PDA

View Full Version : প্রফেশনাল ট্রেডার হতে চান?



EmonFX
2022-04-11, 10:29 PM
কথাটা সবাই ট্রেডিংয়ে যুক্ত থাকার দরুন কমবেশি শুনতে পাই। আসলে এটার সংজ্ঞা কি? খুব কি কঠিন নিজেকে প্রফেশনাল ট্রেডার হিসেবে গড়ে তোলা?

আমার মতে অবশ্যই নিজেকে প্রফেশনাল ট্রেডার হিসেবে গড়ে তোলা কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। প্রয়োজন প্রচুর আত্মত্যাগ আর পরিশ্রম করার মানসিকতা। ট্রেডিংকে অন্য ৮-১০ টা ব্যবসার মতো মনে করে নিজের মনকে সেভাবে গড়ার চেষ্টা করতে হবে। সব ব্যবসায় লাভ লোকসান আমরা যেভাবে মেনে নেই, তেমনি ট্রেডেও সেভাবে লস মেনে নেবার অভ্যাস করতে হবে। আকাশ পাতাল গেইন, সর্টকাটে বড় কিছু করার কথা ভাবলেই আপনি ছিটকে পড়বেন এই মার্কেট থেকে।

প্রফেশনাল হতে যেসব বিষয় অত্যাবশ্যক তার মধ্যে অন্যতম হলো:

১) একটি গোছানো ট্রেডিং সিস্টেম।

২) ট্রেডিং জার্নাল মেইনটেইন করার অভ্যাস।

৩) প্রতিদিনের মার্কেট পর্যালোচনায় সময় দেওয়া।

৪) পুরো ট্রেডিং প্ল্যান গুছিয়ে নেয়া (কোন টাইমফ্রেমে এনালাইসিস করবেন, কোন টাইমফ্রেমে এন্ট্রি নিবেন)

৫) কোনভাবেই নিজের কর্মপরিকল্পনার বাইরে গিয়ে কোন কিছু না করা।
মোটকথা, প্রফেশনাল ট্রেডার হতে গেলে আপনাকে পুরোদস্তুর ডিসিপ্লিন, সাইকোলজিক্যালি স্ট্রং হতে হবে।

samun
2022-05-31, 09:06 AM
আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাণিজ্য এমন একটি কাজ যেখানে অধিক সময়ের প্রয়োজন হয় না যেকোনো সময় যেকোনো স্থানে বসে অ্যাকাউন্ট পরিচালনা করা সম্ভব যার ফলে আমি ফরেক্স মার্কেট কে প্রফেশন হিসেবে নিতে চাইনা বরং অন্য সকল কাজের পাশাপাশি আমি ফরেক্স কে আঁকড়ে রাখতে চাই যাতে করে আমার জীবনের অতিরিক্ত চাহিদা গুলো খুব সহজেই পূরণ করা সম্ভব হয়