PDA

View Full Version : চীনে লক্ষাধিক গাড়ি প্রত্যাহার করছে টেসলা



Tofazzal Mia
2022-04-10, 04:36 PM
চীনের বাজার থেকে প্রায় ১ লাখ ২৮ হাজার গাড়ি প্রত্যাহার করছে টেসলা। এ ত্রুটির কারণে গাড়ির সংঘর্ষের ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। এটি মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির জন্য সর্বশেষ একটি ধাক্কা। নিয়ন্ত্রকদের একটি তদন্ত শুরুর পর টেসলার গাড়িগুলোর পেছনের মোটর ইনভার্টারে ত্রুটি ধরা পড়ে। এ কারণে ১ লাখ ২৭ হাজার ৭৮৫ ইউনিট চীনে উৎপাদিত এবং আমদানি করা মডেল থ্রি গাড়ি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে।একটি বিবৃতিতে অটোমোবাইল খাতের চীনা নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, চলার সময় এ ত্রুটির কারণে গাড়ি হঠাৎ করে গতি হারাতে পারে। ফলে এটি গাড়ির সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে তোলে। টেসলা ডিসেম্বরে চীনে রেকর্ডসংখ্যক ৭০ হাজার ৮৭৪ ইউনিট গাড়ি বিক্রি করেছে। মার্কিন প্রতিষ্ঠানটি নিও ও এক্সপেংয়ের মতো স্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের থেকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। চীনে জনপ্রিয় হলেও ব্যবহারকারীদের থেকে গুণমান ও পরিষেবা সমস্যা নিয়ে টেসলা সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য অভিযোগের মুখোমুখি হয়েছে।
17413