View Full Version : আমরা গত মাসের বোনাস রক্ষা করতে পেরেছি কি।
md mehedi hasan
2022-05-11, 08:26 AM
ফরেক্স বাংলা ফোরামের অবদানে আমরা প্রতি মাসে পোস্ট এর বিনিময়ে কিছু বোনাস পাই ট্রেড করার জন্য।আমরা এই বোনাস কে সঠিক ভাবে কাজে লাগাতে পারছি কি পারছিনা এক বার ভেবে দেখেছি কী।আমরা বোনাস নেই আবার সপ্তাহে না ঘুরতেই শেষ করে ফেলি।কারণ আমরা শেখার চাইতে বা দক্ষতা অর্জন করার চাইতে ইনকাম এর চিন্তা বেশি করি।যার ফলে এই বোনাস বেশিদিন ধরে রাখতে পারিনা।আমি গত মাসে ৬৬ ডলাল পেয়েছিলাম।ডলার পাওয়ার পর প্রতিজ্ঞা করি যে যেভাবেই হক একাউন্ট্ টিকে রাখবো।বেশি রিক্স ট্রেড করবো না।এখনো একটু টিকে আছি।জানিনা এভাবে কত দিন টিকে থাকতে পারবো।আপনাদের অবস্থা অবশ্যই শেয়ার করবেন।এইটা দেখে ভাববেন না আমি প্রফেশনাল মানের ট্রেডার আমি আপনাদের মত একজন বিগেনার ট্রেডার।
17732
Hridoy6763
2022-05-11, 09:01 AM
আসলে আমাদের প্রতেক এর উচিত বোনাস এর সঠিক ব্যবহার ক্রা,আমরা সবাই অনেক কষ্ট করে পোস্ট এর বিনিময়ে বোনাস পেয়ে থাকি,আর সেই বোনাস গুলা খুব সহজে জিরো করে ফেলি তাই আমাদের এই বোনাস এর সঠিক ব্যবহার করতে হবে যাতে আমাদের ব্যালেন্স না হারায়,আমিও অনেক বার আমার বোনাস ডলার জিরো করে ফেলেছি,ব্যালেন্স জিরো করে এখন আর ট্রেডিং করতে পারছিনা,ব্যালেন্স হারানোর পর দেখি ট্রেডিং এ বেশি সুযোগ সুবিধা আসে,তাই আমাদের প্রতেক এর উচিত ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে লট নির্ধারন করে ট্রেডিং করা এবং প্রতেক এন্ট্রি তে মাস্ট স্টপ লস ব্যবহার করা যাতে আমরা কেউ আমাদের ব্যালেন্স না হারায়।
souravkumarhazra6763
2022-05-11, 11:09 AM
আমাদের ফান্ড নিরাপদে রাখা আমাদের দায়িত্ব,এখন আর আগের মতো বোনাস পাওয়া যাই না,তাই যে বোনাস আমরা পাই তাই অনেক,এই বোনাস আমাদের সবার ধরে রেখে ট্রেড করা উচিত,বোনাস পেয়ে মার্কেট এন্যালাইসিস না করে যদি বড় বড় লট এ ট্রেডিং করতে থাকি তাহলে আমরা আবার সবাই ব্যালেন্স হারাবো,আমি গত মাসের বোনাস তেমন বেশি পাইনি,তাই আমি ট্রেডিং থেকে বিরত আছি,একটা ভালো ব্যালেন্স বোনাস পাবার পর আমি আবার ট্রেডিং শুরু করবো,আমাদের সবার উচিত ফরেক্স কে আগে শিক্ষার উদ্দেশ্য ব্যবহার করে ট্রেডিং জ্ঞান অর্জন করা,তাহলে আমরা এক সময় খুব সুন্দর ভাবে এই ট্রেডিং বিজিনেস পরিচালনা করতে পারবো সবাই,আর প্রতেক ট্রেডার এর উচিত স্টপ লস ব্যবহার করে ট্রেডিং করা,ধন্যবাদ সবাই কে।
samun
2022-05-18, 10:57 AM
আসলে প্রতিমাসে আমি একই ভুল বারবার করে থাকে প্রফিট অর্জন করতে পারলেও একটা সময় সে প্রফিট আমার মনের ভিতরে একটি লোক তৈরি করে দেয় যার কারণে প্রতি মাসের বোনাস প্রতি মাসেই আমি হারিয়ে ফেলি আমি বুঝতে পারছিনা কিভাবে আমি এই রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারি শত চেষ্টার পরেও আমি যেন ওভার লটে ট্রেডিং বন্ধ করতে পারছিনা তাই অভিজ্ঞদের কাছে আমি খুব সুন্দর একটি মতামত আশা করছি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.