Log in

View Full Version : ভুল কমাতে সাহায্য করার জন্য অভ্যাস এবং রুটিন স্থাপন করুন।



Smd
2022-04-09, 10:41 PM
ডে ট্রেডিংয়ে আমরা বেশি ভুল হয়। এগুলি প্রায়শই ঘটে কারণ খুব বেশি তথ্য একবারে আসার কারনপ যার ফলে ওভারলোড হয়ে যায় আতঙ্কিত বা হতাশ হয়ে পড়ি। কখনও কখনও আবার গার্ড ডাউন হলে শান্ত বিরক্ত সময়ে ভুলগুলি ঘটে। তারপরে এলোমেলো ভুল আছে যেমন*ভুল বোতামে আঘাত করা যেমন বিক্রির পরিবর্তে হঠাৎ করে ক্রয় বোতামে ক্লিক হয়ে যাওয়া বা ভুল অবস্থানের আকার প্রবেশ করা। এমনকি স্বয়ংক্রিয় কৌশলগুলিও সমস্যা সৃষ্টি করতে পারে যদি প্যারামিটারে কোনও ভুল থাকে বা কোনও প্রোগ্রাম সমস্যা সৃষ্টি করে থাকে। প্রতিটি ট্রেডিং দিনের আগে এটি একটি প্রাক বাণিজ্য রুটিন বা চেকলিস্টের মাধ্যমে চালানোর জন্য কয়েক মিনিট সময় নিতে সাহায্য করতে পারে যাতে সারা দিনের ত্রুটিগুলি কমিয়ে আনা যায়। আপনি যে মার্কেটে ব্যবসা করেন তার উপর নির্ভর করে আপনি দেখানোর সাথে কয়েকটি অতিরিক্ত ধাপ যোগ করতে চাইতে পারেন। একটি রুটিনের মাধ্যমে চলার প্রক্রিয়াটি মাত্র কয়েক মিনিট সময় নেয় তবে আপনাকে কিছু হতাশা এবং অর্থ বাঁচাতে পারে। তাই আমাদের উচিত ঠান্ডা মাথায় প্রতিটি ট্রেড গ্রহণ করা।

md mehedi hasan
2022-04-19, 03:10 PM
ফরেক্স মার্কেটে আপনি ভুল করবেন এটাই স্বাভাবিক বিষয়।কারন ফরেক্স ভালোভাবেই না শিখে আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে ভুল করেন।এটা হল অজ্ঞতার বশত ভুল।অর্থাৎ আপনি জানেন না তাই ভুল করেছেন।ফরেক্স মার্কেটে আপনি মোটামুটিভাবে সব কিছুই জানে যে অভার ট্রেড খারাপ, অতিরিক্ত লোভ ভালো নয়,ধৈর্যশীল হতে হবে এবং একটি নির্দিষ্ট নিয়মে কাজ করতে হবে।এরপরও যদি আপনি ভুল করেন তাহলে সেই ভুলগুলো হবে জেনেশুনেই ভুল করা।আর ফরেক্স মার্কেটে বেশির ভাগই ট্রেডারদের মূল সমস্যা এটাই এবং এর কারনে ফরেক্স মার্কেটে থেকে বিদায় নিতে হয়।ফরেক্স মার্কেটে চাপের বা লোভের কোন বিষয় নয়।এই মার্কেট প্লেসে টিকে থাকাই চরম সার্থকতা।আপনি যদি মাথা ঠান্ডা রাখেন তাহলে খুব সহজেই সফলতা পাবেন।এখানে একটি বা দুটি ট্রেড লস গেলে ধৈর্য্যর সাথে ভালো এন্ট্রি জন্য অপেক্ষা করুন।অযথা তারাহুরা করে লস রিকভারির করতে গিয়ে আবার লসের পরিমাণ বারাবেন না।

Hridoy6763
2022-04-19, 09:56 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড এ অনেক সময় ভুল হতে পারে,কিন্তু বার বার একই ভুল জেনো না হয় আমাদের সেই দিক এ খেয়াল রাখতে হবে,ভুল হলে ভুল এর কারন ভালো ভাবে বের করতে হবে,কেনো আপনার এন্ট্রি টি লস হলো,আপনি যদি আপনার ভুল বের করতে পারেন তাহলে আপনার অভ্যাস হয়ে যাবে আপনি আর সেই ভুল করবেন না,ট্রেডিং এ ভুল হলেও মন খারাপ না করাই ভালো।