PDA

View Full Version : ব্লক মার্কেটে ৮৩ কোটি টাকার লেনদেন



Montu Zaman
2022-04-10, 04:52 PM
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৪ লাখ ৯৪ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৩ কোটি ৩৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। পূবালী ব্যাংক ১৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস, আলহাজ্ব টেক্সটাইল, আমান ফিড, অ্যাপেক্স ফুডস, বিএটিবিসি, বিকন ফার্মা, বেক্সিমকো, কপারটেক ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, এইচ.আর টেক্সটাইল, ইবনে সিনা, ইমাম বাটন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কে অ্যান্ড কিউ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, ফনিক্স ইন্স্যুরেন্স, পাওয়র গ্রীড, প্যারামাউন্ট টেক্সটাইল, পূবালী ব্যাংক ও সায়হাম টেক্সটাইল লিমিটেড।
17417