View Full Version : একাধিক পিয়ারে ট্রেড করা উচিত না।
md mehedi hasan
2022-04-20, 04:27 PM
ফরেক্স মার্কেটে আমরা যারা একাধিক পিয়ার নিয়ে ট্রেড করছি আজকে পোষ্ট টি স্পাশালি তাদের জন্য।ফরেক্স মার্কেটে যারা একেবারে নতুন তাদের বিষয় টি আলাদা।কারন তারা এখনো ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন কিছু জানে না।কিন্তু যারা ফরেক্স মার্কেট এ মোটামুটি ভাবে বেশ কয়েক বছর ধরে আছে তারা জনে যে ফরেক্স মার্কেটে একাধিক পিয়ারে ট্রেড করা উচিত না।কিন্তু তারা এই বিষয় মানতে পারেনা।তাদের মূন ধারনা হলো আমার কাছে ম্যাজিক স্ট্র্যাটেজি আছে।আর এই টা দিয়ে ট্রেড ধরবো আর প্রফিট ঘরে তুলবো।আর এজন্য বেশি ট্রেড করবো।আর বেশি ট্রেড করতে গেলে বেশি পিয়ার লাগবে।এমন কি বেশি ট্রেডের আশায় অনেক ট্রেডার আছে মেজর কারেন্সি এর পাশাপাশি ক্রস কারেন্সি পেয়ারের ওপেন করে রেখেছে।কিন্তু বাস্তবতা হলো উন্টো।বেশি পিয়ারে বেশি ট্রেড বেশি লস।পরিনামে একাউন্ট্ জিরো।ভাই একটা কথা সবসময়ই মাথায় রাখবেন যে আপনি ফরেক্স মার্কেটে যত বেশি মুভ করবেন ততো লস করবেন।এলোমেলো দশটা ট্রেড লাভ করার চিন্তা বাদ দিয়ে একটি ট্রেডে প্রফিট করেন।একটা বা দুটো পিয়ারে কাজ করেন।এদের আচার বুঝার চেষ্টা করেন।মাসে তিন থেকে চারটি ট্রেড করেন।দেখবেন আপনি ভালো একটি রিটার্ন পাচ্ছেন।য
souravkumarhazra6763
2022-04-20, 06:35 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং এর জন্য আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম এ একাধিক পেয়ার পাবেন,কিন্তু আমি মনে করি একাধিক পেয়ার এ ট্রেড না করে নির্দিষ্ট কিছু পেয়ার এ ট্রেড করা ভালো,একাধিক পেয়ার মাথা দিলে আপনার ট্রেডিং এ সমস্যা হতে পারে,আমি নিজেও কখনো একাধিক পেয়ার এ ট্রেড করিনা,আমি সাধারনত মেজর পেয়ার এ ট্রেড করে থাকি।
Hridoy6763
2022-04-20, 09:36 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আপনি অনেক ধরনের পেয়ার পাবেন,একাধিক পেয়ার আপনার ট্রেডিং প্ল্যাট ফর্ম এ থাকে,আপনি চাইলে আপনার মন মতো পেয়ার এ ট্রেডিং করতে পারেন,আসলে আমি সব পেয়ার এ ট্রেড নিতে পছন্দ করি,আমি আমার ট্রেডিং কৌশল অনুযায়ী যেই পেয়ার এ এন্ট্রি পাই আমি ওই পেয়ার এ ট্রেড নিয়ে থাকি,কয়েক টা পেয়ার নিয়ে ট্রেড করা যাই না।
habibi
2022-04-21, 01:09 PM
ব্যক্তিগতভাবে আমি একাধিক পেয়ারে ট্রেড করা ভাল মনে করি। শুধু দুটি নয় একাধিক পেয়ারে ট্রেড করা ভাল। তবে ট্রেড ওপেন করার জন্য আপনার পর্যাপ্ত পরিমানের ব্যালেন্স থাকতে হবে। আপনার ব্যালেন্স যত বেশি থাকবে আপনি তত গুলো ট্রেড ওপেন করতে পারবেন। আর যদি আপনার পর্যাপ্ত পরিমান ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আপনি বেশি ট্রেড করতে পারবেন না। অর্থাৎ কথা হল আপনি একসাথে একাধিক পেয়ারে ট্রেড করতে পারবেন যদি আপনার পর্যাপ্ত পরিমানে ফ্রি মার্জিন থাকে। ফ্রি মার্জিন না থাকলে আপনি নতুন করে ট্রেড ওপেন করতে পারবেন না।
samun
2022-05-23, 03:42 PM
ফরেক্স মার্কেটে প্রথমদিকে আমি একাধিক পেয়ারে ট্রেড করতাম তার কারণ যখন দেখলাম একটি পেয়ার ট্রেডিংয়ের প্রতিকূলে চলে যায় তখন অপর একটি পেয়ারে নতুন করে আবার ট্রেড ওপেন করতাম এটি আমার জন্য একটি বড় ভুল সিদ্ধান্ত ছিল যা পরবর্তীতে আমি বিষয়টি সম্পর্কে জানতে পারি এরপর থেকে আমি আর কখনোই একাধিক পেয়ারে ট্রেড নেই নি
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.