Log in

View Full Version : স্মার্টফোন বিক্রিতে চীনে শীর্ষস্থান হারিয়েছে অ্যাপল



kohit
2022-05-11, 10:52 AM
চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে চীনে শীর্ষস্থান হারিয়েছে অ্যাপল। আইফোন ১৩-তে ভর করে এর আগের প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে উঠে এসেছিল মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। কিন্তু জানুয়ারি-মার্চ প্রান্তিকে চীনা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো থেকে পিছিয়েছে অ্যাপল। খবর সিএনএন বিজনেস।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে প্রায় ছয় বছর পর চীনের বাজারে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়েছিল অ্যাপল। চীনের অর্থনীতিতে শ্লথগতি ও বেশ কয়েকটি শহরে কভিড বিধিনিষেধ আরোপের ফলে ভোক্তা ব্যয় কমেছে। আইফোনের চেয়ে সাশ্রয়ী স্থানীয় স্মার্টফোন ক্রয়েই স্বচ্ছন্দ ছিল চীনা ক্রেতারা। এতে শীর্ষ দুই স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে জায়গা করে নেয় দুটি চীনা ব্র্যান্ড। অ্যাপল এক লাফে তৃতীয় স্থানে নেমে আসে।

বণিক বার্তা