PDA

View Full Version : যে ৫টি নিয়ম মেনে ট্রেড করলে আপনি কখনও লস করবেন না।



EmonFX
2022-04-21, 04:36 PM
লস ফরেক্স ট্রেডিং এর একটি অংশ। তবে নিয়ম মেনে ফরেক্স ট্রেডিং করতে পারলে সেই লস অনেকটা কমিয়ে আনা সম্ভব।
০১। আপনার একটা ভাল ব্যালেন্স থাকতে হবে ।
০২। লোভ করা যাবে না । সবসময় কম ভলিয়মে ট্রেড করতে হবে ।
০৩। ধৈয্য রাখতে হবে । সবসময় মার্কেট আপনার পক্ষে আসবে না । যখন মার্কেট আপনার এনালাইসিস এর পক্ষে আসবে তখন ট্রেড করতে হবে ।
০৪। একটা ট্রেড এর বিপরীতে কমপক্ষে ২০০০ পিপস বেকআপ রাখতে হবে ।
০৫। যেকোনো এক/দুইটা পেয়ারে ট্রেড করুন।

md mehedi hasan
2022-04-21, 05:33 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে অবশ্যই লসের সম্মুখ হতে হবে এটাই স্বাভাবিক।তবে আপনার লস টা যেন প্রফিটের চেয়ে বেশি না হয়।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে লসের সম্ভাব্য কারন গুলো চিহ্নিত করে সেগুলো এড়িয়ে যেতে হবে।
ডেমোপ্রাক্টিস
ফরেক্স মার্কেটে প্রথমিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত যা কিছু শেখার আছে তা আপনাকে ডেমোপ্রাক্টিস এর মাধ্যমে কমপ্লিট করতে হবে।আপনি এক বা দুই মাসে অন্দাজে অনেক প্রফিট করবেন।আর এই কারনে লোভে পরে রিয়েল একাউন্ট্ এ ট্রেড করবেন তো লস খাবেন।আপনি ডেমোপ্রাক্টিস এর মাধ্যমে লাভ করছেন ভালো কথা কিন্তু এই লাটা ছয় মাস যদি কন্টিউনিউ করতে পারেন তাহলে রিয়েল একাউন্ট্ করার চিন্তা করেন।

রিয়াল একাউন্টে
ফরেক্স মার্কেটে আপনি যত সহজেই ডেমোপ্রাক্টিস করে প্রফিট করতে পারবেন।কিন্তু রিয়েল একাউন্ট্ এ ট্রেড আপনি অত সহজেই লাভ করতে পারবেন না।কারন আপনি যখন ডেমোপ্রাক্টিস করেন তখন তেমন সিরিয়াস থাকেন না।কিন্তু রিয়েল একাউন্ট্ এ ট্রেড যখন নিজের পকেটের টাকা যাবে।তখন বুঝতে পারবেন।তবে লোভ ত্যাগ করে ধৈর্য ধারন করে সঠিকভাবেমানিমেনে মেন্ট করে ট্রেড করে একটি প্রফিটেবল স্ট্র্যাটেজি এর মাধ্যমে ট্রেড করলে আপনি সফলতা লাভ করবেন।

souravkumarhazra6763
2022-04-21, 05:46 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে গেলে লাভ লস উভয় এর সন্মূখীন হতে হবে,একজন সফল ট্রেডার ও লস এর স্বীকার হয়ে থাকে,একটানা প্রফিট কিংবা প্রতেক এন্ট্রি তে লাভ সম্ভব না,কিন্তু আপনি যদি কিছু জিনিস মেনে ট্রেড করেন তাহলে আপনার লস এর থেকে লাভ এর পরিমান বেশি হবে,

১/মার্কেট ট্রেড সঠিক ভাবে নির্ণয় করা।

২/ট্রেন্ড এর পক্ষে এন্ট্রি নেওয়া।

৩/সাপোর্ট এবং রেসিস্টেন্স জোন থেকে কনফারমেশন নিয়ে ট্রেড করা।

৪/প্রতেক এন্ট্রি তে স্টপ লস ব্যবহার করা।

৫/ম্যানি ম্যানেজমেন্ট ব্যবহার করে ট্রেড করা।

samun
2022-05-23, 03:41 PM
আসলে ফরেক্স মার্কেটে বিভিন্ন কারণে মানুষ বাস করে থাকে সে ক্ষেত্রে আপনি প্রধান পাঁচটি বিষয়ে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করার জন্য এছাড়াও আরও একাধিক কারণ রয়েছে যার কারণে ফরেক্স মার্কেটে ট্রেড ক্লোজ করে থাকে তাই আমাদের ফরেক্স ট্রেডিং শুরু করার পূর্বে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে