PDA

View Full Version : পতনের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা গৃহযুদ্ধের আশঙ্কা।



Smd
2022-04-10, 09:22 PM
17419
পতনের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা। দেশটির অনেক নাগরিকই মনে করছেন এই পরিস্থিতিতে দেশ একটি গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। এ অবস্থায় প্রতিদিনের মতো রোববারও রাজধানী কলম্বোসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের পদত্যাগ দাবি উঠেছে। কিন্তু প্রেসিডেন্ট কোনো অবস্থাতেই পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বিদেশ থেকে ঋণ নিতে নিতে দেশটি এখন দেউলিয়া হয়ে পড়েছে বা দেউলিয়া হওয়ার পথে। খাদ্যদ্রব্যের সঙ্কট দেখা দিয়েছে। বিদ্যুৎ নেই। রাজধানী কলম্বোর বাইরে প্রত্যন্ত গ্রাম এলাকায় যেসব মানুষ বসবাস করেন, তারা বলছেন অনাহারে কাটছে তাদের দিন। অনাহারের হাত থেকে জীবন বাঁচাতে কমপক্ষে ২০ জন সেখান থেকে বোটে করে পালিয়ে গেছে ভারতে। ভারত কর্তৃপক্ষ পূর্বাভাষ দিয়েছে যে সামনের সপ্তাহগুলোতে ভারতে যেতে পারেন চার হাজার শ্রীলঙ্কান। বুধবার দেশটির মেডিকেল বিষয়ক সর্বোচ্চ পরিষদ গভর্নমেন্ট মেডিকেল অফিসার্স এসোসিয়েশন রাজাপাকসেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঘোষণা করেছে মেডিকেল জরুরি অবস্থা। এর সমন্বয়ক ড. ভাষান রতনাসিঙ্গম নিশ্চিত করেছেন বৃহস্পতিবার। বলেছেন, শ্রীলঙ্কার একজন মানুষ মারা গেছেন। কারণ, হাসপাতালগুলোতে টেনেক্টাপ্লেস ফুরিয়ে গেছে। কার্ডিয়াক সার্জারির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ। ড. রতনাসিঙ্গম বলেন, প্রচুর শ্রীলঙ্কান পশ্চিমের দেশগুলোতে বৃটেন, সুইডেন, যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এই সঙ্কটে আমাদেরকে সহায়তা করতে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। তাদের প্রতি অনুরোধ আমাদের কাছে ওষুধ পাঠান। এখানেই শেষ নয়। দেশটিতে জীবন রক্ষাকারী আরও ৫টি ওষুধের সরবরাহ শেষ। অন্য গুরুত্বপূর্ণ কমপক্ষে ১৮০টি ওষুধ, হাসপাতাল সরঞ্জাম ও পরীক্ষায় রিএজেন্টের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে।