Log in

View Full Version : ৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিক হচ্ছেন ইলোন মাস্ক



kohit
2022-04-26, 12:59 PM
নগদে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে নিচ্ছেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা নির্বাহী (সিইও) ইলোন মাস্ক। টুইটারের পরিচালনা পর্ষদও তার এ অধিগ্রহণ প্রস্তাব গ্রহণ করেছে। স্থানীয় সময় সোমবার এ ঘোষণা দেয়া হয়। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইলোন মাস্ক তার ৪৪ বিলিয়নের এ প্রস্তাবকে সেরা ও চূড়ান্ত বলে মন্তব্য করেছেন। অপেক্ষা কেবল টুইটারের পরিচালনা পর্ষদের। তাদের অনুমোদন পেলেই লেনদেন চূড়ান্ত হয়ে যাবে।

খবরে আরো বলা হয়, বিক্রি হলে টুইটারের প্রতিটি শেয়ারের সম্ভাব্য দাম হতে পারে ৫৪ দশমিক ২০ ডলার। স্থানীয় সময় সোমবার রাতে সাইটটি বিক্রি সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তার আগেই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতে টুইটারের শেয়ারের দর সাড়ে ৪ শতাংশ বেড়ে ৫১ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে।

ফোর্বসের হিসাব অনুসারে ৫০ বছর বয়সী মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে নিজের অর্থায়নেই টুইটার কিনে নেবেন ইলোন মাস্ক। এতে টেসলার কোনো অংশগ্রহণ থাকবে না। অবশ্য মাস্ক বা টুইটার থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য আসেনি।

বণিক বার্তা