Log in

View Full Version : ভারতে ইভি বিক্রি তিন গুণ বেড়েছে



SaifulRahman
2022-04-11, 04:47 PM
ভারতে বেড়েছে বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রির পরিমাণ। দেশটির অটোমোবাইল ডিলারদের সংগঠন ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (এফএডিএ) জানিয়েছে, ভারতে খুচরা বাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রির হার গত অর্থবছরে তিন গুণ বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে মোট ৪ লাখ ২৯ হাজার ২১৭ ইউনিট ইভি বিক্রি হয়েছে, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ১ লাখ ৩৪ হাজার ৮২১ ইউনিট। দেশটির স্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে এগিয়ে রয়েছে। মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠানটি ২০২১-২২ অর্থবছরে বিক্রি করেছে ১৫ হাজার ১৯৮ ইউনিট ইভি। এ সময়ে এমজি মোটরস ইন্ডিয়া বিক্রি করেছে ২ হাজার ৪৫, যা ভারতের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং হুন্দাই মোটর ইন্ডিয়া। সর্বশেষ অর্থবছরে ১৫৬ ও ১২৮ ইউনিট ইভি বিক্রি করেছে প্রতিষ্ঠান দুটি। বৈদ্যুতিক টু হুইলার গাড়ির বিক্রি শেষ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৩৩৮ ইউনিট, যা আগের অর্থবছরের চেয়ে পাঁচগুণ বেড়েছে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে হিরো ইলেকট্রিক, যা একাই বিক্রি করেছে ৬৫ হাজার ৩০৩টি বাহন। এর পরই রয়েছে ওকিনাওয়া অটোটেক, যাদের মোট বিক্রীত বৈদ্যুতিক টু হুইলারের সংখ্যা ৪৬ হাজার ৪৪৭। ২৪ হাজার ৬৪৮টি গাড়ি বিক্রি করে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাম্পের ভেহিকলস। এফএডিএ দেশের মোট ১ হাজার ৬০৫টি আঞ্চলিক পরিবহন অফিসের মধ্যে ১ হাজার ৩৯৭টির তথ্য সংগ্রহ করেছে। সেখান থেকেই এ গাড়ি বিক্রির তথ্য পাওয়া গেছে। পরিবহন অফিসগুলো জানিয়েছে, বৈদ্যুতিক থ্রি হুইলার গাড়ির জন্য নিবন্ধন আবেদনের পরিমাণ আগের অর্থবছরের দ্বিগুণ হয়েছে।
17435