PDA

View Full Version : ফরেক্স সিগনাল আমাদের কি রকম সাহায্য করে?



samrat
2015-08-23, 07:17 PM
ফরেক্স সিগনাল আমাদের অনেক ভাবে সাহায্য করে।এটা আমাদের ট্রেড করতে সাহায্য করে থাকে।তবে এটা অনেক সময় মিলে আবার অনেক সময় মিলে না।আমার জানামতে খুব কুমই মিলে।

Defender
2015-08-25, 09:54 AM
আমরা যে কাজ করি তঅ সিগন্যাল অনুসরন করে আমদের কে বাই সেল অরডার প্লেস করতে হয়। তায় এখানে আমাদের এটা অনেক সাহায্য করে।

amdad123
2015-08-26, 12:13 AM
আসলে আমি মনে করি ফরেক্স মার্কেটে ইলেকট্রিক অটো সিগনাল গুলো দিয়ে ট্রেড করার চেয়েও নিজের জ্ঞান দিয়ে ট্রেড করা অনেক ভালো, কেননা ফরেক্স মার্কেট একটা বাস্তবতার উপর দিয়ে চলে। বিশ্বের অর্থনিতির উপর নির্ভর করে প্রতিদিনের লেনদেনের মধ্য দিয়ে মার্কেট উঠা নামা করে, অতএব এখানে সিগনাল এর তেমন কাজ আছে বলে আমি মনে করিনা।

md mehedi hasan
2015-08-26, 08:28 AM
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে দক্ষতা ও আপনার কিছু নিজেস্ব ট্রেডিং কৌশল না থাকলে আপনি কখনো সফল হতে পারবেন না।ফরেক্স মার্কেটে সিগনাল যদি সঠিক ভাবে কাজ করতো তাহলে সকল ফরেক্স ট্রেডাররা সিগনালের উপর নির্ভর করে ট্রেড করতো।তাই সিগনালের উপর নির্ভর করা মানে বোকামি করা।কারন সিগনাল সবসময় সঠিক সংকেত প্রদান করতে পারেনা।তাই সিগনালের উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয়।

FxAhsan
2015-09-09, 11:55 PM
ফরেক্স যদি সিগনাল দিয়েই লাভ করা যেত তাহলে ভালোই হত,যে সিগনাল দিবে সেওতো মানুষ তার টা যদি সবসময় ঠিক হয়ে থাকে তাহলে সে কেন তার সময় আপনার আমার পেছনে নষ্ট করবে।আপনি চিন্তা করে দেখুন আপনার ১০ টি ট্রেড যদি প্রফিটে যায় কি পরিমান লাভ হবে বুঝতে পারছেন,তখন আর আপনাকে পায় কে!

Imran1995
2015-09-10, 12:26 AM
ফরেক্স সিগন্যাল আমদের ট্রেড করতে সাহায্য করে। যেমন আপনি যদি নতুন ট্রেডার হউন আর আপনার ট্রেড এ যেথেস্ট দক্ষতা না থাকে তাহলে আপনি অন্যের সিগন্যাল ফলো করতে পারেন। তবে আপনাকে অবশ্যই ট্রেড শিখে নিতে হবে কারন অন্যের দেয়া সিগন্যাল এ সারাজীবন চলবে না আর সফল ট্রেডার হতে পারবেন না।

swadip chakma
2015-09-12, 10:52 PM
ফরেক্স এ একজন সফল ট্রেডার হতে হলে অবসস্যই ভাল দক্ষতা অরজন করতে হয়।যদি নিউ ট্রেডার হয় তাহলে সিগনাল ব্যবহার করা যেথে পারে,ফরেক্স এ সিগনাল অনেক উপকার আছে যা দক্ষতা ছাড়া আয় করার সুযোগ রয়েছে।তবে ফরেক্স সিগনাল ব্যবহার এর চেয়ে দক্ষতে অরজন করে ট্রেড করলে অনেক সুফল আশা করা যায়।

sharifulbaf
2015-12-18, 03:26 PM
ফরেক্স সিগনাল ব্যাবহার করে যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেডিং করি তা হলে অতি সহজে ট্রেড করে প্রফিট নিতে পারব। তাই আমাদের ফরেক্স ট্রেড করার সময় এনালাইসিস করে সিগনাল তৈরি করে ট্রেড করা উচিৎ। সব সময় সিগনাল নাও কাজ করতে পারে তা নিউজ দেখতে হবে।

basaki
2015-12-18, 04:12 PM
যেকোন মার্কেট কোন না কোন খবরের উপর নির্ভর করে থাকে। তেমনেই ফরেক্স মার্কেটে আছে অনেক সিগ্নাল।আর এই ফরেক্স সিগ্নাল আপনি না মেনে যদি ট্রেড করতে যান তাহলে আপনাক অনেক সময় অনেক লসের সম্মক্ষীন হতে হবে।

MotinFX
2015-12-19, 04:34 PM
মার্কেটে ট্রেড করার পুর্বে আমাদের বিভিন্ন রকমের সিগনাল প্রধান করে থাকে। যেমন ইনডিকেটর মাধ্যমে আমরা সিগনাল পেয়ে থাকি। নিউজ এর মাধ্যমে সিগনাল পেয়ে থাকি। সিনাঢর ট্রেডার দের থেকে সিগনাল পেয়ে থাকি।

AbuRaihan
2015-12-25, 10:55 PM
বেশিরভাগ ক্ষেত্রেই খুব কম মিলে ৤ আমি বিশ্বাস করি নিজের সামর্থ্যর উপর ৤ অর্থ্যাৎ আমি নিজে নির্ভরশীল আমার নিজের ফরেক্স সিস্টেমের উপর ৤ অন্যর কাছ থেকে সিগন্যাল নেওয়া মানে হল তার কাছে নির্ভরশীল হয়ে পড়া এবং বেশিরভাগ ক্ষেত্রেই সিগন্যালগুলো হয়ে থাকে ঝুঁকিপূর্ণ এবং এসব সিগন্যাল লাভের জন্য ব্যবহার করা হলেও উপরুন্ত এসব ব্যবহার করে লস করতে হয় ৤ সব দিক বিবেচনা করে আমি মনে করি নিজের টাকা নিজের ট্রেডিং সিস্টেমের মাধ্যমে যথার্থ ব্যবহার করুন এবং অপরের উপর নির্ভরশীলতা কমিয়ে দিন ৤

Marufa
2015-12-26, 09:25 AM
ফরেক্স সিগন্যাল আমাদের কোন রকম সাহায্য করে না । নিজের পকেটের টাকা কেন অন্যের উপর নির্ভর করে ছেড়ে দিবেন । নিজে নিজে যোগ্য হতে না পারলে অন্যের চিন্তা করে কোন লাভ হবে না । এক সময় লস খাবেন এটাই সত্যি ।

HKProduction
2016-01-02, 06:52 PM
আমি সাধারণত সিগনাল নিয়ে কোন ট্রেড করিনা। এটা ওস্তাদের মানা। ওস্তাদে বলেছেন নিজে সিগনাল তৈরি করার চেষ্টা কর। তাই আমি মার্কেট এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করি। বিশেষ করে আমি টেকনিক্যাল এনালাইসিসের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি।

yasir arafat
2016-04-04, 02:18 PM
ফরেক্স সিগনাল আমাদেরকে ভাল কিছু একটা অ্যানালাইসিসে সাহায্য করে।তার মানে এই নই যে তা ১০০% সঠিক হবে।এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর।এটা আমাদেরকে কাঠামোগত দিক থেকে সাহায্য করে মাত্র।নিজের অভিঙ্গতা থাকলে সব দিক থেকে সফলতা পাওয়া সম্ভব।সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে।

dwipFX
2016-05-15, 12:26 PM
আমি একজনকে পলো করতাম সে মাঝে মাঝে ভাল সিগনাল দেই আবার কখনো উল্টা পাল্টা সিগনাল দেই। আমি মনে করি আমাদের নিজস্ব ট্রেডিং সিসটেম তৈরি করতে হবে। কারো সিগনাল পলো না করে সিগনাল বানানোর চিন্তা করুন।

RUBEL MIAH
2016-05-15, 11:29 PM
ফরেক্স সিগন্যাল আমাদের ফরেক্স ব্যবসা লাভবান করতে শিখায় । যে যত বেশী লাভবান সে তত বেশী এ্যানালাইসিস করেছে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য সিগন্যাল মেনে চলব । তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

saiful977
2016-05-28, 06:14 PM
ফরেক্স সিগনাল খুব কাজের অনেক সময় সিগনাল খুব বেশি কাজ করে ট্রেডিং এর সময়

maziz6989
2016-06-01, 10:00 PM
আসলে সত্যি কথা বলতে কি কারো সিগন্যাল নিয়ে ট্রেড করলে কোন দিনই ট্রেডার হিসেবে গড়ে ওটা হবে না। তাই আগে নিজে থেকে নিজের জন্য সিগন্যাল জেনারেট করতে শিখুন। কারও সিগন্যাল দেখলে নিজের মনে তা বুঝার চেষ্টা করুন কেন সে এখানে বাই বা সেল নিতে চাইল। কারণ টা উদঘাটন করতে শিখলে আপনিও একদিন এভাবে সিগন্যাল দিতে পারবেন। ধন্যবাদ।

Wajih Toushif
2016-06-10, 10:48 AM
ফরেক্স সিগন্যাল আমাদের ট্রেড এর জন্য অনেক ভালো জিনিস। সিংনাল এর কারণে আমাদের মার্কেট এ কখন কি হচ্ছে একটা ধারনা থাকে। তবে ফরেক্স সিগনাল হুবহু ট্রেড করা ভালো না। সিগনাল ধেকে নিজের বুদ্ধি খাটিয়ে ট্রেড করা সবচে ভালো।

hasibul
2016-06-10, 03:52 PM
ফরেক্স সিগনাল অনেক উপকারি । তবে ফরেক্স সিগনাল এর উপর ১০০% নিরভর না করাই ভালো । প্রথমে নিজে নিজে মার্কেট এনালাইসিস করবেন তারপর সিগনাল মিলিয়ে দেখবেন ঠিক আছে কি না । যদি মিলে যায় তারপর ট্রেড করবেন ; যদি না মিলে তখন আরও একবার এনালায়সিস করে তারপর ট্রেড করবেন । ফরেক্স সিগনাল কে এভাবে কাজে লাগাতে পারলে লাভ করা সম্ভব ।

ikhtiikhti
2016-06-14, 11:36 AM
ফরেক্স সিগনাল ট্রেড ওপেন করার জন্য নানা ভাবে সাহায্য করে।সিগনাল দেখে ট্রেড করে মাঝে মাঝে অনেক বড় প্রফিট পাওয়া যায়।কিন্তু তারপরো এটি অনেক রিস্ক। কারন প্রায়ই এই সিগনাল গুলো ভুল নির্দেশনা দেয়।যার ফলে ট্রেডাররা লসে পরে যায়। আমার মনে হয় সিগনালের উপর নির্ভর না করে বাস্তবতা অবলম্বন করে ট্রেড করা উচিত।

Rahat015
2016-06-15, 12:14 AM
আমি মনে করি ফরেক্স মার্কেটে অটো সিগনাল গুলো দিয়ে ট্রেড করার চেয়েও নিজের জ্ঞান দিয়ে ট্রেড করা অনেক ভালো, কেননা ফরেক্স মার্কেট একটা বাস্তবতার উপর দিয়ে চলে। আর এসব সিগন্যালের চেয়ে নিজে বুজে বুজে কয়েক মাস কষ্ট করে ট্রেড করা অনেক ভালো। এতে অনেক কিছু শিখা যায়। আর আপনি দক্ষতা অর্জন করতে পারলে আপনি ও সিগন্যাল প্রভাইড করতে পারবেন।।

Mamun13
2017-07-31, 11:44 PM
ফরেক্স মার্কেটে নিয়মিত প্রচুর পরিমান প্রফিট করার আশ্বাস দিয়ে অনেক ভূয়া ব্যাক্তি নতুন ট্রেডারদের নিকট সিগনাল বিক্রী করে থাকে৷অদক্ষ্ ও লোভী নতুন ট্রেডার না জেনে,না বুঝে নানা রকমের সিগনালের পেছনে দৌড়ায় যেন সহজেই সবকিছু পেয়ে যাবে৷অথচ তারা জানেনা যে একজন সিগনাল প্রোভাইডার কেন তার গোপন কৌশলগুলো এতো সস্তায় বিক্রী করে দিবে ? কোনো সিগনাল যদি নিয়মিত প্রফিট দিতে পারতো তাহলে বিক্রেতা নিজেই তা ব্যাবহার করবে,অন্যের কাছে কখোনোও বিক্রী করবে নাহ্৷নিজের ট্রেডিং সিগনাল নিজেই তৈরি করার চেষ্টা করুন,এটাই সর্বোত্তম হবে৷