PDA

View Full Version : বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক।



Smd
2022-04-06, 05:45 PM
17377
বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক, সম্পদ ২১ হাজার ৯০০ কোটি ডলার ইলন মাস্ক। প্রতিবছরের মতো এবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে সংবাদমাধ্যম ফোর্বস। তালিকায় দেখা গেছে, সেরা ১০ শীর্ষ ধনীর মধ্যে ছয়জনই প্রযুক্তিবিদ বা প্রযুক্তি ব্যবসায়ী। বিশ্বের সেরা ধনী ব্যক্তির স্থানটি ধরে রেখেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। এই মুহূর্তে তাঁর সম্পদের পরিমাণ ২১ হাজার ৯০০ কোটি ডলার। রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা ছাড়াও ইলন মাস্কের আছে বোরিং, নিউরালিংক, ওপেন এআই নামের বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এ ছাড়া বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠানে মোটা অঙ্কের বিনিয়োগও রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে আছেন অ্যামাজনের এক্সিকিউটিভ চেয়ারম্যান জেফ বেজস। তিনি ১৭ হাজার ১০০ কোটি ডলারের মালিক। তালিকার চতুর্থ স্থানে আছেন বিল গেটস। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ১২ হাজার ৯০০ কোটি ডলার। প্রযুক্তি ব্যবসায়ীদের মধ্যে শীর্ষ দশ ধনীর তালিকায় আরো আছেন গুগলের দুই সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। শীর্ষ ধনীদের মধ্যে তাঁদের অবস্থান যথাক্রমে ছয় ও সাত। মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বলমার আছেন তালিকার নবম স্থানে। তবে অবাক করা ব্যাপার হলো, সেরা দশে মেটা প্রধান মার্ক জাকারবার্গের নাম নেই। ছয় হাজার ৭৩০ কোটি ডলার নিয়ে তালিকায় তাঁর অবস্থান ১৫।