SaifulRahman
2022-04-21, 04:08 PM
শেয়ারবাজারে শেয়ারের দরপতনের সীমায় আবারও পরিবর্তন আনল নিয়ন্ত্রক সংস্থা। এখন থেকে শেয়ারের দাম দিনে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত কমতে পারবে। এত দিন দরপতনের সর্বোচ্চ সীমা আরোপিত ছিল ২ শতাংশে। গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সীমায় পরিবর্তন এনেছে। বিএসইসি জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে নতুন এ সীমা কার্যকর হবে। জানা গেছে, শেয়ারের দরপতনের সীমা ২ শতাংশে বেঁধে দেওয়ায় বাজারে লেনদেনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ, কিছুদিন ধরে ২ শতাংশ দাম কমলেই বেশির ভাগ শেয়ার ক্রেতাশূন্য হয়ে পড়ছে। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীরা বড় অঙ্কের শেয়ার লেনদেন করতে পারছিলেন না। তাতে লেনদেনের পরিমাণও অনেক কমে যায়। তাই প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরা অনানুষ্ঠানিকভাবে শেয়ারের দরপতনের সীমা বাড়ানোর কথা বলে আসছিলেন। বাজারসংশ্লিষ্টদে চাহিদার পরিপ্রেক্ষিতে গতকাল এ সীমা বাড়িয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৮ মার্চ শেয়ারবাজারের পতন ঠেকাতে দরপতনের সর্বোচ্চ সীমা ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। এখন এ সীমা ৩ শতাংশ বাড়ানো হয়েছে।
দরপতনের সীমায় পরিবর্তন আনা হলেও মূল্যবৃদ্ধির সীমা আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ শেয়ারবাজারে যেকোনো শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারবে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, নতুন এ পরিবর্তনের ফলে বাজারে ক্রেতা বাড়বে। কারণ, দাম কমলে ক্রেতারা কম দামে শেয়ার কেনায় বেশি আগ্রহী হবেন।
এদিকে টানা পতন ঠেকাতে বাজারে বিএসইসির তদারকি বৃদ্ধির ফলে গত দুই দিনে সূচক ও লেনদেনে কিছুটা গতি ফিরেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৭৬ পয়েন্ট বা প্রায় সোয়া ১ শতাংশ বেড়েছে। এর আগের দিন, অর্থাৎ মঙ্গলবার ডিএসইএক্স সূচকটি ৪৮ পয়েন্ট বা পৌনে ১ শতাংশ বেড়েছিল। ফলে গত দুই দিনে ঢাকার বাজারের প্রধান সূচকটি ১২৪ পয়েন্ট বেড়ে আবারও ৬ হাজার ৬০৬ পয়েন্টের অবস্থানে উঠেছে। অথচ টানা কয়েক দিনের পতনে এ সূচক সোমবার সাড়ে ৬ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে গিয়েছিল।
17585
দরপতনের সীমায় পরিবর্তন আনা হলেও মূল্যবৃদ্ধির সীমা আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ শেয়ারবাজারে যেকোনো শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারবে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, নতুন এ পরিবর্তনের ফলে বাজারে ক্রেতা বাড়বে। কারণ, দাম কমলে ক্রেতারা কম দামে শেয়ার কেনায় বেশি আগ্রহী হবেন।
এদিকে টানা পতন ঠেকাতে বাজারে বিএসইসির তদারকি বৃদ্ধির ফলে গত দুই দিনে সূচক ও লেনদেনে কিছুটা গতি ফিরেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৭৬ পয়েন্ট বা প্রায় সোয়া ১ শতাংশ বেড়েছে। এর আগের দিন, অর্থাৎ মঙ্গলবার ডিএসইএক্স সূচকটি ৪৮ পয়েন্ট বা পৌনে ১ শতাংশ বেড়েছিল। ফলে গত দুই দিনে ঢাকার বাজারের প্রধান সূচকটি ১২৪ পয়েন্ট বেড়ে আবারও ৬ হাজার ৬০৬ পয়েন্টের অবস্থানে উঠেছে। অথচ টানা কয়েক দিনের পতনে এ সূচক সোমবার সাড়ে ৬ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে গিয়েছিল।
17585