PDA

View Full Version : টাঙ্গুয়ার হাওর হাওরের বুকে নৈসর্গিক আকাশ আর পানির মিলন এর মাঝে একমাত্র বাধা পাহাড়।



DhakaFX
2022-05-17, 11:50 AM
http://forex-bangla.com/customavatars/859991829.jpg
সুনামগঞ্জ এর টাঙ্গুয়ার হাওরটি প্রায় ১০০ বর্গকিলোমিটারজুড় বিস্তৃত। এই হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম মিষ্টি পানির আধার। যেখানে মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে ৩০টিরও বেশি ঝরনা। প্রায় ১৪০ প্রজাতির মাছ, ১২ প্রজাতির ব্যাঙ, ১৫০ প্রজাতির সরিসৃপ ও ২০৮ প্রজাতির পাখির আবাস এই হাওরে। এটি আন্তর্জাতিকভাবে ঘোষিত বাংলাদেশের দ্বিতীয় ‘রামসার সাইট’। শীতকালে সাইবেরিয়া থেকে উড়ে আসে প্রায় ২৫০ প্রজাতির। হাওরের উপর দিয়ে চলতে থাকা অবস্থায় আশেপাশের সৌন্দর্য মন ভরিয়ে দিবে। যতদূর চোখ যাবে স্বচ্ছ পানির ধারা। আকাশ আর পানির মিলনের মাঝে একমাত্র বাধা হয়ে দাঁড়িয় থাকে পাহাড়। পানি এতটা স্বচ্ছ যে, প্রায় ২০ ফুট গভীরের জলজ উদ্ভিদ খুব পরিষ্কারভাবেই দেখা যায়। বিস্তীর্ণ অংশ জুড়ে ছোট ছোট লাল শাপলা আছে। সবার গন্তব্য একটি জনপথ, যেটা প্রতিবছর বর্ষাকালে বন্যার পানি হাওরের পানির সঙ্গে মিশে রাস্তাটি ডুবে যায়। এর সঙ্গে রাস্তার পাশের বড় বড় গাছপালা মিলে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়, যা অন্য কোথাও পাওয়া যায় না।
http://forex-bangla.com/customavatars/1131195748.jpg