PDA

View Full Version : নিজের ভুলে বারবার লস খাচ্ছি।



md mehedi hasan
2022-05-10, 06:57 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করছি অনেক ইজি ভাবে।স্ট্র্যাটেজ অনুযায়ী ট্রেড করছি প্রফিট হচ্ছে।কিন্তু রিক্স রিওয়ার্ডস দুই ও হচ্ছে।কিন্তু সমস্যা হল আমি শর্ট ট্রেড লং করার চেষ্টা করছি।এভাবে দুই দিনে এগারো ডলারের প্রফিট ট্রেড থেকে লস করলাম পাচ ডলার।কিছুটা বিরক্তি মনে হচ্ছে তাপরেও এইটুকু সান্ত্বনা আছে যে প্রফিট করতে পারছি।তবে প্রফিট বুক করতে হলে আমাকে আমার লোভ ত্যাগ করতে হবে।এছাড়া ও আমি কেন জানিনা প্রতিদিন ট্রেড খুজছি।যা মটেও ভালো না।এখন থেকে সপ্তাহে দুই থেকে তিনটি ট্রেড বেছে বেছে করবো।মাঝেমধ্যে আমি অভার লটে ট্রেড করার জন্য উদগ্রীব হয়ে উঠি।তবে নিজেকে সান্ত্বনা দেই ভালো সময় আসবে।

Hridoy6763
2022-05-18, 09:34 AM
ভাই বিজিনেস করতে হলে লাভ লস হবে,তাই এই নিয়ে হতাশ হওয়া যাবে না,কিন্তু খেয়াল রাখতে হবে লস যেনো লাভ এর তুলনায় বেশি না হয়,আমার মতে আপনি শর্ট ট্রেডিং না করে লং ট্রেডিং এ নিজেকে প্রস্তুত করুন,কারন মার্কেট সব সময় লং টাইম ফ্রেম কে অনুসরণ করে থাকে,আর আপনার একটা মাসিক টার্গেট থাকতে হবে সেই টা ফিল আপ হয়ে গেলে আর ট্রেডিং করা যাবেনা,কারন ফরেক্স করতে হলে আপনার ব্রেন কে ও রিলেক্স রাখতে হবে,লস হলে মাথা গরম না করে রিকোভার এর ট্রাই করুন,ধন্যবাদ আপনাকে।