PDA

View Full Version : চাপের মুখে কানাডার ব্যবসাপ্রতিষ্ঠান



Tofazzal Mia
2022-04-10, 04:37 PM
সাম্প্রতিক সময়ে কানাডীয় ব্যবসাপ্রতিষ্ঠান ুলোর সক্ষমতা চাপের সম্মুখীন হয়েছে। শ্রমবাজারে সংকটের পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতার ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ব্যাংক অব কানাডা। গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কানাডার কেন্দ্রীয় ব্যাংকের বিজনেস আউটলুক সার্ভে সূচক রেকর্ড সর্বোচ্চ ছিল। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তা কমে এলেও সূচক মহামারীপূর্ব সময়ের চেয়ে বেশি ছিল। ব্যাংক অব কানাডার সমীক্ষাটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগেই পরিচালনা করা হয়। সমীক্ষায় বলা হয়, ক্রমাগত সক্ষমতা চাপ ও শক্তিশালী চাহিদার ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্যসংখ্য কর্মীদের বেতন বৃদ্ধির প্রত্যাশা করছে। এছাড়া বিনিয়োগ ব্যয় বৃদ্ধিসহ কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানগুলো। এদিকে আগামী দুই বছরে মূল্যস্ফীতির হার বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে ৭০ শতাংশ প্রতিষ্ঠানের ধারণা, আগামী দুই বছরে মূল্যস্ফীতির হার ব্যাংক অব কানাডার ১-৩ শতাংশ নিয়ন্ত্রণ পরিসীমার ওপর থাকবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৫ দশমিক ৭ শতাংশ, যা গত ৩০ বছরের সর্বোচ্চ। এ নিয়ে টানা ১১ মাসের মতো দেশটির মূল্যস্ফীতির হার ৩ শতাংশের ওপরে অবস্থান করছে। সংশ্লিষ্ট এক নির্বাহী কর্মকর্তা জানান, মূল্যস্ফীতির হারের রাশ টেনে ধরতে চরম কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ব্যাংক অব কানাডা। ভিন্ন একটি সমীক্ষায় দেখা গেছে, আগামী দুই বছর মূল্যস্ফীতির হার চড়া থাকবে এমনটা ধারণা করছেন দেশটির জনসাধারণও। এর পরেই মূল্যস্ফীতির হার কমতে শুরু করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
17414