PDA

View Full Version : দুই বছরের প্রবৃদ্ধি শেষে কম্পিউটার বিক্রিতে ধস



kohit
2022-04-13, 02:21 PM
কভিড-১৯ মহামারীর সময় অফিস, ভ্রমণ, সিনেমা-থিয়েটারসহ জনসমাগমমূলক কার্যক্রমে বিধিনিষেধের ফলে মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। এ সময় ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি বেড়ে যায়। করোনাভাইরাসের প্রকোপ ব্যাপকভাবে কমে আসায় বর্তমানে কম্পিউটার বাজারেও এর প্রভাব পড়ছে। সংক্রমণ কমার পাশাপাশি কম্পিউটার বিক্রি কমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকেই বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে। খবর সিএনবিসি ও মার্কেটওয়াচ।

একাধিক বাজার গবেষণা সংস্থার প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২২ সালের প্রথম প্রান্তিকে বিশ্বে কম্পিউটার বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। মহামারীকালের ফুলে-ফেঁপে ওঠা ব্যবসার দিন শেষ—এমনটা উল্লেখ করে সম্প্রতি গার্টনার জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ক্রোমবুক কম্পিউটার বিক্রি বার্ষিক হিসাবে ৭ দশমিক ৩ শতাংশ কমে ৭ কোটি ৭৫ লাখ ইউনিটে দাঁড়িয়েছে।

২০২২ সালের প্রথম প্রান্তিকের বিক্রি কমার সঙ্গে ২০২১ সালের রেকর্ড বিক্রির মধ্যে আকাশ-পাতাল তফাত। ২০২১ সালের প্রথম প্রান্তিকে বিক্রির হার ছিল গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। কেননা গ্রাহক ও ব্যবসায়ী উভয়ই দূর থেকে কাজ করা ও শেখার জন্য নতুন ল্যাপটপ কিনেছে। প্রায় এক দশক বৃদ্ধি ছাড়া কিংবা ধীরগতির বিক্রির পর ২০২১ সালে কম্পিউটার বিক্রি বেড়েছে প্রায় ১৫ শতাংশ, যা ২০১২ সালের স্তরে উন্নীত করেছিল। কম্পিউটার বিক্রি কমার এ চিত্র অন্যান্য প্রতিবেদনেও দেখানো হয়েছে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রতিবেদনে বলা হয়, গত প্রান্তিকে কম্পিউটার বিক্রি ৫ দশমিক ১ শতাংশ কমে ৮ কোটি ৫ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। ক্যানালিস বলছে, ২০২২ সালের প্রথম প্রান্তিকে বিক্রি ৩ শতাংশ কমেছে।

বণিক বার্তা