PDA

View Full Version : ডেমো ট্রেডিং আমাদের প্রথমিক মূলধন লস করার প্রধান কারন



md mehedi hasan
2022-04-22, 05:36 AM
আমার থ্রেড টি নেগেটিভ মনে হলেও সত্য।আমরা মনে করছি যে কি ভাবে ডেমোপ্রাক্টিস আমাদের প্রথমিক মূলধন লস এর জন্য দায়ী।ডেমোপ্রাক্ট স এর মাধ্যমে আমরা নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে পারি যাতে রিয়েল একাউন্ট্ থেকে টাকা ইনকাম করতে পারি।সবঠিক আছে।আসল কথা হলো রিয়েল একাউন্ট্ এ ট্রেড করার জন্য কিছু নিয়ম কানুন আছে।তেমনি ডেমোপ্রাক্টিস করার জন্য কিছু নিয়ম কানুন আছে।কিন্তু আমরা প্রথমে ডেমোপ্রাক্টিস করি সম্পন্ন ভুল ভাবে।এখানে কোন প্রকার মানিমেনেজমেন্ট নেই কোন স্ট্র্যাটেজি নেই।কোন নির্দিষ্ট টাইম ফ্রেমে নেই।যখন যেখানে যে ভাবে ইচ্ছে ট্রেড করছি।অনেক ডলির একাউন্টে থাকে তাই একটি দুটো ট্রেড লস হলে পরে ভিশাল লটে ট্রেড ওপেন করে পাচ দশ পিপসে হাজার ডলার লাভ করি।আর নিজেকে দক্ষ ট্রেডার মনে করি।আর মনে মনৈ ভাবি এত দেরি করে কি হবে।রিয়েল একাউন্ট্ খুলি।অভিজ্ঞদের কথা তোয়াক্কা না করে একটা পঞ্চাশ ডলারের একাউন্টে খুলে একসপ্তাহে সব শেষ করি।এরপর অনুধাবন করতে পারি যে ফরেক্স মার্কেটে কিছু করতে গেলে শিখতে হবে।কিন্তু এখন আর ডেমোপ্রাক্টিস করতে মন চায় না।আবার রিয়েল একাউন্ট্ আবার লস।এভাবেই চলতে চলতে একটিন ফরেক্স মার্কেট থেকে বিদায় নিবে।17594

Hridoy6763
2022-04-22, 08:51 AM
আসলে ডেমো অনুশীলন ছাড়া ফরেক্স ট্রেডিং এ সাকসেস হওয়া খুব কঠিন ব্যাপার,ডেমো আপনাকে প্রাথমিক ভাবে লস এর স্বীকার করলেও,এই ডেমো আপনাকে আপনার ট্রেডিং কৌশল সঠিক করতে সাহায্য করে থাকে,আপনি যত বেশি ডেমো তে সময় দিবেন ভালো ভাবে তারফল ঠিক রিয়েল এ ভালো ভাবে পাবেন,কিন্তু বেশিরভাগ ট্রেডার ডেমো কে ইগনোর করে চলে তারফল তারা রিয়েল এ জেয়ে অনেক লস করে থাকে,অনেক ট্রেডার ডেমো কে সিরিয়াস ভাবে নেন না,ডেমো কে রিয়েল একাউন্ট এর মতো ভেবে আমাদের সকলের ট্রেডিং করা উচিত,আমি নিজে এই টা মনে করি।

samun
2022-05-23, 03:39 PM
ভারত সম্পর্কে নতুন নতুন তথ্য প্রদানের মাধ্যমে নতুন ট্রেডারদের জন্য অনেক বেশি সহায়ক এতে করে নতুন ট্রেডাররা যেমন ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে ও বুঝতে পারে তিনি এর সকল তথ্য ট্রেডিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে এ জন্য আপনাকে ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য পোস্ট করার জন্য