PDA

View Full Version : স্টপ লস ছাড়া ট্রেডিং করবেন না



Hridoy6763
2022-05-15, 11:50 PM
ফরেক্স মার্কেট এ ইনকাম করতে হলে আমাদের সকলের রিস্ক নিতে হবে,রিস্ক ছাড়া মুনাফা অর্জন করা সম্ভব নয়,কিন্তু রিস্ক জেনো আমাদের ব্যালেন্স অনুযায়ী বেশি না হয়ে থাকে সেই দিক এ খেয়াল রাখতে হবে,তাই আমাদের প্রতেক এন্ট্রি তে অব্যশই স্টপ লস ব্যবহার করতে হবে,কারন ফরেক্স মার্কেট এর মুভমেন্ট যখন তখন আমাদের এন্ট্রি এর বিপরীতে যেতে পারে,এর ফলে আমরা জেনো বড় লস এর স্বীকার না হয় সেই জন্য আমাদের স্টপ লস ব্যবহার করতে হবে,স্টপ লস আমাদের বিপদের বন্ধু।

md mehedi hasan
2022-05-16, 06:52 AM
ফরেক্স মার্কেটে স্টাপলস ছাড়া ট্রেড করা মানে ব্রেক ছাড়া গাড়ি চালানোর এক কথা।বর্তমানে মার্কেটে এর আচারন সুবিধা জনক নয়।এরপর নিউজ ফ্যক্টর তো আছেই।তবে আমি নতুন দের বলবো আপনারা কেউ স্টাপলস ছারা ট্রেড করবেন না।এমনকি যখন একটি ট্রেড এ বিগ এমাউন্ট লস খাই তখন আমরা স্টাপলস উঠিয়ে দেই যা মোটেই ঠিক না।এভাবে একাউন্ট্ লস করে আপনি কিছুই অর্জন করতে পার,বেন না।আমাদের ফরেক্স মার্কেটে লক্ষ্য হলো একাউন্ট্ টিকিয়ে রাখা লস করা নায়।আর এজন্য আপনাকে প্রতিটি ট্রেডে মানিমেনেজমেন্ট সহ স্টাপলস ব্যবহার করতে হবে।এতে করে আপনি অনেক অনাকাঙিক্ষত ঝুকি থেকে আপনি বেচে যাবেন।

souravkumarhazra6763
2022-05-16, 08:53 AM
ফরেক্স মার্কেট এ স্টপ লস ছাড়া করা আর নিজের ব্যালেন্স হারানো একই কথা,ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে অব্যশই স্টপ লস এর ব্যবহার করতে হবে,ফরেক্স মার্কেট এ অনেক সময় বড় বড় মুভমেন্ট হয়ে থাকে সেই মুভমেন্ট এ অনেক পিপিস এর আপ ডাউন হয়ে থাকে,যদি আমরা স্টপ লস না৷ দিয়ে আমাদের ট্রেড ওপেন করি তাহলে আমরা আমাদের ব্যালেন্স জিরো হতে সময় লাগবেনা,আমি নিজেও স্টপ লস ছাড়া এবং বড় বড় ট্রেডিং লট ব্যবহার করে আমার নিজের ব্যালেন্স হারিয়েছি,তাই আমি চাই কেউ যেনো স্টপ লস ছাড়া ট্রেডিং না করে।

samun
2022-05-17, 10:28 AM
স্টপ লস ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ ফরেক্স মার্কেটে প্রতিনিয়তই মার্কেট ওঠানামা করতে থাকে যার কারণে যদি কখনো আপনি মার্কেট পর্যবেক্ষণে না রাখতে পারেন তবে বড় ধরনের লস হয়ে যেতে পারে এই বড় ধরনের লোকসান থেকে পরিত্রান পাওয়ার জন্য অবশ্যই স্টপ লস ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ

habibi
2022-05-17, 11:03 AM
স্টপ লস ব্যবহার করবেন কি করবেন না সেটি নির্ভর করে আপনার ট্রেডিং স্ট্রেটেজি এবং আপনার মূলধন এর উপর । স্টপলস সেট করা ছাড়া ট্রেড করলে তার পরিনতি অনেক ভয়াবহ হতে পারে যদি আপনি অল্প মূলধন নিয়ে ট্রেড করেন। কারন স্টপ লস সেট করা না হলে ট্রেড লস খেতে খেতে অ্যাকাউন্ট শূন্য হওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ ট্রেডার স্টপ লস সেট করে ট্রেডিং করে থাকে। তবে অনেক ট্রেডার আছে যারা স্টপ লস সেট করে ট্রেড করে না। এর কারন হল তাদের বিশ্বাস যে মার্কেট যতই নীচে নামুক মার্কেট আবার ঘুরে দাঁড়াবে এবং তার ট্রেডটি লস থেকে লাভে পরিনত করতে পারবেন। সে যদি স্টপ লস সেট করত তাহলে তার অর্ডারটি কখনো লাভে পরিণত হত না। তবে এমন টি করে থাকে যারা অনেক মূলধন নিয়ে ট্রেড করে। এই ক্ষেত্রে ট্রেড স্টপ আউট খাওয়ার সম্ভাবনা থাকে না।