Log in

View Full Version : ফরেক্স মার্কেটে ঝুঁকি আছে তবে বুজে শুনে ঝুঁকি নিতে হবে।



EmonFX
2022-04-10, 04:48 AM
অনেক মানুষ Forex থেকে লস করে। এর পিছনে অনেক কারন থাকতেই পারে। তবে আমার মতে প্রধান দুইটি কারন হলো, ঝুঁকি বা রিস্ক বিশ্বাস না করা বা ঝুঁকি ব্যবস্থপনা না জানা এবং দ্বিতীয় কারন হলো, অতিরিক্ত লোভ করা।

এই লোভের বিষয়টা সামাল দিতে না পারলে প্রফিট করা তো দূরের কথা আপনার Equity ক্ষতির মধ্যে পড়তে পারে। আসলে কিভাবে লোভ সামাল দিতে হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি তবে মানি না।

যেমন ধরুন, একটা বেলুনে আপনি চাইলে এর ভিতরে বাতাস দিয়ে আকারে বড় বানাতে পারেন, এর ভিতর যখন আরোও বাতাস দিবেন সেটা আরো বড় হবে, আবার যখন আরোও বাতাস দিবেন তখন সেই বাতাস ঐ বেলুন নিতে না পেরে ফেটে যাবে।

অনেক মানুষ Forex থেকে লস করে এর পিছনে অনেক কারন থাকতেই পারে তবে আমার মতে প্রধান দুইটি কারন হলো, ঝুঁকি বা রিস্ক বিশ্বাস না করা বা ঝুঁকি ব্যবস্থপনা না জানা এবং দ্বিতীয় কারন হলো, অতিরিক্ত লোভ করা।

এই লোভের বিষয়টা সামাল দিতে না পারলে প্রফিট করা তো দূরের কথা আপনার Equity ক্ষতির মধ্যে পড়তে পারে। আসলে কিভাবে লোভ সামাল দিতে হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি তবে মানি না।

যেমন ধরুন, একটা বেলুনে আপনি চাইলে এর ভিতরে বাতাস দিয়ে আকারে বড় বানাতে পারেন, এর ভিতর যখন আরোও বাতাস দিবেন সেটা আরো বড় হবে, আবার যখন আরোও বাতাস দিবেন তখন সেই বাতাস ঐ বেলুন নিতে না পেরে ফেটে যাবে।

Forex a ঝুঁকি আছে তবে বুজে শুনে ঝুঁকি নিতে পারলে এখান থেকেই বেশী টাকা লাভ করা সম্ভব।

এখন আপনার বেলুনে আপনি কতটুকু বাতাস দিবেন তা যদি না জানেন, কতটুকু বাতাস সহ্য করতে পারে তা যদি না বুঝেই বাতাস দেন তবে সেই বেলুন ফেটে যাওয়া শুধু মাএ কিছু সময়ের ব্যাপার। পারলে এখান থেকেই বেশী টাকা লাভ করা সম্ভব।

এখন আপনার বেলুনে আপনি কতটুকু বাতাস দিবেন তা যদি না জানেন, কতটুকু বাতাস সহ্য করতে পারে তা যদি না বুঝেই বাতাস দেন তবে সেই বেলুন ফেটে যাওয়া শুধু মাএ কিছু সময়ের ব্যাপার।