PDA

View Full Version : অর্ধেকই প্রথমবারের মতো ডিজিটাল অ্যাসেট কিনেছেন



kohit
2022-04-07, 12:27 PM
গত বছর ক্রিপ্টোকারেন্সি জন্য ছিল জয়জয়কার বছর। যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেসব ব্যক্তি ক্রিপ্টোকারেন্সি ক্রয় করেছেন, তাদের অর্ধেকের জন্য ছিল এটা প্রথম ডিজিটাল অ্যাসেট ক্রয়। যুক্তরাষ্ট্রভিত্ িক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ জেমিনির সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গত বছর বেশ ভালো গেলেও নতুন বছর ক্রিপ্টোকারেন্সি জন্য অপয়া হিসেবে দেখা দিয়েছে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের প্রথম প্রান্তিকে ক্রিপ্টোকারেন্সি ে লোকসান হয়েছে ৬৯৫ শতাংশ। সাম্প্রতিক দিনগুলোয় বেশ কয়েকটি হ্যাকিংয়ের ঘটনায় লোকসানে পড়েছে ক্রিপ্টোকারেন্সি

২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের ২০ দেশের ৩০ হাজার মানুষের ওপর জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ জেমিনি। জরিপে অংশ নেয়া দেশগুলোর ক্রিপ্টোকারেন্সি মালিকদের প্রায় অর্ধেকই ২০২১ সালে প্রথমবারের মতো ডিজিটাল সম্পদের মালিক হয়েছেন। গবেষণা বলছে, মূল্যস্ফীতি মোকাবেলার কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ে বিনিয়োগ।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নানা বিচারে ২০২১ ছিল ক্রিপ্টোকারেন্সি জন্য ব্লকবাস্টার বছর। বিভিন্ন দেশের জাতীয় মুদ্রার মূল্যহ্রাসের ফলে তৈরি মূল্যস্ফীতি ক্রিপ্টোকারেন্সি দ্রুত গ্রহণযোগ্যতা পাওয়ার প্রক্রিয়ায় বাড়তি গতি যোগ করেছে। ক্রিপ্টোকারেন্সি গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে দেশ হিসেবে বড় ভূমিকা রেখেছে ব্রাজিল ও ইন্দোনেশিয়া। দেশ দুটির যত মানুষ জরিপে অংশ নিয়েছিল, তাদের মধ্যে ৪১ শতাংশের ক্রিপ্টোকারেন্সি মালিকানা রয়েছে। সে তুলনায় যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি মালিকদের হার ছিল ২০ শতাংশ এবং যুক্তরাজ্যে ১৮ শতাংশ।

বণিক বার্তা