md mehedi hasan
2022-05-16, 09:56 AM
বেশ কিছুদিন ধরে ফরেক্স মার্কেটে ক্রিপটো কারেন্সি মার্কেটে এর বেশ খারাপ অবস্থা যাচ্ছে।এখানে টেকনিক্যাল এনালাইসিস করে খুব কম কাজ করছে।বেশির ভাগই ফান্ডামেন্টাল এনালাইসিস বা নিউজ মার্কেট কে বেশি প্রভাবিত করছে।গত সপ্তাহে জিবিপি ইউএসডি পিয়ারে একটি এবং জাপানি পিয়ারে একটি সেল ট্রেড ওপেন ছিলো।কিন্তু আমি আমার স্টাপলস সঠিকভাবে বসাতে পারেনি।তবে আমার পরিকল্পনা অনুযায়ী এই দুটি পিয়ারে ট্রেড একটু কনফরমেশন নিয়ে করার কথা ছিলো কিন্তু আমি মার্কেটে যখন প্রচুর মুভ করছিল তখন ট্রেড ওপেন করি।ট্রেড দুটি লাভে গিয়েও আবার লস হয়।এর কিছুক্ষণ পরে আবার মার্কেট পুরোনো অবস্থায় ফিরে আসে।আমি যদি একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করতাম কনফরমেশন এর জন্য তাহলে ট্রেড দুটি থেকে অনেক প্রফিট করতে পারতাম।