Log in

View Full Version : ভূমিকম্পের আগাম সতর্কতা ফিচার আনছে শাওমি



kohit
2022-04-05, 01:30 PM
স্মার্টফোনসহ অন্যান্য ডিভাইসে বিভিন্ন ফিচার ও প্রযুক্তি সমন্বয়ের মাধ্যমে সাধারণ মানুষের জীবন রক্ষার্থে কাজ করছে শাওমি। দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অংশ হিসেবে ইন্দোনেশিয়ার অধিবাসীদের জন্য ভূমিকম্পের আগাম সতর্কতা ফিচারের উন্নয়নে কাজ করছে চীনের প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।

আর্থকোয়েক আর্লি ওয়ার্নিং (ইইডব্লিউ) ফিচারটি ইন্দোনেশিয়ার অধিবাসীদের ভূমিকম্পের আগে সতর্ক করবে, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফিচারটি চালুর পর ভূকম্পনের তীব্রতা ও ভূমিকম্পের অবস্থানের বিষয়ে শাওমির স্মার্টফোন ইন্দোনেশিয়ার অধিবাসীর আগাম তথ্য প্রদানের মাধ্যমে সতর্ক করবে। পাশাপাশি ঝুঁকিপ্রবণ এলাকা ত্যাগে ব্যবস্থা গ্রহণের সুবিধা দেবে।

শাওমির তথ্যানুযায়ী, স্মার্টফোনে থাকা ফিচারটি ভূমিকম্প পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে ব্যবহারকারীদের মোবাইলে নোটিফিকেশন হিসেবে দেখাবে। যেসব অঞ্চলে অতিমাত্রায় ভূমিকম্পপ্রবণ ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি সেসব অঞ্চলের অধিবাসীদের ফোনে নোটিফিকেশন প্রদানে অধিক গুরুত্ব দেয়া হবে।

বণিক বার্তা