PDA

View Full Version : নিজেদের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করল রাশিয়া।



Smd
2022-04-12, 05:43 PM
17463
ইউক্রেনের হাতে থাকা এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। গতকাল সোমবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পক্ষ থেকে এমন দাবি করা হয়। যদিও ইউক্রেন তা অস্বীকার করেছে। ইউরোপের একটি দেশ ইউক্রেনকে রাশিয়ার তৈরি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে দাবি করে, কয়েকটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে হামলা চালিয়ে ইউক্রেনের কাছে থাকা চারটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউরোপের একটি দেশ ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছিল। যদিও কোনো দেশের নাম উল্লেখ করেনি রাশিয়া। দেড় মাস পর্যন্ত চলমান যুদ্ধ চলাকালে দু'পক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও সকল দেশে চেষ্টা করছে এই যুদ্ধ পরিস্থিতি প্রশমিত করার জন্য কিন্তু বাস্তবতা ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা গুলো যুদ্ধ পরিস্থিতি মিমাংসার জন্য খারাপ দিক হয়ে উঠতে পারে। যুদ্ধ পরিস্থিতির কারণে সকল দেশি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির দিকে ধাবিত হচ্ছে।