PDA

View Full Version : গ্যাস নিয়ে জার্মানিকে চাপ রাশিয়ার।



Smd
2022-05-13, 07:35 AM
17757
যুদ্ধের ঝাজ যেনো ধীরে ধীরে বেড়েই চলছে। একের উপর এক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সকল দেশ। তারই ধারাবাহিকতায় এখন রাশিয়ার গ্যাস সরবরাহের মূল সংস্থা গ্যাসপ্রোম জার্মান সংস্থা গ্যাসপ্রোম জার্মানিয়ার সঙ্গে চুক্তির ভিত্তিতে জার্মানিতে গ্যাস সরবরাহ করে থাকে। এবার গ্যাসপ্রোম জার্মানিয়াকে গ্যাস সরবরাহ বন্ধের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ১১ মে একটি ডিক্রি জারি করে পুতিন রাশিয়ার গ্যাসপ্রোমকে জানান, জার্মান সংস্থার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে হবে। পুতিনের এই ঘোষণার ফলেই জার্মানিতে গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে জার্মানি দাবি করেছে, এটা ঘটতে পারে তা আগেই আশঙ্কা করেছিল তারা। ফলে তারা বিকল্প ব্যবস্থাও তৈরি করে রেখেছে। গ্যাসের যথেষ্ট মজুত আছে এবং গ্যাস সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলেও জানিয়েছে তারা। গ্যাসপ্রোম আগেই জার্মানিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল বলেও উল্লেখ করে তারা।