০ সালের বিক্রীত গাড়ির তুলনায় যা ৮৭ শতাংশ বেশি।
17315
ফেব্রুয়ারিতে দেয়া এক বিবৃতিতে টেসলা জানায়, গাড়ি বিক্রিতে চলতি বছরে ৫০ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে প্রতিষ্ঠানটি। সে অর্থে চলতি বছর প্রতিষ্ঠানটি ১৪ লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু গবেষকদের সঙ্গে কনফারেন্স কলে আলাপকালে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক বলেন, চিপস্বল্পতার কারণে চলতি বছর নতুন মডেলের গাড়ি উন্মোচন কঠিন হতে পারে। গত সপ্তাহের শুরুতে মরগান স্ট্যানলির গবেষক অ্যাডাম জোনাস বিনিয়োগকারীদের কাছে পাঠানো এক চিঠিতে চলতি বছরের প্রথম প্রান্তিকে ৩ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ ২৫ হাজার গাড়ি বিক্রির পূর্বাভাস দিয়েছিলেন। প্রথম প্রান্তিকের শেষ দিকে জার্মানিতে নতুন একটি কারখানা চালু করেছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। পাশাপাশি গত বছর থেকে প্রতিষ্ঠানটি অস্টিনের কাছাকাছি থাকা আরেকটি কারখানায় ছোট আকৃতির মডেল ওয়াই এসইউভির উৎপাদন শুরু করেছে বলে জানা গেছে। অন্যদিকে কভিড-১৯ মহামারীর সংক্রমণের কারণে বন্ধ করে দেয়া সাংহাই কারখানায় পুনরায় উৎপাদন শুরুর বিষয়ে ভাবছে টেসলা। এ বিষয়ে অবগত দুটি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৮ মার্চ থেকে কভিড-১৯ মহামারীর সংক্রমণ রোধে দুই ধাপের বিধিনিষেধের কারণে সাংহাই কারখানার কার্যক্রম বন্ধ করে দেয় টেসলা। এ কারখানা চীনের বাজারে বৈদ্যুতিক গাড়ি সরবরাহের পাশাপাশি রফতানির জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র।