Log in

View Full Version : নতুন মাসে ব্যর্থতার গ্লানি ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করি।



md mehedi hasan
2022-05-02, 06:09 AM
একটি নতুন মাস একটি নতুন স্বপ্ন।বিগত মাসে যা হয়েছে তা সব ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করা উচিত।আপনি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে গত মাসে যে ভুলগুলো করেছেন তা ঠিক করে নতুন মাসে নতুন উদ্দমে ফরেক্স করি।হয়ত বা গত মাসে লোভে পরে অভার লটে ট্রেড করে একাউন্টের অনেক ক্ষতি করেছি।এখন আমি নিজেকে স্থির রাখবো।এই মাসটি হবে আমার লস রিকভারির মাস।আমি এই মাসে কয়েকটি ভালো এন্ট্রি পয়েন্ট খুজে বের করে ট্রেড করবো।অযথা ট্রেড করে লস বারাবোনা।আবার যারা গত মাসে লাভ করেছে।তারা এখন মনে মনে ভাবছে এই মাসেও লাভ করবো।ভাই একটু আস্তে ধীরে লাভ করার চিন্তা করেন কারন আপনা এখন অভার কনফিডেন্স নিয়ে আছেন।আর মার্কেটে অতিরিক্ত অত্ন বিশ্বাস বিপদের কারন হয় দারায়।তো একটু ভেবে চিন্তে ট্রেড করুন তারাহুরার কিছুই নেই।গত মাসের প্রফিটকে রক্ষা করার চেষ্টা করুন।
17682

samun
2022-05-18, 09:20 AM
আসলে আমার যে কি সমস্যা আমি নিজেও জানিনা প্রতিবার আমি ব্যালেন্স পাওয়ার পর বলে থাকি আমি আর ভুল করবোনা কিন্তু আমি প্রতিবার ব্যালেন্স পাওয়ার পর একই ভুল করে ব্যালেন্স 0 করে ফেলে আসলে এর থেকে পরিত্রান পাওয়ার কি আদৌ কোন উপায় রয়েছে প্রতিবারই আমি হাই লট নিয়ে ট্রেড করে একাউন্টকে ঝুঁকির মুখে ফেলে দি কিন্তু আমি যত চেষ্টা করি নিজেকে এ বিষয়ে থেকে রক্ষা করতে পারিনা